বাম্বোলিম, 8 ফেব্রুয়ারি : কাঁটা দিয়ে কাঁটা তোলার লক্ষ্যে সফল এটিকে মোহনবাগান । পয়েন্ট টেবিলের এক নম্বর দল হায়দরাবাদ এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে প্রথম চারে ঢুকে পড়ল মেরিনার্সরা । দেশীয় ব্রিগেডের কাঁধে চেপে তিন পয়েন্ট এল গঙ্গাপাড়ের ক্লাবে (Indian Super League) ৷
মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং । হায়দরাবাদ এফসির হয়ে একমাত্র গোল জোয়েল কিয়ানিসের । পরিস্থিতির বিচারে এদিনের জয়কে অবশ্যই সেরা মানবেন জুয়ান ফেরান্দো । দলে চোট-আঘাত সমস্যা রয়েছে । খেলা শুরুর পরে তা আরও বাড়ল ৷ চোট পেয়ে বাইরে চলে গেলেন হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ। তা সত্ত্বেও সবুজ-মেরুনের ঝুলিতে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট আসার একমাত্র কারণ, বিরতির পরে লিস্টন-কাউকো-মনবীর-প্রবীরের হার না মানা ফুটবল (ATK Mohun Bagan beat Hyderabad FC) ।
-
3⃣ points in the bag, job well done! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #HFCATKMB pic.twitter.com/HCyE1ZaWkZ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">3⃣ points in the bag, job well done! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #HFCATKMB pic.twitter.com/HCyE1ZaWkZ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 8, 20223⃣ points in the bag, job well done! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon #HeroISL #HFCATKMB pic.twitter.com/HCyE1ZaWkZ
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) February 8, 2022
প্রথমার্ধে হুগো বুমোসের একটি গোল নষ্ট ছাড়া সেভাবে কোনও ইতিবাচক সুযোগ পায়নি কোনও দলই । চলতি আইএসএলে নিয়মিত গোলের মধ্যে থাকা ওগবেচে এই ম্যাচে ফর্ম হাতড়ে বেড়ালেন । দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বাগান ৷ 56 মিনিটে উইলিয়ামসের অসাধারণ মাপা পাসে মোহনবাগানকে এগিয়ে দেন কোলাসো । তিন মিনিট পরে মনবীরের গোল । 67 মিনিটে ব্যবধান কমায় টেবিল টপাররা ।
আরও পড়ুন : ওড়িশার বিরুদ্ধে হারের হ্যাটট্রিক এসসি ইস্টবেঙ্গলের
গোল হজম করলেও নব্বই মিনিটের ফুটবল যুদ্ধে দূর্ভেদ্য হয়ে উঠলেন দুই গোলকিপারই । পাল্লা দিয়ে আক্রমণ রুখলেন অমরিন্দর, কাট্টিমণি ৷ ম্যাচের শেষে দু'টি সহজ সুযোগ নষ্ট করলেন কোলাসো ৷ এই মুহূর্তে 13 ম্যাচে 23 পয়েন্ট পেয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে এল কৃষ্ণা-উইলিয়ামসরা ৷