দেরাদুন, 22 মে : একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতা ৷ চলতি সপ্তাহেই থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ৷ ভাগ্য ফেরাতে তাই কেদারনাথ পৌঁছলেন তারকা শাটলার সাইনা নেহওয়াল (Badminton player Saina Nehwal reached Kedarnath) ৷ গত 3 মে থেকে শুরু হয়েছে চলতি বছর চারধাম যাত্রা ৷ কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীতে উপচে পড়ছে পুণ্যার্থীদের ভিড় ৷ সেই পুণ্যযাত্রায় এবার শরিক হলেন অলিম্পিকে পদকজয়ী শাটলার ৷
বাবা হরবীর সিং নেহওয়ালকে সঙ্গে নিয়ে কেদার দর্শনের একাধিক ছবি সাইনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রবিবার ৷ এরমধ্যে একটি পোস্টে অভিজ্ঞ শাটলার তাঁর চারধাম যাত্রাকে 'স্বপ্ন' বলে উল্লেখ করেছেন ৷ সূত্রের খবর, কেদারপুরিতে এদিন হায়দরাবাদি শাটলারকে এদিন স্বাগত জানান বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির প্রেসিডেন্ট অজেন্দ্র অজয় ৷ স্বপ্নিল সফরের ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন সাইনা ৷ মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসনের ভূমিকায় খুশি সাইনার আশা বাবা কেদারনাথ যেন সকলের মনস্কামনা পূর্ণ করেন ৷ অনুরাগীরা আবার পালটা বলছেন, বাবা কেদারনাথ সাইনার কেরিয়ারে সুদিন ফেরাক ৷
আরও পড়ুন : মোদির আবদার রাখলেন লক্ষ্য, প্রধানমন্ত্রীকে বাল মিঠাই উপহার আলমোড়ার শাটলারের
আসলে সাম্প্রতিক অতীতে কোর্টে একেবারেই সাফল্য নেই 2012 লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী সাইনার ৷ চলতি বছর অল ইংল্যান্ড ওপেন-সহ কোনও প্রতিযোগিতায় রাউন্ড 16-র গণ্ডি পেরোননি তিনি ৷ আগামী মাসে ইন্দোনেশিয়া ওপেনে অংশগ্রহণ করবেন সাইনা ৷ সেখানে ছন্দে ফিরুক প্রাক্তন বিশ্বের পয়লা নম্বর, প্রত্যাশা অনুরাগী মহলে ৷
-
#ओलंपिक पदक विजेता सुप्रसिद्ध #बैडमिंटन खिलाड़ी श्रीमती @NSaina ने आज श्री #केदारनाथ धाम की यात्रा कर बाबा केदार की पूजा-अर्चना की।#BKTC के अध्यक्ष श्री @AjendraAjay ने प्रसाद भेंट कर उनका केदार पुरी में स्वागत किया। pic.twitter.com/no6txvxrzX
— Shri Badarinath -Kedarnath Temple Committee #BKTC (@BKTC_UK) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ओलंपिक पदक विजेता सुप्रसिद्ध #बैडमिंटन खिलाड़ी श्रीमती @NSaina ने आज श्री #केदारनाथ धाम की यात्रा कर बाबा केदार की पूजा-अर्चना की।#BKTC के अध्यक्ष श्री @AjendraAjay ने प्रसाद भेंट कर उनका केदार पुरी में स्वागत किया। pic.twitter.com/no6txvxrzX
— Shri Badarinath -Kedarnath Temple Committee #BKTC (@BKTC_UK) May 22, 2022#ओलंपिक पदक विजेता सुप्रसिद्ध #बैडमिंटन खिलाड़ी श्रीमती @NSaina ने आज श्री #केदारनाथ धाम की यात्रा कर बाबा केदार की पूजा-अर्चना की।#BKTC के अध्यक्ष श्री @AjendraAjay ने प्रसाद भेंट कर उनका केदार पुरी में स्वागत किया। pic.twitter.com/no6txvxrzX
— Shri Badarinath -Kedarnath Temple Committee #BKTC (@BKTC_UK) May 22, 2022