ETV Bharat / sports

ATK Mohun Bagan vs Odisha FC : কোভিডকে হারিয়ে ওড়িশা জয়ের লক্ষ্যে রয় কৃষ্ণারা - কোভিডকে হারিয়ে ওড়িশা জয়ের লক্ষ্যে রয় কৃষ্ণারা

প্রতিপক্ষ ওড়িশা এফসি নিয়ে সমীহের সুর সবুজ-মেরুন হেডস্যারের গলায় (Bagan coach respects their opponent Odisha FC) । দল হিসেবে ওড়িশা যথেষ্ট শক্তিশালী বলে মানছেন। রবিবার রাতের যুযুধান দুই প্রতিপক্ষ পয়েন্টের দিক থেকে এক বিন্দুতে।

ATK Mohun Bagan vs Odisha FC
কোভিডকে হারিয়ে ওড়িশা জয়ের লক্ষ্যে রয় কৃষ্ণারা
author img

By

Published : Jan 22, 2022, 10:34 PM IST

পানাজি, 22 জানুয়ারি : স্থগিত হয়ে যাওয়া ওড়িশা এফসি ম্যাচের মধ্যে দিয়েই রবিবার আইএসএলে ফিরছে এটিকে মোহনবাগান। রবিবাসরীয় ডাবল হেডারে দিনের দ্বিতীয় ম্যাচটি খেলবে সবুজ-মেরুন (ATK Mohun Bagan to play against Odisha FC on Sunday)। সবমিলিয়ে কোভিড বিরতির পর মাঠে নামার স্বস্তি এখন মেরিনার্সদের মধ্যে। কোভিড-কাঁটায় ওড়িশা এফসির পর গতদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটি স্থগিত হয়েছিল বাগানের। যদিও কেরালার বিরুদ্ধে ম্যাচ স্থগিতের ঘোষণার সঙ্গেই ওড়িশা ম্য়াচের পরিবর্তিত সূচি ঘোষণা করেছিল এফএসডিএল ৷

পরিস্থিতি কঠিন হলেও সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো আশাবাদী। গত একসপ্তাহ ধরে চুটিয়ে অনুশীলন করেছে দল। রয় কৃষ্ণা, শুভাশিস বসুরা ভাইরাসকে হারিয়ে ডুবে রয়েছেন অনুশীলনে। কোভিড-কাঁটা এখন অতীত বাগানে। সবুজ-মেরুন হেডস্যার বলছেন, "একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। তবে গত ছ'দিন ধরে আমরা নিয়মিত অনুশীলন করতে পেরেছি। যা হয়েছে তা ভুলে যেতে চাই। ফুটবল খেলা আমাদের কাজ। মাঠে যখন নামতে পারছি তখন আশা করি নিজেদের কাজটাও সঠিকভাবে করতে পারব।"

ঘরবন্দি থাকলেও ফিটনেস বজায় রাখতে ফুটবলাররা নিজেদের মতো করে অনুশীলন করেছে। যদিও মাঠে নেমে অনুশীলন এবং চার দেওয়ালের মধ্যে অনুশীলন যে সম্পূর্ণ বিপরীত তা মানছেন ফেরান্দো। মানসিকভাবে ফুটবলারদের সুস্থ রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছ স্প্যানিশ কোচের কাছে ৷ তবে শুধু এটিকে মোহনবাগান নয়, আইএসএলে সব দলকেই এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ তাই বিষয়টিকে সঙ্গে নিয়ে চলার পক্ষে সওয়াল জুয়ান ফেরান্দোর।

আরও পড়ুন : East Bengal Beat FC Goa : দায়িত্ব নিয়েই বাজিমাৎ রিভেরার, আইএসএলে প্রথম জয় লাল-হলুদের

