কলকাতা, 20 ডিসেম্বর: বাংলা থেকে ক্রিকেটে মহম্মদ শামির উত্থান ৷ তাই বঙ্গ পেসারের অর্জুন পুরস্কার পাওয়ার খবর আশায় স্বাভাবিকভাবেই তুঙ্গে ৷ তবে একইসঙ্গে এক বঙ্গকন্যার অর্জুন পুরস্কার প্রাপ্তির সংবাদ ৷ গত চারবছর ধরে অর্জুন পুরস্কার পাওয়ার আশা করে বসেছিলেন । অবশেষে বুধবার দুপুরে এল সম্মান প্রাপ্তির সম্মতি সূচক চিঠিটা । জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের দল রিজার্ভ ব্যাঙ্ককে ইতিমধ্যেই খেতাব ধরে রাখতে সাহায্য করেছেন তিনি । এবার সিঙ্গলসে খেতাব পাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঝাপাবেন । বাংলার নতুন অর্জুন ঐহিকা মুখোপাধ্যায় ।
অর্জুন পুরস্কার প্রাপ্তির তিনি বলেন, “2019 সাল থেকে আমি অর্জুনের জন্য চেষ্টা করেছি । সেবার কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগে পদক জিতেছিলাম । কিন্তু আমার থেকে অন্যদের পারফরম্যান্স ভালো ছিল ৷ তাই আমি পদক পাইনি । এবার এশিয়ান গেমসের পদক পেয়েছি । তারপর থেকেই অর্জুন পুরস্কার পাওয়ার ব্যাপারে আশা বেড়েছিল । অবশেষে স্বপ্ন সত্যি হল ৷” যেকোনও পুরস্কার বা সম্মান দায়িত্ব প্রত্যাশা বাড়িয়ে দেয়। কথাটা ঐহিকাও মানছেন ।
তিনি বলেন, "আমাদের লক্ষ্য এখন সামনের দিকে এগিয়ে যাওয়া । আমি আগেও বলেছি এশিয়ান গেমসে পদকের রং বদলে দেওয়ার লক্ষ্য হবে আগামীতে । আপাতত প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনকে পাখির চোখ করছি । এখনও দল ঘোষণা হয়নি । প্যারিসের যোগ্যতামান অর্জনের জন্য চেষ্টা করতে হবে ৷"
মেয়ে অর্জুন সম্মান পাচ্ছেন খবর পেয়ে খুশি ঐহিকার বাবা মা । ঐহিকার গলায় শোনা গেল, "ওরাও স্বপ্ন দেখত । ওদের খুশি হতে দেখে আমারও ভালো লাগছে ৷" প্রায় একই সঙ্গে যোগ করেন, "এই সম্মান পরিশ্রমের ফসল । আমরা একটা লক্ষ্য পৌঁছনোর জন্য পরিশ্রম করেছিলাম । করে চলেছি । এই জন্য এই সম্মান আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই । ছোটবেলার কোচ, বর্তমান কোচ, আমার ফিজিয়ো, মা বাবা সবার পরিশ্রম আত্মত্যাগ রয়েছে আমার জন্য । তাদের উদ্দেশ্যে এই সম্মান উৎসর্গ করছি ।"
বাংলার টেবিল টেনিসে অর্জুনের আলো । যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত জানিয়েছেন,"আজ আমাদের আনন্দের দিন । এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিল । আমরা সংবর্ধনা দিয়েছিলাম । এবার ঐহিকার হাতে অর্জুন নিঃসন্দেহে গর্বের দিন ।"
আরও পড়ুন: