ETV Bharat / sports

ফের নামজটে বাংলার টেবিল টেনিস সংস্থা ! - Table Tennis

নতুন নামকরণের জট যে অস্বস্তি বাড়াচ্ছে তা অস্বীকার করছেন না রাজ্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত । তিনি বলেছেন, সংস্থার সোসাইটি রেজিস্ট্রেশন করার ব্যাপারে যাবতীয় কাজ করছে একটি বিখ্যাত চার্টার্ড ফার্ম । কিন্তু তা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মে আটকে গেছে গোটা প্রক্রিয়া । কারণ সংযুক্তির পরে রাজ্য টেবিল টেনিস সংস্থার নাম WBTTA-র বদলে বেঙ্গল স্টেট টেবিল টেনিস বা (BSTT) করা হয়েছে ।

শর্মি সেনগুপ্ত
author img

By

Published : Sep 26, 2019, 2:42 PM IST

Updated : Sep 26, 2019, 2:59 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : সমস্যা যেন পিছু ছাড়ছে না বঙ্গ টেবিল টেনিস সংস্থার । একদশকের বেশি সময় ধরে বাংলার টেবিল টেনিসের তিন শরিকের ঝগড়া মিটিয়ে একসঙ্গে পথচলার উপায় বার করা হয়েছে । নতুন নামে বাংলার টেবিল টেনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন যুযুধান কর্তারা । কিন্তু, নাম বদলের চেষ্টায় আইনের ফাঁক নিয়ে তৈরি হয়েছে নয়া সমস্যা । ফলে সংযুক্তিকরণের কথা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হলেও তার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না । আর এই নিয়ে ফের সমালোচনা শুরু করেছেন রাজ্য টেবিল টেনিস সংস্থার বিরোধীরা ।

নতুন নামকরণের জট যে অস্বস্তি বাড়াচ্ছে তা অস্বীকার করছেন না রাজ্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত । তিনি বলেছেন, সংস্থার সোসাইটি রেজিস্ট্রেশন করার ব্যাপারে যাবতীয় কাজ করছে একটি বিখ্যাত চার্টার্ড ফার্ম । কিন্তু তা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মে আটকে গেছে গোটা প্রক্রিয়া । কারণ সংযুক্তির পরে রাজ্য টেবিল টেনিস সংস্থার নাম WBTTA-র বদলে বেঙ্গল স্টেট টেবিল টেনিস বা (BSTT) করা হয়েছে । এ রাজ্যের সরকারি নিয়মে কোনও সংস্থার নামে স্টেট কথাটি জুড়ে দেওয়া যায় না । সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, নামের গেরো দূর করতে টিটি এফআই সাহায্যের হাত বাড়িয়ে ছিল । তারাই স্টেট কথাটি জুড়ে দেওয়ার কথা বলেছিল । কিন্তু সেই পরামর্শ মানতে গিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে । উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যে স্টেট কথাটি যে কোনও সংস্থার সঙ্গে জুড়ে দেওয়া যায় । পশ্চিমবঙ্গে তা সম্ভব নয় । আইনের জটিলতা মিটিয়ে সমস্যার হাল বের করতে ইতিমধ্যে রাজ্যের সচিব পর্যায়ে কথা বলা হয়েছে । সমস্যা দ্রুত মেটানোর উদ্যোগ নিতে বলা হয়েছে । নাহলে জাতীয় আসরে দল পাঠানো সমস্যা হবে বলে শর্মি সেনগুপ্ত স্বয়ং আশঙ্কিত ।

দেখুন ভিডিয়ো...

নামজটের মধ্যেই বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিকে পৃথক জেলা সংস্থার মর্যাদা দিল রাজ্য টেবিল টেনিস সংস্থা । রাজ্য অ্যাকাডেমির শিক্ষার্থীদের যাতে অন্য জেলা থেকে প্রতিনিধিত্ব না করতে হয় সেজন্য এই উদ্যোগ । এবিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইচ্ছা প্রাধান্য পেয়েছে । কারণ আকাডেমির শিক্ষার্থীদের কীভাবে প্রতিযোগিতায় নামানো হবে তা নিয়ে ধন্ধ ছিল । এব্যাপারে রাজস্থানে পেট্রোলিয়াম বোর্ডের অংশগ্রহণের প্রক্রিয়াকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে । রাজ্য সংস্থার এই উদ্যোগকে ক্রীড়ামন্ত্রী সাধুবাদ জানিয়েছেন ।

কলকাতা, 26 সেপ্টেম্বর : সমস্যা যেন পিছু ছাড়ছে না বঙ্গ টেবিল টেনিস সংস্থার । একদশকের বেশি সময় ধরে বাংলার টেবিল টেনিসের তিন শরিকের ঝগড়া মিটিয়ে একসঙ্গে পথচলার উপায় বার করা হয়েছে । নতুন নামে বাংলার টেবিল টেনিসকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ নিয়েছেন যুযুধান কর্তারা । কিন্তু, নাম বদলের চেষ্টায় আইনের ফাঁক নিয়ে তৈরি হয়েছে নয়া সমস্যা । ফলে সংযুক্তিকরণের কথা ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হলেও তার বাস্তবায়ন সম্ভব হচ্ছে না । আর এই নিয়ে ফের সমালোচনা শুরু করেছেন রাজ্য টেবিল টেনিস সংস্থার বিরোধীরা ।

নতুন নামকরণের জট যে অস্বস্তি বাড়াচ্ছে তা অস্বীকার করছেন না রাজ্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত । তিনি বলেছেন, সংস্থার সোসাইটি রেজিস্ট্রেশন করার ব্যাপারে যাবতীয় কাজ করছে একটি বিখ্যাত চার্টার্ড ফার্ম । কিন্তু তা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মে আটকে গেছে গোটা প্রক্রিয়া । কারণ সংযুক্তির পরে রাজ্য টেবিল টেনিস সংস্থার নাম WBTTA-র বদলে বেঙ্গল স্টেট টেবিল টেনিস বা (BSTT) করা হয়েছে । এ রাজ্যের সরকারি নিয়মে কোনও সংস্থার নামে স্টেট কথাটি জুড়ে দেওয়া যায় না । সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন, নামের গেরো দূর করতে টিটি এফআই সাহায্যের হাত বাড়িয়ে ছিল । তারাই স্টেট কথাটি জুড়ে দেওয়ার কথা বলেছিল । কিন্তু সেই পরামর্শ মানতে গিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে । উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যে স্টেট কথাটি যে কোনও সংস্থার সঙ্গে জুড়ে দেওয়া যায় । পশ্চিমবঙ্গে তা সম্ভব নয় । আইনের জটিলতা মিটিয়ে সমস্যার হাল বের করতে ইতিমধ্যে রাজ্যের সচিব পর্যায়ে কথা বলা হয়েছে । সমস্যা দ্রুত মেটানোর উদ্যোগ নিতে বলা হয়েছে । নাহলে জাতীয় আসরে দল পাঠানো সমস্যা হবে বলে শর্মি সেনগুপ্ত স্বয়ং আশঙ্কিত ।

দেখুন ভিডিয়ো...

নামজটের মধ্যেই বেঙ্গল টেবিল টেনিস অ্যাকাডেমিকে পৃথক জেলা সংস্থার মর্যাদা দিল রাজ্য টেবিল টেনিস সংস্থা । রাজ্য অ্যাকাডেমির শিক্ষার্থীদের যাতে অন্য জেলা থেকে প্রতিনিধিত্ব না করতে হয় সেজন্য এই উদ্যোগ । এবিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইচ্ছা প্রাধান্য পেয়েছে । কারণ আকাডেমির শিক্ষার্থীদের কীভাবে প্রতিযোগিতায় নামানো হবে তা নিয়ে ধন্ধ ছিল । এব্যাপারে রাজস্থানে পেট্রোলিয়াম বোর্ডের অংশগ্রহণের প্রক্রিয়াকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে । রাজ্য সংস্থার এই উদ্যোগকে ক্রীড়ামন্ত্রী সাধুবাদ জানিয়েছেন ।

