ETV Bharat / sports

ATK Mohun Bagan Win : পিছিয়ে পড়েও জয়, হাইল্যান্ডারদের হারিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল মেরিনার্স - পিছিয়ে পড়েও জয়, হাইল্যান্ডারদের হারিয়ে দ্বিতীয়স্থানে মেরিনার্সরা

নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan reached to second place) ৷ লিস্টন কোলাসো, মনবীর সিং, জনি কাউকো ৷ শনিবার ফতোরদায় ত্রিফলায় বিদ্ধ নর্থ ইস্ট ইউনাইটেড।

ATK Mohun Bagan Win
পিছিয়ে পড়েও জয়, হাইল্যান্ডারদের হারিয়ে দ্বিতীয়স্থানে মেরিনার্সরা
author img

By

Published : Feb 12, 2022, 10:07 PM IST

ফতোরদা, 12 ফেব্রুয়ারি : গত ম্যাচে লিগ টপার হায়দরাবাদ এফসি'কে হারিয়ে ঢুকে পড়েছিল প্রথম চারে ৷ শনিবার নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan reached to second place) ৷ লিস্টন কোলাসো, মনবীর সিং, জনি কাউকো ৷ শনিবার ফতোরদায় ত্রিফলায় বিদ্ধ নর্থ ইস্ট ইউনাইটেড। উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েও এদিন 3-1 জয় তুলে নিল বাগান (ATK Mohun Bagan beat North East United 3-1) ৷

রয় কৃষ্ণা, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ চোটের কারণে মাঠের বাইরে থাকলেও বেগ পেতে হল না জুয়ান ফেরান্দোর দলকে ৷ প্রথম একাদশে তিরি এবং জনি কাউকো ছাড়া বাকি ন'জন ভারতীকে নিয়ে শুরু করেছিলেন স্প্যানিশ কোচ। ডেভিড উইলিয়ামস ছিলেন পরিবর্ত তালিকায়। 3-5-2 ছকে শুরু করেছিলেন পক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার ছক এদিন ভুল ছিল না ফেরান্দোর। একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে প্রথম দশ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত মেরিনার্সরা। ফলস্বরূপ খেলার গতির বিপরীতে এগিয়ে যায় খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। 17 মিনিটে মার্সেলিনহোর পাস থেকে সুহের ভিপি গোল করে এগিয়ে দেন হাইল্যান্ডারদের ৷

পিছিয়ে পড়ে টনক নড়ে বাগানের। লিস্টন কোলাসো, জনি কাউকোরা দলকে খেলায় ফিরিয়ে আনেন। মিনিট পাঁচেকের মধ্যে দলকে সমতায় ফেরান জনি কাউকো ৷ 22 মিনিটে ফিনিশ মিডিওর গোলের পিছনে অবদান লিস্টন কোলাসোর ৷ তাঁর পাস থেকে জোরালো শটে 1-1 করেন ইউরোকাপার। আইএসএলে এটাই প্রথম গোল তাঁর। এরপর একের পর আক্রমণে নর্থ ইস্টকে কোণঠাসা করে দেয় ফেরান্দোর দল। বিরতির আগে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এবার জনি কাউকোর পাস থেকে গোল করেন লিস্টন কোলাসো।

আরও পড়ুন : Mohun Bagan vs NorthEast : শেষ চারের টিকিটের জন্য অন্তত তিরিশ পয়েন্ট চাই : ফেরান্দো

বিরতির পর 4-4-2 ছকে ফেরে গতবারের রানার্সরা। 52 মিনিটে মনবীর সিংয়ের গোলে জয় নিশ্চিত করে ফেলে এটিকে মোহনবাগান ৷ নর্থ ইস্ট ইউনাইটেড এই সময় সমতা ফেরানোর চেষ্টা করেছিল। তবে দ্বিতীয়ার্ধে তিরির সঙ্গে পরিবর্ত হিসেবে মাঠে নেমে সন্দেশ ঝিঙ্গান সেই চেষ্টায় জল ঢেলে দেন। এই নিয়ে দশ ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন। জুয়ান ফেরান্দো দায়িত্ব নেওয়ার পরে আট ম্যাচে হারেননি লিস্টন কোলাসোরা। 14 ম্যাচে বাগানের পয়েন্ট 26 ৷

