ETV Bharat / sports

Mohun Bagan vs Kerala Blasters : ইয়েলো আর্মি সামলাতে ফেরান্দোর ভরসা বাগানের ভারতীয় ব্রিগেড - ATK Mohun Bagan will face Kerala Blasters in ISL

এফসি গোয়াকে হারিয়ে আইএসএল’র পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এসেছে এটিকে মোহনবাগান ৷ এবার তাদের প্রতিপক্ষ ছন্দে থাকা কেরালা ব্লাস্টার্স (ATK Mohun Bagan vs Kerala Blasters) ৷

Football News
ফেরান্দোর ভরসা বাগানের ভারতীয় ব্রিগেড
author img

By

Published : Feb 19, 2022, 11:22 AM IST

পানাজি, 19 ফেব্রুয়ারি : ফের ছন্দে এটিকে মোহনবাগান ৷ হারিয়ে ফেলা দাপট ফিরেছে সবুজ-মেরুন শিবিরে ৷ শেষ ম্য়াচে এফসি গোয়াকে হারিয়ে আইএসএল’র পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এসেছে ফেরান্দোর ছেলেরা ৷ মেরিনার্সদের এই অপরাজিত দৌড়ে এবার কাঁটা ছড়াতে তৈরি কেরালা ব্লাস্টার্স (ATK Mohun Bagan will face Kerala Blasters) ।

এই মুহূর্তে 26 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ‘ইয়েলো আর্মি’ । এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পাওয়ার পরে এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা । অন্যদিকে, 15 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে একনম্বরে থাকা হায়দরাবাদ এফসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গঙ্গাপাড়ের ক্লাব । অবশ্য জুয়ান ফেরান্দোর সমস্যা দলের চোট-আঘাত । রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউরা চোটের তালিকায় ।

আরও পড়ুন : লিগ টেবিলে দু’নম্বরে এটিকে মোহনবাগান

যদিও তা নিয়ে ভাবিত নন বাগান কোচ ৷ ফেরান্দোর এই নিশ্চিন্ত মনোভাবের কারণ দলের ভারতীয় ফুটবলারদের ধারাবাহিক ভাল ফুটবল । দলের 31টি গোলের মধ্যে 17টি গোল করেছেন ভারতীয় ফুটবলাররা । মোহনবাগানের লেফট উইঙ্গার লিস্টন কোলাসো জীবনের সেরা ছন্দে রয়েছেন ৷ চলতি আইএসএলে সবচেয়ে বেশি, 57 বার গোল লক্ষ্য করে শট নিয়েছেন তিনি । 37টি গোলমুখী শট মেরেছেন মনবীর সিংও ৷ ফলে আক্রমণে ভর করে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়াই লক্ষ্য ফেরান্দোর ।

পানাজি, 19 ফেব্রুয়ারি : ফের ছন্দে এটিকে মোহনবাগান ৷ হারিয়ে ফেলা দাপট ফিরেছে সবুজ-মেরুন শিবিরে ৷ শেষ ম্য়াচে এফসি গোয়াকে হারিয়ে আইএসএল’র পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এসেছে ফেরান্দোর ছেলেরা ৷ মেরিনার্সদের এই অপরাজিত দৌড়ে এবার কাঁটা ছড়াতে তৈরি কেরালা ব্লাস্টার্স (ATK Mohun Bagan will face Kerala Blasters) ।

এই মুহূর্তে 26 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ‘ইয়েলো আর্মি’ । এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় পাওয়ার পরে এটিকে মোহনবাগানের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা । অন্যদিকে, 15 ম্যাচে 29 পয়েন্ট নিয়ে একনম্বরে থাকা হায়দরাবাদ এফসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গঙ্গাপাড়ের ক্লাব । অবশ্য জুয়ান ফেরান্দোর সমস্যা দলের চোট-আঘাত । রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউরা চোটের তালিকায় ।

আরও পড়ুন : লিগ টেবিলে দু’নম্বরে এটিকে মোহনবাগান

যদিও তা নিয়ে ভাবিত নন বাগান কোচ ৷ ফেরান্দোর এই নিশ্চিন্ত মনোভাবের কারণ দলের ভারতীয় ফুটবলারদের ধারাবাহিক ভাল ফুটবল । দলের 31টি গোলের মধ্যে 17টি গোল করেছেন ভারতীয় ফুটবলাররা । মোহনবাগানের লেফট উইঙ্গার লিস্টন কোলাসো জীবনের সেরা ছন্দে রয়েছেন ৷ চলতি আইএসএলে সবচেয়ে বেশি, 57 বার গোল লক্ষ্য করে শট নিয়েছেন তিনি । 37টি গোলমুখী শট মেরেছেন মনবীর সিংও ৷ ফলে আক্রমণে ভর করে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়াই লক্ষ্য ফেরান্দোর ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.