Intro:সমস্যা যেন পিছু ছাড়ছে না বঙ্গ টেবিল টেনিস সংস্থার। একদশকের বেশি সময় ধরে বাংলার টেবিল টেনিসের তিন শরিকের ঝগড়া মিটিয়ে একসঙ্গে পথচলার উপায় বার করা হয়েছে। নতুন নামে বাংলার টেবিল টেনিস কে এগিয়ে নেওয়ার শপথ নিয়েছেন যুযুধান কর্তারা। কিন্তু নাম বদলের চেষ্টায় আইনের ফাক নিয়ে তৈরি হয়েছে নয়া সমস্যা। ফলে সংযুক্তি করনের কথা ঢাকঢোল পিটিয়ে করা হলেও তার বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। আর এই নিয়ে ফের সমালোচনার তির ছুড়তে শুরু করেছেন রাজ্য টেবিল টেনিস সংস্থার বিরোধী রা। নতুন নামকরণের জট যে অস্বস্তি বাড়াচ্ছে তা অস্বীকার করছেন না রাজ্য টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত। তিনি বলেছেন সংস্থার সোসাইটি রেজিস্ট্রেশন করার ব্যাপারে যাবতীয় কাজ করছে একটি বিখ্যাত চার্টার্ড ফার্ম। কিন্তু তা করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের নিয়মে আটকে গিয়েছে পুরো প্রক্রিয়া। কারন সংযুক্তির পরে রাজ্য টেবিল টেনিস সংস্থার নাম ডাব্লিউ বি টিটি এ-র বদলে বেঙ্গল স্টেট টেবিল টেনিস বা বিএসটিটি করা হয়েছে। এরাজ্যের সরকারি নিয়মে কোনও সংস্থার নামে স্টেট কথাটি জুড়ে দেওয়া যায় না। সচিব শর্মি সেনগুপ্ত বলেছেন নামের গেরো দূর করতে টিটি এফআই সাহায্যের হাত বাড়িয়ে ছিল। তারাই স্টেট কথাটি জুড়ে দেওয়ার কথা বলেছিল। কিন্তু সেই পরামর্শ মানতে গিয়ে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যে স্টেট কথাটি যেকোন সংস্থার সঙ্গে জুড়ে দেওয়া যায়।পশ্চিমবঙ্গে তা সম্ভব নয়। আইনের জটিলতা মিটিয়ে সমস্যার হাল বের করতে ইতিমধ্যে রাজ্যের সচিব পর্যায়ে কথা বলা হয়েছে। সমস্যা দ্রুত মেটানোর উদ্যোগ নিতে বলা হয়েছে। নচেৎ জাতীয় আসরে।দল পাঠানো সমস্যা হবে বলে শর্মি সেনগুপ্ত স্বয়ং আশঙ্কিত। নামের জটের মধ্যেই বেঙ্গল টেবিল টেনিস আকাডেমিকে পৃথক জেলা সংস্থার মর্যাদা দিল।রাজ্য টেবিল টেনিস সংস্থা। রাজ্য আকাডেমির শিক্ষার্থীদের যাতে অন্য জেলা থেকে প্রতিনিধিত্ব না করতে হয় সেজন্য এই উদ্যোগ। এবিষয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ইচ্ছা প্রাধান্য পেয়েছে। কারন আকাডেমির শিক্ষার্থীদের কীভাবে প্রতিযোগিতায় নামানো হবে তা নিয়ে ধ্বন্দ ছিল। এব্যাপারে রাজস্থানে পেট্রোলিয়াম বোর্ডের অংশগ্রহণের প্রক্রিয়াকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজ্য সংস্থার এই উদ্যোগ কে ক্রীড়ামন্ত্রী সাধুবাদ জানিয়েছেন স্বাভাবিক ভাবে।


Body:টিটি


Conclusion:
Last Updated : Sep 26, 2019, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.