প্রতিপক্ষ ওড়িশা এফসি নিয়ে সমীহের সুর সবুজ-মেরুন হেডস্যারের গলায় (Bagan coach respects their opponent Odisha FC) । দল হিসেবে ওড়িশা যথেষ্ট শক্তিশালী বলে মানছেন। রবিবার রাতের যুযুধান দুই প্রতিপক্ষ পয়েন্টের দিক থেকে এক বিন্দুতে। গোল পার্থক্যের বিচারে ওড়িশা এক ধাপ এগিয়ে। কৃষ্ণাদের কোচ বলছেন " প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। সবার কাছেই পরিস্থিতি কঠিন। নর্থ ইস্টের বিরুদ্ধে জয় পাওয়ায় ওড়িশা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কঠিন সময়ে আমাদের পরিকল্পনা সঠিক রাখতে হবে।"

পানাজি, 22 জানুয়ারি : স্থগিত হয়ে যাওয়া ওড়িশা এফসি ম্যাচের মধ্যে দিয়েই রবিবার আইএসএলে ফিরছে এটিকে মোহনবাগান। রবিবাসরীয় ডাবল হেডারে দিনের দ্বিতীয় ম্যাচটি খেলবে সবুজ-মেরুন (ATK Mohun Bagan to play against Odisha FC on Sunday)। সবমিলিয়ে কোভিড বিরতির পর মাঠে নামার স্বস্তি এখন মেরিনার্সদের মধ্যে। কোভিড-কাঁটায় ওড়িশা এফসির পর গতদিন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটি স্থগিত হয়েছিল বাগানের। যদিও কেরালার বিরুদ্ধে ম্যাচ স্থগিতের ঘোষণার সঙ্গেই ওড়িশা ম্য়াচের পরিবর্তিত সূচি ঘোষণা করেছিল এফএসডিএল ৷

পরিস্থিতি কঠিন হলেও সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো আশাবাদী। গত একসপ্তাহ ধরে চুটিয়ে অনুশীলন করেছে দল। রয় কৃষ্ণা, শুভাশিস বসুরা ভাইরাসকে হারিয়ে ডুবে রয়েছেন অনুশীলনে। কোভিড-কাঁটা এখন অতীত বাগানে। সবুজ-মেরুন হেডস্যার বলছেন, "একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। তবে গত ছ'দিন ধরে আমরা নিয়মিত অনুশীলন করতে পেরেছি। যা হয়েছে তা ভুলে যেতে চাই। ফুটবল খেলা আমাদের কাজ। মাঠে যখন নামতে পারছি তখন আশা করি নিজেদের কাজটাও সঠিকভাবে করতে পারব।"

ঘরবন্দি থাকলেও ফিটনেস বজায় রাখতে ফুটবলাররা নিজেদের মতো করে অনুশীলন করেছে। যদিও মাঠে নেমে অনুশীলন এবং চার দেওয়ালের মধ্যে অনুশীলন যে সম্পূর্ণ বিপরীত তা মানছেন ফেরান্দো। মানসিকভাবে ফুটবলারদের সুস্থ রাখা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছ স্প্যানিশ কোচের কাছে ৷ তবে শুধু এটিকে মোহনবাগান নয়, আইএসএলে সব দলকেই এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে ৷ তাই বিষয়টিকে সঙ্গে নিয়ে চলার পক্ষে সওয়াল জুয়ান ফেরান্দোর।

আরও পড়ুন : East Bengal Beat FC Goa : দায়িত্ব নিয়েই বাজিমাৎ রিভেরার, আইএসএলে প্রথম জয় লাল-হলুদের

প্রতিপক্ষ ওড়িশা এফসি নিয়ে সমীহের সুর সবুজ-মেরুন হেডস্যারের গলায় (Bagan coach respects their opponent Odisha FC) । দল হিসেবে ওড়িশা যথেষ্ট শক্তিশালী বলে মানছেন। রবিবার রাতের যুযুধান দুই প্রতিপক্ষ পয়েন্টের দিক থেকে এক বিন্দুতে। গোল পার্থক্যের বিচারে ওড়িশা এক ধাপ এগিয়ে। কৃষ্ণাদের কোচ বলছেন " প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। সবার কাছেই পরিস্থিতি কঠিন। নর্থ ইস্টের বিরুদ্ধে জয় পাওয়ায় ওড়িশা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কঠিন সময়ে আমাদের পরিকল্পনা সঠিক রাখতে হবে।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.