কলকাতা, 17 মে : প্রতিপক্ষ বাকি তিনদল তাঁদের দেশের লিগের সেরা । ফলে ঘরের মাঠে খেলার সুবিধা থাকলেও সতর্কতা এবং সমীহের সুর জুয়ান ফেরান্দোর গলায় । দলের গুরুত্বপূর্ন ফুটবলার শুভাশিস বসুকে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সবুজ-মেরুনের কোচ (ATK Mohun Bagan will face Gokulam Kerala FC) ।
বুধবার থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের শেষ আটের লিগ পর্বের খেলা । মোহনবাগান ছাড়াও গোকুলাম এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এই পর্বে অংশগ্রহণ করছে । এএফসি কাপের শেষ চারের টিকিট পেতে প্রত্যেকেই মরিয়া । ফলে নিজেদের মাঠে খেলা হলেও পরিস্থিতি অনুকূল হবে না ৷
তা বুঝতে পেরেই জুয়ান ফেরান্দো বলেন, “আমরা এই পর্বে আসতে পেরে খুশি । তবে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে । আশা করব ফুটবলাররা উপভোগ করবে । কারণ আর্ন্তজাতিক টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ । মনে রাখতে হবে প্রতিপক্ষ হিসেবে গোকুলাম যথেষ্ট শক্তিশালী ।”
তিন সপ্তাহ ধরে ক্লোজড-ডোর প্র্যাকটিসের পরে এদিন মোহনবাগান মূল স্টেডিয়ামে অনুশীলন করল । সবুজ-মেরুন হেডস্যার মানছেন প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে । আইএসএলের ব্যর্থতা সরিয়ে এএফসি কাপে দাপুটে শুরু করেছেন হুগো বুমোস, জনি কাউকোরা । প্রতিপক্ষ দলগুলি তাদের দেশের লিগের খেলা শেষ করেই এএফসি কাপে খেলতে এসেছে । অন্যদিকে, তিন সপ্তাহ পর প্রতিযোগিতামূলক ম্যাচে নামছে গঙ্গাপাড়ের ক্লাব ।
-
Just one day to go! 💚♥️🤙#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #AFCCup2022 #MarinersInAsia pic.twitter.com/Qia8lwuDrW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just one day to go! 💚♥️🤙#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #AFCCup2022 #MarinersInAsia pic.twitter.com/Qia8lwuDrW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 17, 2022Just one day to go! 💚♥️🤙#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #AFCCup2022 #MarinersInAsia pic.twitter.com/Qia8lwuDrW
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) May 17, 2022
আরও পড়ুন : পুরো সময় প্র্যাকটিসে সন্দেশ ঝিঙ্গান, রয় কৃষ্ণ
যদিও তা সমস্যা সৃষ্টি করবে না বলেই মনে করছেন ফেরান্দো । তার কথায়, “অন্য দলগুলির মতো আমরা বেশি ম্যাচ খেলিনি । তবে গুরুত্বপূর্ণ হল কৌশল এবং পরিকল্পনা । আমি দলের ফুটবলারদের সঙ্গে কথা বলেছি । সবাই আমার কৌশলের ওপর আস্থা রেখেছে । নিজেদের ওপর ভরসা রাখছে । 3টি ম্যাচ যতটা না শারীরিক, তার চেয়েও বেশি মানসিক লড়াই ।”
ইতিমধ্যেই প্রথম ম্যাচের প্রতিপক্ষ গোকুলাম এফসি সম্বন্ধে হোমওয়ার্ক সেরে ফেলেছে সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্ক । আই লিগের খেতাবি লড়াইয়ের শেষ ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তাদের দাপুটে পারফরম্যান্স দেখে ছক সাজাচ্ছেন মেরিনার্সদের হেডস্যার ।