কলকাতা, 4 মার্চ: চিন্তা ছিল কলিঙ্গদের আক্রমণভাগে তুরুপের তাস দিয়েগো মৌরিসিওকে নিয়ে ৷ কিন্তু টুর্নামেন্টে দশ গোল করা ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে জুয়ান ফেরান্দো জোনাল মার্কিংয়ে রাখতেই যাবতীয় জারিজুরি শেষ ওড়িশা এফসি'র ৷ সৈকত রাজ্যের ফ্র্যাঞ্চাইজি দলটিকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan beat OFC by 2-0) ৷ সবুজ-মেরুনের হয়ে এদিন যুবভারতীতে মোক্ষম সময় ফের জ্বলে উঠলেন হুগো বুমোস ৷ ফরাসি ফুটবলারের পা থেকেই এদিন এল প্রথম গোল ৷ আর ওড়িশার কফিনে দ্বিতীয় পেরেকটি পুঁতলেন দিমিত্রি পেত্রাতোস ৷ গোল করা একপ্রকার নেশায় পরিণত করেছেন তিনি (Hugo Boumous and Dimitri Petratos scored for ATK MB) ৷
তবে আগামী বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেমির প্রথম লেগে নামার আগে বাগান শিবিরে দুশ্চিন্তা দুর্গের শেষ প্রহরী বিশাল কাইথের চোট ৷ ম্যাচের 61 মিনিটে মৌরিসিওর সঙ্গে সংঘর্ষে ক্ষণিকের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েন বাগান গোলরক্ষক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ আপাতত বিপন্মুক্ত গোলরক্ষক, তবে হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর মাঠে নামা এখনই নিশ্চিত নয় ৷ চোটের কারণে শনিবার একাদশে ছিলেন না গ্লেন মার্টিন্স। গ্লেনের পরিবর্তে পুইতিয়া মাঝমাঠে নেমে চেষ্টা করলেও অভাব পূরণ করতে পারেননি। সেমির আগে ফেরান্দোর নোটবুকে তা উ@ে গিয়েছে নিশ্চিত ৷ প্রথম 25 মিনিট আক্রমণে চাপ ছিল ওড়িশার ৷
-
Post match celebrations don’t get any better than this! 🔥#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/c8d6mlAtyY
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Post match celebrations don’t get any better than this! 🔥#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/c8d6mlAtyY
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 4, 2023Post match celebrations don’t get any better than this! 🔥#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/c8d6mlAtyY
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) March 4, 2023
আরও পড়ুন: সুনীলের বুদ্ধিমত্তার কাছে হার, গোল অবৈধ দাবি তুলে মাঠ ছাড়ল কেরালা
ম্যাচের সাত মিনিটে রেনিয়ার ফার্নান্দেজের ট্যাকেলে চোট পেয়ে আশিক কুরুনিয়ানের মাঠ ছাড়াও এদিন বড় ধাক্কা বাগানের। পরিবর্তে কোলাসো যে অতীতের ছায়ামাত্র, এদিন তা প্রমাণ হল আরও একবার। তবে সব বাধা কাটিয়ে 36 মিনিটে গোল পায় বাগান ৷ দ্রুত কর্নার রাখেন পেত্রাতোস। তাঁর কর্নার বক্সের মধ্যে বুদ্ধিদীপ্ত ব্যাকহিলে বল বুমোসের কাছে পাঠিয়ে দেন মনবীর। তা থেকে গোল করতে ভুল করেননি ফরাসি মিডফিল্ডার।
বিরতির পর প্রথম পাঁচ মিনিটেই 3-0 এগিয়ে যেতে পারত সবুজ-মেরুন। কিন্তু হয়নি। সৌজন্যে লিস্টন কোলাসো। তবে 58 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেত্রাতোস। হুগো বুমোসের বাড়ানো বল ম্যাচের সেরা কার্ল ম্যাকহিউ পেত্রাতোসকে সাজিয়ে দিলে সোয়ার্ভিং শটে বল জালে রাখেন অজি বিশ্বকাপার। চোট সারিয়ে ফিরে ম্যাচের সেরা তিনি। দু'গোলে পিছিয়ে পড়ার পর আর খেলায় ফিরতে পারেনি ওড়িশা। দাপুটে জয়ের পর সঞ্জীব গোয়েঙ্কাও মাঠে নেমে দলের ছেলেদের অভিনন্দন জানালেন।