ETV Bharat / sports

ISL 2022-23: ছন্নছাড়া বাগান, নিজামের শহরে হার এটিকের - হায়দরাবাদ এফসি বনাম মোহনবাগান

প্রথম তিনে ওঠার স্বপ্নভঙ্গ হল এটিকে মোহনবাগানের ৷ মরিয়া চেষ্টাতেও হায়দরাবাদ এফসি-র (Hyderabad FC)কাছে পরাজয় স্বীকার করল সবুজ-মেরুন ৷

Etv Bharat
এটিকে মোহনবাগান
author img

By

Published : Feb 14, 2023, 10:34 PM IST

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: ফের পয়েন্ট নষ্ট এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। খালি হাতেই ফিরতে হল জুয়ান ফেরান্দোর দলকে । হায়দরাবাদ এফসি তাদের ঘরের মাঠে 1-0 গোলে হারায় মেরিনার্সদের। এই জয়ের তিন পয়েন্ট নিজামের শহরের দলকে দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে তুলে দিল। গোলদাতা ওগবেচে। কলকাতায় হুগো বুমোসের গোলে জিতেছিল এটিকে মোহনবাগান । ঘরের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে হায়দরাবাদ এফসি 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সেকেন্ড বয় । অন্যদিকে এটিকে মোহনবাগান 28 পয়েন্টে আটকে রইল এবং একইসঙ্গে অবস্থান কিছুটা জটিল করে ফেলল ।

কলকাতা ছাড়ার আগে জুয়ান ফেরান্দো বলেছিলেন তাঁরা এই ম্যাচের তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পৌঁছতে চান । কিন্তু পরাজয়ে প্রথম ছয়ে থাকার উপর আশঙ্কার কালো মেঘ । পরের দুটো ম্যাচে মেরিনার্সদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল । দুটো ম্যাচে অঘটনের অর্থ চার নম্বরে থাকা শুধু সমস্যা হবে না বিতর্কের আওয়াজ জোরালো হবে । জুয়ান ফেরান্দো বলছেন তাঁর দলের চোট আঘাত এগিয়ে যাওয়ার পথে বড় সমস্যা । যা দলের খেলায় প্রভাব ফেলছে । শেষ দুটো ম্যাচে হুগো বুমোস হ্যামস্ট্রিং চোটের জন্য নেই । দুটো ম্যাচেই ছন্দহীন সবুজ-মেরুন । জামশেদপুর এফসি ম্যাচে বিশাল কাইথের দুরন্ত গোলরক্ষা এক পয়েন্ট দিয়েছিল । হায়দরাবাদের বিরুদ্ধে ওগবেচের সুযোগসন্ধানী গোল শূন্য হাতে ফেরালো এটিকে মোহনবাগানকে ।

আরও পড়ুন : দু'দশক পর কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনেই জয় মোহনবাগানের

হুগো বুমোস ছাড়া দলের আরও ছয় জন ফুটবলারের চোট সমস্যা বাড়াচ্ছে বলে দাবি জুয়ান ফেরান্দোর । কিন্তু দলের পারফরম্যান্সের অবনতিতে সবুজ-মেরুনের সাবেক কর্তারা ফুটবল ম্যানেজমেন্টের কাছে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন । যা ফেরান্দোর আসনকে নড়বড়ে করে দিতে পারে । হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমার্ধে ম্যাচের রাশ সবুজ মেরুনের পায়ে থাকলেও বিরতির পরে তারা ব্যাকফুটে । কারণ প্রতিপক্ষের পাসিং ফুটবলের ছক থামিয়ে রাশ তুলে নেয় হায়দরাবাদ । বিরতির আগে একাধিক গোলের পরিস্থিতির ফায়দা তুলতে ব্যর্থ সবুজ-মেরুন । দিনের সহজ সুযোগ নষ্ট করেন আশিস রাই । কিয়ান নাসিরির শট বাঁচান হায়দরাবাদ গোলরক্ষক ।

পাঁচ ম্যাচে দুটো পরাজয়, দুটো ড্র এবং একটি জয় এটিকে মোহনবাগানের । প্রতিপক্ষ বিরতির পরে ছন্দ হারাতেই হায়দরাবাদ কোচ তাদের টেলিসম্যান স্ট্রাইকার ওগবেচেকে নামান । 86 মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত প্লেসিংয়ে গোল করে ওগবেচে শুধু দলকে জয় উপহার দিলেন না, ম্যাচের সেরা পুরস্কার জিতে নিলেন । চোট আঘাত এটিকে মোহনবাগানের সমস্যা । কিন্তু ফেরান্দোর পাসিং ফুটবলের ছকও নড়ে গিয়েছে । চাপের মুখে লং বল স্ট্র্যাটিজি আঁকড়ে ধরায় হায়দরাবাদের সুবিধা হয়ে যায় । যার খেসারত দিতে হল দলকে । সবুজ মেরুনের অস্বস্তি বাড়ছে । পরিবর্ত ফুটবলাররা যে তৈরি নন তা বোঝা যাচ্ছে । দলগত প্রচেষ্টায় সাফল্য পাওয়ার কথা মুখে বললেও এটিকে মোহনবাগান আদতে হুগো বুমোস নির্ভর । তিনি না থাকলেই বাকিটা সারবত্তাহীন ।

