ETV Bharat / sports

ATK Mohun Bagan: ডুরান্ডে বিদায়ের পর এএফসি সেমিফাইনালেই পাখির চোখ বাগানের

সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে 2-0 গোলে জয় তুলে নিল রাজস্থান ইউনাইটেড। এই জয়ের ফলে গ্রুপ বি থেকে শেষ আটে পৌছল মুম্বই সিটি এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ছিটকে গেল এটিকে মোহনবাগান (ATK MB knocked out from Durand Cup)।

Etv Bharat
ডুরান্ডে বিদায়ের পর এএফসি সেমিফাইনালেই পাখির চোখ বাগানের
author img

By

Published : Sep 5, 2022, 10:23 PM IST

কলকাতা, 5 অগস্ট: 73 মিনিটে ইউসুফ আর্টিসের গোলের পরে 88 মিনিটে বারবোসার গোল ৷ আর তাতেই ইস্টবেঙ্গলের পর ডুরান্ডে অভিযান শেষ এটিকে মোহনবাগানের ৷ জুয়ান ফেরান্দোর দলকে পিছনে ফেলে ঐতিহ্যের ডুরান্ডের শেষ আটে রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে 2-0 গোলে জয় তুলে নিল রাজস্থান ইউনাইটেড। এই জয়ের ফলে গ্রুপ বি থেকে শেষ আটে পৌছল মুম্বই সিটি এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ছিটকে গেল এটিকে মোহনবাগান (ATK MB knocked out from Durand Cup)। মুম্বই সিটি এফসি, রাজস্থান ইউনাইটেড এবং এটিকে মোহনবাগানের পয়েন্টের নিরিখে একই মেরুতে থাকলেও পারস্পরিক লড়াইয়ের ফলাফলে শেষ আটে মুম্বই এবং রাজস্থান।

সবমিলিয়ে প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ই এটিকে মোহনবাগানের ছিটকে যাওয়ার কারণ হিসেবে প্রতিপন্ন হল। মরশুমের প্রথম টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের সামনে এখন চ্যালেঞ্জ এএফসি কাপ চ্যাম্পিয়নশিপের ইন্টার-জোনাল সেমির (Inter-Zonal semifinal of AFC Cup) লড়াই। প্রস্তুতিও চলছে সেভাবে। বুধবার কলকাতায় এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কুয়ালালামপুর এফসি। সোমবার দুপুর থেকে শুরু হয়ে গেল সেই ম্যাচের টিকিট বিক্রি। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলছে টিকিট বিক্রি। মঙ্গলবার একই সময় থেকে টিকিট দেওয়া হবে ক্লাবে।

ডুরান্ড কাপে রক্ষণ নিয়ে সমস্যায় ছিল এটিকে মোহনবাগান। ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে হারানোর পর নৌ-সেনার দলকেও হারিয়েছে সবুজ-মেরুন। তবুও স্বস্তি পাচ্ছেন না জুয়ান ফেরান্দো। কারণ গোল খাওয়া নিয়ে চিন্তার ভাঁজ কপালে। ফারদিন আলি মোল্লা, কিয়ান নাসিরিরা গোলের মধ্যে ফিরেছেন। তবে গোল খাওয়ার রোগ এখনও সারাতে পারেননি ফেরান্দো। নেভির বিরুদ্ধে গোল খেতে না হলেও, পরিবর্ত হিসেবে নামা গোলরক্ষক আর্শ আনোয়ার আউটিং-এ ভুল করছেন। ফলে বিপদ বাড়ছে। গোটা মরশুম পড়ে রয়েছে। এখনই গোলরক্ষক সমস্যা মেটাতে না-পারলে সমস্যা হতে পারে। জুয়ান ফেরান্দো রক্ষণ জমাট করতেই বেশি মনোযোগী। ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে ব্র্যান্ডন হামিলকে নামিয়ে দিতে পারেন তিনি। পাশাপাশি সারপ্রাইজ হিসেবে সদ্য কলকাতায় আসা দিমিত্রাস পেত্রোভাসকেও জুড়ে দিতে স্প্যানিশ কোচ। তাঁকে ডিফেন্সের সামনে জনি কাউকোর সঙ্গে নামাতে পারেন তিনি।

আরও পড়ুন: মুম্বইকে চার গোল দিয়ে মরশুমের প্রথম জয় লাল-হলুদের

ডুরান্ড কাপে রক্ষণের ফুটিফাটা বুধবার যুবভারতীতে দেখা দিলে হাত কামড়াতে হবে, বুঝতে পেরেই এই পরিকল্পনা ফেরান্দোর ৷ তবে এ ম্যাচে দারুণ সুযোগ এটিকে মোহনবাগানের সামনে। ইন্টার জোনাল সেমিফাইনালে জিততে পারলে এএফসি কাপের ফাইনালে খেলার সুযোগ থাকবে এটিকে মোহনবাগানের কাছে। আর সেই জন্যই এই ম্যাচে জিততে মরিয়া তারা। ভিসা সমস্যা কাটিয়ে শহরে পৌঁছে গিয়েছে কুয়ালালামপুর এফসি-ও। ফিফার ব্যানের কথা জানতে পেরে শুরুতে তারা ভিসার জন্য আবেদন করেননি। ফলে ভিসা পেতে সমস্যা হয়েছিল তাঁদের। অনিশ্চিত হয়ে পড়েছিল যুবভারতীতে তাঁদের খেলা। পরে সেই সমস্যা কাটিয়ে শহরে পৌঁছে গিয়েছে কুয়ালালামপুর এফসি। সোমবার বিকেলে অনুশীলনও করল তারা।

