কলকাতা, 19 মে : বাংলা ফুটবল দলের জন্য ক্লাবের জিমনাসিয়ামের দরজা খুলে দিল মোহনবাগান । বৃহস্পতিবার সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা দলের (Bengal Football Team) জন্য মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের আয়োজন করেছিল মোহনবাগান । সেখানে সারাবছর মনোতোষ চাকলাদার, প্রিয়ন্ত সিংদের জন্য মোহনবাগান তাদের অত্যাধুনিক জিম ব্যবহারের কথা ঘোষণা করে । স্মারক উপহার উত্তরীয় পরিয়ে বাংলা দলকে অভিনন্দিত করার সঙ্গেই নতুন মরসুমে সন্তোষ ট্রফি জয়ের অঙ্গীকারের কথাও সামনে এসেছে ।
বাংলা দলের ফুটবলাররা ছাড়াও আইএফএর চেয়ারম্যান সুব্রত দত্ত, প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায় এবং অন্যান্য পদাধিকারীদের এই অনুষ্ঠানে সম্মানিত করা হয় । অনুষ্ঠানে সন্তোষ ট্রফি জয়ের জন্য বাংলার ফুটবলারদের পরিশ্রমের কথা, কর্তাদের সহযোগিতার গল্প এবং ময়দানের তুকতাকের গল্পের কথা শোনা যায় কোচ রঞ্জন ভট্টাচার্যের মুখে । সন্তোষ ট্রফিতে সাফল্যের জন্য সারাবছর ধরে নিরলস প্র্যাকটিসের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি । ভারতীয় ফুটবল দলে ফের বাংলার ছেলেদের দাপট দেখার জন্য ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশে থাকা জরুরি বলে তিনি মনে করেন । বাংলার ফুটবলারদের দলে নেওয়ার আবেদনও করেন ।
আরও পড়ুন : Joydeep Mukherjee Resigns : আইএফএ সচিব পদ থেকে ইস্তফা জয়দীপ মুখোপাধ্যায়ের
যদিও মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ফুটবলারদের পারফরম্যান্সের জোরে বড় দলের দরজা খোলার চ্যালেঞ্জ ছুড়ে দেন । আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়ের মুখে ছিল রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পরিকাঠামোগত দুর্বলতা এবং অসহায়তার কথা । যা শুনে আইএফএর নিজস্ব মাঠ এবং তাঁবুর ব্যবস্থা করতে পাশে থাকার কথা বলেন সবুজ-মেরুন কর্তা এবং প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায় ।
ইস্টবেঙ্গলের পরে মোহনবাগান । সন্তোষ ট্রফিতে রানার্স বাংলা দলকে সম্মান দিল দুই প্রধান । নতুন মরসুমে ট্রফি নিয়ে আসার আর্জি সবার মুখে । যা বাস্তবায়িত হয় কি না তা সময়ই বলবে ।