ETV Bharat / sports

'চার বছরের প্রতীক্ষার অবসান, পরিশ্রমের ফল', অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা - পরিশ্রমের ফল বলছেন ঐহিকা

Ayhika Mukherjee on Arjuna Award: বাংলার এই প্যাডলার এর আগেই এশিয়ান গেমসে পদক জিতেছেন ৷ 'চার বছরের প্রতীক্ষার অবসান,পরিশ্রমের ফল' অর্জুন পুরস্কার প্রাপ্তির খবর শুনে বললেন ঐহিকা মুখোপাধ্য়ায় ৷ শুনলেন ইটিভি ভারতের প্রতিনিধি সঞ্জয় অধিকারী ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 10:05 PM IST

Updated : Dec 20, 2023, 10:12 PM IST

অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা

কলকাতা, 20 ডিসেম্বর: বাংলা থেকে ক্রিকেটে মহম্মদ শামির উত্থান ৷ তাই বঙ্গ পেসারের অর্জুন পুরস্কার পাওয়ার খবর আশায় স্বাভাবিকভাবেই তুঙ্গে ৷ তবে একইসঙ্গে এক বঙ্গকন্যার অর্জুন পুরস্কার প্রাপ্তির সংবাদ ৷ গত চারবছর ধরে অর্জুন পুরস্কার পাওয়ার আশা করে বসেছিলেন । অবশেষে বুধবার দুপুরে এল সম্মান প্রাপ্তির সম্মতি সূচক চিঠিটা । জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের দল রিজার্ভ ব্যাঙ্ককে ইতিমধ্যেই খেতাব ধরে রাখতে সাহায্য করেছেন তিনি । এবার সিঙ্গলসে খেতাব পাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঝাপাবেন । বাংলার নতুন অর্জুন ঐহিকা মুখোপাধ্যায় ।

অর্জুন পুরস্কার প্রাপ্তির তিনি বলেন, “2019 সাল থেকে আমি অর্জুনের জন্য চেষ্টা করেছি । সেবার কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগে পদক জিতেছিলাম । কিন্তু আমার থেকে অন্যদের পারফরম্যান্স ভালো ছিল ৷ তাই আমি পদক পাইনি । এবার এশিয়ান গেমসের পদক পেয়েছি । তারপর থেকেই অর্জুন পুরস্কার পাওয়ার ব্যাপারে আশা বেড়েছিল । অবশেষে স্বপ্ন সত্যি হল ৷” যেকোনও পুরস্কার বা সম্মান দায়িত্ব প্রত্যাশা বাড়িয়ে দেয়। কথাটা ঐহিকাও মানছেন ।

তিনি বলেন, "আমাদের লক্ষ্য এখন সামনের দিকে এগিয়ে যাওয়া । আমি আগেও বলেছি এশিয়ান গেমসে পদকের রং বদলে দেওয়ার লক্ষ্য হবে আগামীতে । আপাতত প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনকে পাখির চোখ করছি । এখনও দল ঘোষণা হয়নি । প্যারিসের যোগ্যতামান অর্জনের জন্য চেষ্টা করতে হবে ৷"

মেয়ে অর্জুন সম্মান পাচ্ছেন খবর পেয়ে খুশি ঐহিকার বাবা মা । ঐহিকার গলায় শোনা গেল, "ওরাও স্বপ্ন দেখত । ওদের খুশি হতে দেখে আমারও ভালো লাগছে ৷" প্রায় একই সঙ্গে যোগ করেন, "এই সম্মান পরিশ্রমের ফসল । আমরা একটা লক্ষ্য পৌঁছনোর জন্য পরিশ্রম করেছিলাম । করে চলেছি । এই জন্য এই সম্মান আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই । ছোটবেলার কোচ, বর্তমান কোচ, আমার ফিজিয়ো, মা বাবা সবার পরিশ্রম আত্মত্যাগ রয়েছে আমার জন্য । তাদের উদ্দেশ্যে এই সম্মান উৎসর্গ করছি ।"

বাংলার টেবিল টেনিসে অর্জুনের আলো । যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত জানিয়েছেন,"আজ আমাদের আনন্দের দিন । এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিল । আমরা সংবর্ধনা দিয়েছিলাম । এবার ঐহিকার হাতে অর্জুন নিঃসন্দেহে গর্বের দিন ।"

আরও পড়ুন:

  1. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন সাত্বিক চিরাগ, অর্জুনে ভূষিত শামি সহ 26 ক্রীড়াবিদ
  2. হ্যাংঝাউয়ে 'ঐতিহাসিক সাফল্য', ফিরে দেখা 2023 এশিয়াডে ভারতের 'ইস বার একশো পারে'র কৃতিত্ব
  3. টনি জর্জির মধ্যে ডি’ককের বিকল্প সন্ধান ! নবাগতের সেঞ্চুরিতে একপেশে জয় প্রোটিয়াদের

