কলকাতা, 27 অক্টোবর: দ্রিমিত্রি পেত্রাতোসকে ঘিরে প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে । অস্ট্রেলিয়ান মিডফিল্ডার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন । যা চলতি আইএসএলে প্রথম । মোহনবাগানের অজি মিডফিল্ডারের সঙ্গে ফরাসি মিডফিল্ডারের বোঝাপড়া কোচ জুয়ান ফেরান্দোর শক্তি । ডার্বিতেও দিমিত্রি ম্যাজিক চাইছেন মেরিনার্সরা । প্রথম বছর খেলতে এসে সমর্থকদের মন দ্রুত জয় করতে পেরে আত্মবিশ্বাসী পেত্রাতোসও । ডার্বি নিয়েও নিজেকে চাপে ফেলতে নারাজ তিনি (Indian Super League) । বরং ডার্বির উন্মাদনা উপভোগ করতে চান (ATK Mohun Bagan players eye to beat East Bengal) ।
জোরকদমে ডার্বির প্রস্তুতি চলছে এটিকে মোহনবাগানে । বন্ধ দরজার আড়ালে কোচ জুয়ান ফেরান্দো দলের ত্রুটি শুধরে নিচ্ছেন । কোচের পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে তৈরি শুভাশিস বসু । ডার্বির চিরাচরিত লড়াইয়ের আবেগ দেখে বড় হয়েছেন তিনি । স্বপ্ন দেখতেন এই লড়াইয়ের অংশ হতে । সেই স্বপ্ন এখন সফল ।
আইএসএল-এর মঞ্চে প্রথমবার কলকাতার মাটিতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব । টিকিট ইতিমধ্যেই শেষ । ফলে দর্শক পরিপূর্ণ পরিবেশে ডার্বির উত্তেজনায় ফুটছেন শুভাশিস । প্রতিপক্ষ ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ দেখেছেন । তাঁর মতে, চলতি আইএসএল-এর প্রতিটি দলই শক্তিশালী । তাই প্রতিটি ম্যাচই সতর্ক হয়ে খেলতে হবে । কোচের নির্দেশ মাঠে বাস্তবায়ন করাই একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তিনি (ISL Derby 2022) ।
সুযোগ তৈরি হলেও তার প্রয়োগ না-করতে পারা নিয়ে যে সমালোচনা চলছিল তা কেরালা ব্লাস্টার্স ম্যাচে দেওয়া গিয়েছে বলে মনে করেন । সবকিছু ছাপিয়ে দিনের শেষে তিন পয়েন্ট নিয়ে ফেরাকেই পাখির চোখ করছেন । দলের রক্ষণভাগের অন্যতম সদস্য হিসেবে গোল না-হজম করার বিষয়টিও মাথায় রাখছেন শুভাশিস ।
আরও পড়ুন: অনভিজ্ঞতা নিয়ে ভাবতে নারাজ হেডস্যর, মিশন ডার্বিতেই মগ্ন লাল-হলুদ
গত মরসুমের আইএসএলে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছিলেন লিস্টন কোলাসো । চলতি আইএসএল-এ স্কোরারদের তালিকায় তার নাম এখনও ওঠেনি । কেরালিয়ান উইঙ্গার সেই খামতি ডার্বিতেই মেটাতে চান । তবে ব্যক্তিগত লক্ষ্যপূরণের চেয়ে দলের জয়কে সবার আগে রাখছেন । ডুরান্ড কাপে দর্শকভরা ডার্বিতে খেলার অভিজ্ঞতা হয়েছে । এবারও একইরকম পরিবেশে খেলার সুযোগ । প্রতিপক্ষ ইস্টবেঙ্গল আগের তুলনায় শক্তিশালী । ফলে কঠিন লড়াই ধরে নিয়েই সেরাটা নিংড়ে জয় পেতে চান কোলাসো ।