কলকাতা, 5 অগস্ট: 73 মিনিটে ইউসুফ আর্টিসের গোলের পরে 88 মিনিটে বারবোসার গোল ৷ আর তাতেই ইস্টবেঙ্গলের পর ডুরান্ডে অভিযান শেষ এটিকে মোহনবাগানের ৷ জুয়ান ফেরান্দোর দলকে পিছনে ফেলে ঐতিহ্যের ডুরান্ডের শেষ আটে রাজস্থান ইউনাইটেড (Rajasthan United)। সোমবার কিশোরভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌ-সেনার বিরুদ্ধে 2-0 গোলে জয় তুলে নিল রাজস্থান ইউনাইটেড। এই জয়ের ফলে গ্রুপ বি থেকে শেষ আটে পৌছল মুম্বই সিটি এফসি এবং রাজস্থান ইউনাইটেড। ছিটকে গেল এটিকে মোহনবাগান (ATK MB knocked out from Durand Cup)। মুম্বই সিটি এফসি, রাজস্থান ইউনাইটেড এবং এটিকে মোহনবাগানের পয়েন্টের নিরিখে একই মেরুতে থাকলেও পারস্পরিক লড়াইয়ের ফলাফলে শেষ আটে মুম্বই এবং রাজস্থান।

সবমিলিয়ে প্রথম ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে অপ্রত্যাশিত পরাজয়ই এটিকে মোহনবাগানের ছিটকে যাওয়ার কারণ হিসেবে প্রতিপন্ন হল। মরশুমের প্রথম টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের সামনে এখন চ্যালেঞ্জ এএফসি কাপ চ্যাম্পিয়নশিপের ইন্টার-জোনাল সেমির (Inter-Zonal semifinal of AFC Cup) লড়াই। প্রস্তুতিও চলছে সেভাবে। বুধবার কলকাতায় এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কুয়ালালামপুর এফসি। সোমবার দুপুর থেকে শুরু হয়ে গেল সেই ম্যাচের টিকিট বিক্রি। দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলছে টিকিট বিক্রি। মঙ্গলবার একই সময় থেকে টিকিট দেওয়া হবে ক্লাবে।

ডুরান্ড কাপে রক্ষণ নিয়ে সমস্যায় ছিল এটিকে মোহনবাগান। ডার্বিতে ইমামি ইস্টবেঙ্গলকে হারানোর পর নৌ-সেনার দলকেও হারিয়েছে সবুজ-মেরুন। তবুও স্বস্তি পাচ্ছেন না জুয়ান ফেরান্দো। কারণ গোল খাওয়া নিয়ে চিন্তার ভাঁজ কপালে। ফারদিন আলি মোল্লা, কিয়ান নাসিরিরা গোলের মধ্যে ফিরেছেন। তবে গোল খাওয়ার রোগ এখনও সারাতে পারেননি ফেরান্দো। নেভির বিরুদ্ধে গোল খেতে না হলেও, পরিবর্ত হিসেবে নামা গোলরক্ষক আর্শ আনোয়ার আউটিং-এ ভুল করছেন। ফলে বিপদ বাড়ছে। গোটা মরশুম পড়ে রয়েছে। এখনই গোলরক্ষক সমস্যা মেটাতে না-পারলে সমস্যা হতে পারে। জুয়ান ফেরান্দো রক্ষণ জমাট করতেই বেশি মনোযোগী। ফ্লোরেন্তিন পোগবার সঙ্গে ব্র্যান্ডন হামিলকে নামিয়ে দিতে পারেন তিনি। পাশাপাশি সারপ্রাইজ হিসেবে সদ্য কলকাতায় আসা দিমিত্রাস পেত্রোভাসকেও জুড়ে দিতে স্প্যানিশ কোচ। তাঁকে ডিফেন্সের সামনে জনি কাউকোর সঙ্গে নামাতে পারেন তিনি।

আরও পড়ুন: মুম্বইকে চার গোল দিয়ে মরশুমের প্রথম জয় লাল-হলুদের

ডুরান্ড কাপে রক্ষণের ফুটিফাটা বুধবার যুবভারতীতে দেখা দিলে হাত কামড়াতে হবে, বুঝতে পেরেই এই পরিকল্পনা ফেরান্দোর ৷ তবে এ ম্যাচে দারুণ সুযোগ এটিকে মোহনবাগানের সামনে। ইন্টার জোনাল সেমিফাইনালে জিততে পারলে এএফসি কাপের ফাইনালে খেলার সুযোগ থাকবে এটিকে মোহনবাগানের কাছে। আর সেই জন্যই এই ম্যাচে জিততে মরিয়া তারা। ভিসা সমস্যা কাটিয়ে শহরে পৌঁছে গিয়েছে কুয়ালালামপুর এফসি-ও। ফিফার ব্যানের কথা জানতে পেরে শুরুতে তারা ভিসার জন্য আবেদন করেননি। ফলে ভিসা পেতে সমস্যা হয়েছিল তাঁদের। অনিশ্চিত হয়ে পড়েছিল যুবভারতীতে তাঁদের খেলা। পরে সেই সমস্যা কাটিয়ে শহরে পৌঁছে গিয়েছে কুয়ালালামপুর এফসি। সোমবার বিকেলে অনুশীলনও করল তারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.