অর্জুন পুরস্কার প্রাপ্তিতে খুশি ঐহিকা

কলকাতা, 20 ডিসেম্বর: বাংলা থেকে ক্রিকেটে মহম্মদ শামির উত্থান ৷ তাই বঙ্গ পেসারের অর্জুন পুরস্কার পাওয়ার খবর আশায় স্বাভাবিকভাবেই তুঙ্গে ৷ তবে একইসঙ্গে এক বঙ্গকন্যার অর্জুন পুরস্কার প্রাপ্তির সংবাদ ৷ গত চারবছর ধরে অর্জুন পুরস্কার পাওয়ার আশা করে বসেছিলেন । অবশেষে বুধবার দুপুরে এল সম্মান প্রাপ্তির সম্মতি সূচক চিঠিটা । জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের দল রিজার্ভ ব্যাঙ্ককে ইতিমধ্যেই খেতাব ধরে রাখতে সাহায্য করেছেন তিনি । এবার সিঙ্গলসে খেতাব পাওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঝাপাবেন । বাংলার নতুন অর্জুন ঐহিকা মুখোপাধ্যায় ।

অর্জুন পুরস্কার প্রাপ্তির তিনি বলেন, “2019 সাল থেকে আমি অর্জুনের জন্য চেষ্টা করেছি । সেবার কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত বিভাগে পদক জিতেছিলাম । কিন্তু আমার থেকে অন্যদের পারফরম্যান্স ভালো ছিল ৷ তাই আমি পদক পাইনি । এবার এশিয়ান গেমসের পদক পেয়েছি । তারপর থেকেই অর্জুন পুরস্কার পাওয়ার ব্যাপারে আশা বেড়েছিল । অবশেষে স্বপ্ন সত্যি হল ৷” যেকোনও পুরস্কার বা সম্মান দায়িত্ব প্রত্যাশা বাড়িয়ে দেয়। কথাটা ঐহিকাও মানছেন ।

তিনি বলেন, "আমাদের লক্ষ্য এখন সামনের দিকে এগিয়ে যাওয়া । আমি আগেও বলেছি এশিয়ান গেমসে পদকের রং বদলে দেওয়ার লক্ষ্য হবে আগামীতে । আপাতত প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জনকে পাখির চোখ করছি । এখনও দল ঘোষণা হয়নি । প্যারিসের যোগ্যতামান অর্জনের জন্য চেষ্টা করতে হবে ৷"

মেয়ে অর্জুন সম্মান পাচ্ছেন খবর পেয়ে খুশি ঐহিকার বাবা মা । ঐহিকার গলায় শোনা গেল, "ওরাও স্বপ্ন দেখত । ওদের খুশি হতে দেখে আমারও ভালো লাগছে ৷" প্রায় একই সঙ্গে যোগ করেন, "এই সম্মান পরিশ্রমের ফসল । আমরা একটা লক্ষ্য পৌঁছনোর জন্য পরিশ্রম করেছিলাম । করে চলেছি । এই জন্য এই সম্মান আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই । ছোটবেলার কোচ, বর্তমান কোচ, আমার ফিজিয়ো, মা বাবা সবার পরিশ্রম আত্মত্যাগ রয়েছে আমার জন্য । তাদের উদ্দেশ্যে এই সম্মান উৎসর্গ করছি ।"

বাংলার টেবিল টেনিসে অর্জুনের আলো । যুগ্ম সচিব শর্মি সেনগুপ্ত জানিয়েছেন,"আজ আমাদের আনন্দের দিন । এশিয়ান গেমসে ইতিহাস গড়েছিল । আমরা সংবর্ধনা দিয়েছিলাম । এবার ঐহিকার হাতে অর্জুন নিঃসন্দেহে গর্বের দিন ।"

আরও পড়ুন:

  1. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন সাত্বিক চিরাগ, অর্জুনে ভূষিত শামি সহ 26 ক্রীড়াবিদ
  2. হ্যাংঝাউয়ে 'ঐতিহাসিক সাফল্য', ফিরে দেখা 2023 এশিয়াডে ভারতের 'ইস বার একশো পারে'র কৃতিত্ব
  3. টনি জর্জির মধ্যে ডি’ককের বিকল্প সন্ধান ! নবাগতের সেঞ্চুরিতে একপেশে জয় প্রোটিয়াদের
Last Updated : Dec 20, 2023, 10:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.