ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: গতবারের মধুর বদলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালে বাংলা

মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা ৷ 2019-20 পর ফের 2022-23 ৷ গতবারের ন্যায় ফাইনালে মনোজব্রিগেডের প্রতিপক্ষ সৌরাষ্ট্র (Bengal will take on Saurashtra in the final) ৷ তবে ভেন্যু বদলে রাজকোটের পরিবর্তে এবার কলকাতা ৷ আগামী 16-20 ফেব্রুয়ারি ঘরের মাঠে স্বপ্নপূরণের লক্ষ্যে নামবে বাংলা ৷

Ranji Trophy 2022 23
তিনবছর পর রঞ্জি ফাইনালে বাংলা
author img

By

Published : Feb 12, 2023, 2:09 PM IST

Updated : Feb 12, 2023, 3:45 PM IST

ইন্দোর, 12 ফেব্রুয়ারি: প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বাংলার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়লেন মধ্যপ্রদেশের ব্যাটাররা । ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের 'বাপি বাড়ি যা' বলে তিনবছর পর রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final 2022-23) বাংলা ৷ দ্বিতীয় ইনিংসে 241 রানে শেষ মধ্যপ্রদেশ। চন্দ্রকান্ত পণ্ডিতের দলকে 306 রানে হারিয়ে ফাইনালে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং (Bengal beat MP by 306 runs)। দিনের শুরুতেই ঈশান পোড়েল আউট হওয়ার সঙ্গেই বাংলার ইনিংস 279 রানে শেষ হয়ে যায়। জয়ের জন্য দরকার ছিল 547 রান, হাতে গোটা দিন ৷ এমন অবস্থায় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে।

হিমাংশু মন্ত্রী 16, যশ দুবে 30, শুভম শর্মা 24, ভেঙ্কটেশ আইয়ার 19, আদিত্য শ্রীবাস্তব 29, সারাংশ জৈন 12, কুমার কার্তিকেয় 6, আবেশ খান 0 ৷ তাসের ঘরের মতো বাংলার বোলারদের সামনে ভেঙে পড়ে চ্যাম্পিয়নদের ব্যাটিং। বিশেষ করে প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণি এবং মুকেশ কুমারের গতির কাছে পরাজিত হয় মধ্যপ্রদেশ। ঝোড়ো 60 রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম ইনিংসের অপবাদ ঘোচান প্রদীপ্ত। এরপর বল হাতে হোলকারে সামনে আসে তাঁর সংহার মূর্তি। 51 রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে ভাঙলেন তিনি। তাঁর শিকারের তালিকায় শুভম, ভেঙ্কটেশ, কুমার কার্তিকেয়, আবেশ খান এবং গৌরব যাদব।

অন্যদিকে গতির অস্ত্রে শান দিয়ে প্রতিপক্ষকে মাটি ধরান মুকেশ কুমার । তাঁর ঝুলিতে রজত পাতিদার এবং কুমার কার্তিকেয়র উইকেট । আকাশদীপ, শাহবাজ আহমেদের দখলে একটি করে উইকেট । শেষদিনের অর্ধেক সময়েই বিপক্ষকে অলআউট করে বাংলা । 52 রান করে কিছুটা লড়াই দেন রজত পতিদার। রঞ্জি ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনে। প্রতিপক্ষ সেমিফাইনালে কর্ণাটককে হারানো সৌরাষ্ট্র। শেষবার 2019-20 এই সৌরাষ্ট্রের কাছেই কাপযুদ্ধে হারতে হয়েছিল ঈশ্বরণদের ৷ সবমিলিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালেও বদলা নিয়ে ভারত সেরা হওয়ার সুযোগ বাংলার সামনে। তবে দ্বিতীয়বার ভারত সেরার মুকুট বাংলার মাথায় উঠবে কি না, সেই প্রশ্নের উত্তর মিলবে 16-20 ফেব্রুয়ারি ।

আরও পড়ুন : অনুষ্টুপের আউটে বিতর্ক, রানের পাহাড়ে চেপে ফাইনালের পথে 'মনোজ অ্যান্ড কোং'

ইন্দোর, 12 ফেব্রুয়ারি: প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বাংলার বোলারদের সামনে মুখ থুবড়ে পড়লেন মধ্যপ্রদেশের ব্যাটাররা । ইন্দোরের হোলকার স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নদের 'বাপি বাড়ি যা' বলে তিনবছর পর রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy Final 2022-23) বাংলা ৷ দ্বিতীয় ইনিংসে 241 রানে শেষ মধ্যপ্রদেশ। চন্দ্রকান্ত পণ্ডিতের দলকে 306 রানে হারিয়ে ফাইনালে মনোজ তিওয়ারি অ্যান্ড কোং (Bengal beat MP by 306 runs)। দিনের শুরুতেই ঈশান পোড়েল আউট হওয়ার সঙ্গেই বাংলার ইনিংস 279 রানে শেষ হয়ে যায়। জয়ের জন্য দরকার ছিল 547 রান, হাতে গোটা দিন ৷ এমন অবস্থায় লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে।

হিমাংশু মন্ত্রী 16, যশ দুবে 30, শুভম শর্মা 24, ভেঙ্কটেশ আইয়ার 19, আদিত্য শ্রীবাস্তব 29, সারাংশ জৈন 12, কুমার কার্তিকেয় 6, আবেশ খান 0 ৷ তাসের ঘরের মতো বাংলার বোলারদের সামনে ভেঙে পড়ে চ্যাম্পিয়নদের ব্যাটিং। বিশেষ করে প্রদীপ্ত প্রামাণিকের ঘূর্ণি এবং মুকেশ কুমারের গতির কাছে পরাজিত হয় মধ্যপ্রদেশ। ঝোড়ো 60 রানের অপরাজিত ইনিংস খেলে প্রথম ইনিংসের অপবাদ ঘোচান প্রদীপ্ত। এরপর বল হাতে হোলকারে সামনে আসে তাঁর সংহার মূর্তি। 51 রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে ভাঙলেন তিনি। তাঁর শিকারের তালিকায় শুভম, ভেঙ্কটেশ, কুমার কার্তিকেয়, আবেশ খান এবং গৌরব যাদব।

অন্যদিকে গতির অস্ত্রে শান দিয়ে প্রতিপক্ষকে মাটি ধরান মুকেশ কুমার । তাঁর ঝুলিতে রজত পাতিদার এবং কুমার কার্তিকেয়র উইকেট । আকাশদীপ, শাহবাজ আহমেদের দখলে একটি করে উইকেট । শেষদিনের অর্ধেক সময়েই বিপক্ষকে অলআউট করে বাংলা । 52 রান করে কিছুটা লড়াই দেন রজত পতিদার। রঞ্জি ফাইনাল অনুষ্ঠিত হবে ইডেনে। প্রতিপক্ষ সেমিফাইনালে কর্ণাটককে হারানো সৌরাষ্ট্র। শেষবার 2019-20 এই সৌরাষ্ট্রের কাছেই কাপযুদ্ধে হারতে হয়েছিল ঈশ্বরণদের ৷ সবমিলিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালেও বদলা নিয়ে ভারত সেরা হওয়ার সুযোগ বাংলার সামনে। তবে দ্বিতীয়বার ভারত সেরার মুকুট বাংলার মাথায় উঠবে কি না, সেই প্রশ্নের উত্তর মিলবে 16-20 ফেব্রুয়ারি ।

আরও পড়ুন : অনুষ্টুপের আউটে বিতর্ক, রানের পাহাড়ে চেপে ফাইনালের পথে 'মনোজ অ্যান্ড কোং'

Last Updated : Feb 12, 2023, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.