কলকাতা, 1 ডিসেম্বর: প্রতিপক্ষ শিবিরে চেনা ফুটবলারের সংখ্যা একাধিক হওয়ায় ম্যাচ সহজ হবে, এভাবে বিষয়টি ভাবতে রাজি নন জুয়ান ফেরান্দো । শনিবার বেঙ্গালুরুতে প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা । তার 48 ঘণ্টা আগে মোহনবাগান ক্লাব তাঁবুতে সাংবাদিকদের সামনে সবুজ-মেরুন কোচ । সঙ্গে লিস্টন কোলাসো । এই মুহূর্তে পয়েন্ট টেবিলে চার নম্বরে এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan Eyes to Win Against bengaluru fc in isl 2022-23)। ঘরের মাঠে সমস্যা সামলে হায়দরাবাদ এফসিকে পরাস্ত করার পরে মেরিনার্সরা বদলে গিয়েছে । পিছনের মানসিকতা সরিয়ে ফের জ্বলে উঠতে চাইছেন তাঁরা ।
এই বিষয়ে কোচ জুয়ান ফেরান্দো বলছেন,"দলের বর্তমান অবস্থা দেখে মোটেই খুশি নই আমি । আমরা সবসময়ই শীর্ষে থাকতে চাই । সেভাবেই নিজেদের তৈরি করি ও খেলার চেষ্টা করি । এখন লিগের পয়েন্ট টেবিলে পাঁচ-ছয়টি দলের পয়েন্টের ব্যবধান খুব কম । তাই লড়াই হবে । আমরা শীর্ষস্থান দখল করতে চাই ।"
আরও পড়ুন : জনি কাউকোর চোট গুরুতর, বড় ধাক্কা বাগানে
শুক্রবার সকালে বেঙ্গালুরু উড়ে যাচ্ছে এটিকে মোহনবাগান । শেষ বেলার অনুশীলনে দলের শক্তি দূর্বলতা দেখে নিলেন জুয়ান ফেরান্দো । ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট আঘাত ছিল । সমস্যাটি যে নেই তা বলা যাবে না । তবে না পাওয়ার তালিকায় চোখ না দিয়ে, যারা আছেন তাদের নিয়েই দল সাজাতে চান ফেরান্দো ।
তিনি বলছেন,"জনি কাউকো, ফ্লোরেন্টিন পোগবা চোটের জন্য নেই । ওদের না থাকা অবশ্যই বড় ধাক্কা । আমাদের এই নিয়েই চলতে হবে । মনবীরের চোট থাকলেও ম্যাচের দিন দেখার পরেই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব । তবে দ্রিমিত্রি পেত্রাসের অনুশীলনে যোগ দেওয়া স্বস্তির ।"
আইএসএলে খেলা অনুশীলনের পাশাপাশি বিশ্বকাপের খেলা দেখছেন জুয়ান ফেরান্দো । দলগুলোর লড়াকু পারফরম্যান্স নজর কেড়েছে । সেই নিয়ে সাজঘরে ফুটবলারদের সঙ্গে আলোচনাও হয় । যা কিছু ভালো তা নিজের দলের জন্য প্রয়োগ করার ইচ্ছে রয়েছে । তবে আপাতত শুধুই আইএসএল এবং পরবর্তী প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসিকে নিয়ে নীল নকশায় ডুবে থাকতে চান জুয়ান ফেরান্দো ।
আরও পড়ুন : হুগো বুমোসের গোলে জয়ে ফিরল মোহনবাগান