ফতোরদা, 12 ফেব্রুয়ারি : গত ম্যাচে লিগ টপার হায়দরাবাদ এফসি'কে হারিয়ে ঢুকে পড়েছিল প্রথম চারে ৷ শনিবার নর্থ-ইস্ট ইউনাইটেডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে লিগ টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan reached to second place) ৷ লিস্টন কোলাসো, মনবীর সিং, জনি কাউকো ৷ শনিবার ফতোরদায় ত্রিফলায় বিদ্ধ নর্থ ইস্ট ইউনাইটেড। উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়েও এদিন 3-1 জয় তুলে নিল বাগান (ATK Mohun Bagan beat North East United 3-1) ৷

রয় কৃষ্ণা, হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ চোটের কারণে মাঠের বাইরে থাকলেও বেগ পেতে হল না জুয়ান ফেরান্দোর দলকে ৷ প্রথম একাদশে তিরি এবং জনি কাউকো ছাড়া বাকি ন'জন ভারতীকে নিয়ে শুরু করেছিলেন স্প্যানিশ কোচ। ডেভিড উইলিয়ামস ছিলেন পরিবর্ত তালিকায়। 3-5-2 ছকে শুরু করেছিলেন পক্ষকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার ছক এদিন ভুল ছিল না ফেরান্দোর। একাধিক গোলের সুযোগ নষ্ট না করলে প্রথম দশ মিনিটের মধ্যে এগিয়ে যেতে পারত মেরিনার্সরা। ফলস্বরূপ খেলার গতির বিপরীতে এগিয়ে যায় খালিদ জামিলের নর্থ ইস্ট ইউনাইটেড। 17 মিনিটে মার্সেলিনহোর পাস থেকে সুহের ভিপি গোল করে এগিয়ে দেন হাইল্যান্ডারদের ৷

পিছিয়ে পড়ে টনক নড়ে বাগানের। লিস্টন কোলাসো, জনি কাউকোরা দলকে খেলায় ফিরিয়ে আনেন। মিনিট পাঁচেকের মধ্যে দলকে সমতায় ফেরান জনি কাউকো ৷ 22 মিনিটে ফিনিশ মিডিওর গোলের পিছনে অবদান লিস্টন কোলাসোর ৷ তাঁর পাস থেকে জোরালো শটে 1-1 করেন ইউরোকাপার। আইএসএলে এটাই প্রথম গোল তাঁর। এরপর একের পর আক্রমণে নর্থ ইস্টকে কোণঠাসা করে দেয় ফেরান্দোর দল। বিরতির আগে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। এবার জনি কাউকোর পাস থেকে গোল করেন লিস্টন কোলাসো।

আরও পড়ুন : Mohun Bagan vs NorthEast : শেষ চারের টিকিটের জন্য অন্তত তিরিশ পয়েন্ট চাই : ফেরান্দো

বিরতির পর 4-4-2 ছকে ফেরে গতবারের রানার্সরা। 52 মিনিটে মনবীর সিংয়ের গোলে জয় নিশ্চিত করে ফেলে এটিকে মোহনবাগান ৷ নর্থ ইস্ট ইউনাইটেড এই সময় সমতা ফেরানোর চেষ্টা করেছিল। তবে দ্বিতীয়ার্ধে তিরির সঙ্গে পরিবর্ত হিসেবে মাঠে নেমে সন্দেশ ঝিঙ্গান সেই চেষ্টায় জল ঢেলে দেন। এই নিয়ে দশ ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন। জুয়ান ফেরান্দো দায়িত্ব নেওয়ার পরে আট ম্যাচে হারেননি লিস্টন কোলাসোরা। 14 ম্যাচে বাগানের পয়েন্ট 26 ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.