আরও পড়ুন : প্রথম তিনের লক্ষ্যে হায়দরাবাদের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে মরিয়া এটিকে মোহনবাগান

হায়দরাবাদ, 14 ফেব্রুয়ারি: ফের পয়েন্ট নষ্ট এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। খালি হাতেই ফিরতে হল জুয়ান ফেরান্দোর দলকে । হায়দরাবাদ এফসি তাদের ঘরের মাঠে 1-0 গোলে হারায় মেরিনার্সদের। এই জয়ের তিন পয়েন্ট নিজামের শহরের দলকে দ্বিতীয় দল হিসেবে পরের পর্বে তুলে দিল। গোলদাতা ওগবেচে। কলকাতায় হুগো বুমোসের গোলে জিতেছিল এটিকে মোহনবাগান । ঘরের মাঠে সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে হায়দরাবাদ এফসি 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে সেকেন্ড বয় । অন্যদিকে এটিকে মোহনবাগান 28 পয়েন্টে আটকে রইল এবং একইসঙ্গে অবস্থান কিছুটা জটিল করে ফেলল ।

কলকাতা ছাড়ার আগে জুয়ান ফেরান্দো বলেছিলেন তাঁরা এই ম্যাচের তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পৌঁছতে চান । কিন্তু পরাজয়ে প্রথম ছয়ে থাকার উপর আশঙ্কার কালো মেঘ । পরের দুটো ম্যাচে মেরিনার্সদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল । দুটো ম্যাচে অঘটনের অর্থ চার নম্বরে থাকা শুধু সমস্যা হবে না বিতর্কের আওয়াজ জোরালো হবে । জুয়ান ফেরান্দো বলছেন তাঁর দলের চোট আঘাত এগিয়ে যাওয়ার পথে বড় সমস্যা । যা দলের খেলায় প্রভাব ফেলছে । শেষ দুটো ম্যাচে হুগো বুমোস হ্যামস্ট্রিং চোটের জন্য নেই । দুটো ম্যাচেই ছন্দহীন সবুজ-মেরুন । জামশেদপুর এফসি ম্যাচে বিশাল কাইথের দুরন্ত গোলরক্ষা এক পয়েন্ট দিয়েছিল । হায়দরাবাদের বিরুদ্ধে ওগবেচের সুযোগসন্ধানী গোল শূন্য হাতে ফেরালো এটিকে মোহনবাগানকে ।

আরও পড়ুন : দু'দশক পর কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনেই জয় মোহনবাগানের

হুগো বুমোস ছাড়া দলের আরও ছয় জন ফুটবলারের চোট সমস্যা বাড়াচ্ছে বলে দাবি জুয়ান ফেরান্দোর । কিন্তু দলের পারফরম্যান্সের অবনতিতে সবুজ-মেরুনের সাবেক কর্তারা ফুটবল ম্যানেজমেন্টের কাছে চিঠি দিয়ে প্রশ্ন তুলেছেন । যা ফেরান্দোর আসনকে নড়বড়ে করে দিতে পারে । হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমার্ধে ম্যাচের রাশ সবুজ মেরুনের পায়ে থাকলেও বিরতির পরে তারা ব্যাকফুটে । কারণ প্রতিপক্ষের পাসিং ফুটবলের ছক থামিয়ে রাশ তুলে নেয় হায়দরাবাদ । বিরতির আগে একাধিক গোলের পরিস্থিতির ফায়দা তুলতে ব্যর্থ সবুজ-মেরুন । দিনের সহজ সুযোগ নষ্ট করেন আশিস রাই । কিয়ান নাসিরির শট বাঁচান হায়দরাবাদ গোলরক্ষক ।

পাঁচ ম্যাচে দুটো পরাজয়, দুটো ড্র এবং একটি জয় এটিকে মোহনবাগানের । প্রতিপক্ষ বিরতির পরে ছন্দ হারাতেই হায়দরাবাদ কোচ তাদের টেলিসম্যান স্ট্রাইকার ওগবেচেকে নামান । 86 মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত প্লেসিংয়ে গোল করে ওগবেচে শুধু দলকে জয় উপহার দিলেন না, ম্যাচের সেরা পুরস্কার জিতে নিলেন । চোট আঘাত এটিকে মোহনবাগানের সমস্যা । কিন্তু ফেরান্দোর পাসিং ফুটবলের ছকও নড়ে গিয়েছে । চাপের মুখে লং বল স্ট্র্যাটিজি আঁকড়ে ধরায় হায়দরাবাদের সুবিধা হয়ে যায় । যার খেসারত দিতে হল দলকে । সবুজ মেরুনের অস্বস্তি বাড়ছে । পরিবর্ত ফুটবলাররা যে তৈরি নন তা বোঝা যাচ্ছে । দলগত প্রচেষ্টায় সাফল্য পাওয়ার কথা মুখে বললেও এটিকে মোহনবাগান আদতে হুগো বুমোস নির্ভর । তিনি না থাকলেই বাকিটা সারবত্তাহীন ।

আরও পড়ুন : প্রথম তিনের লক্ষ্যে হায়দরাবাদের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে মরিয়া এটিকে মোহনবাগান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.