ETV Bharat / sports

ATK Mohun Bagan: প্রথম ম্যাচে সামনে চেন্নাইয়িন, গোলমুখে স্ট্রাইকারদের ব্যর্থতা কাটানোয় জোর ফেরান্দোর

author img

By

Published : Oct 9, 2022, 3:54 PM IST

চেন্নাইয়িন এফসি'র বিরুদ্ধে হোম ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পুজোয় তিনদিন ছুটির পরে গত শুক্রবার থেকে আইএসএলের জন্য অনুশীলন শুরু করেছেন জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। প্রস্তুতির হাল-হকিকত যাতে প্রকাশ্যে না-আসে সেজন্য ক্লোজড-ডোর অনুশীলন করাচ্ছেন তিনি।

ATK Mohun Bagan
গোলমুখের ব্যর্থতা কাটানোয় জোর জুয়ান ফেরান্দোর

কলকাতা, 9 অক্টোবর: গত দু'বছর ধরে সাফল্য নেই। চলতি বছরে সাফল্যের আলো অধরা থাকলে গোটা দল এবং কোচকে কাঠগড়ায় উঠতে হবে। তাই আইএসএলে অভিযান শুরুর প্রাক্কালে প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। এএফসি কাপ, ডুরান্ড কাপে ব্যর্থতার পুনরাবৃত্তি এড়িয়ে চলতে আইএসএলের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না বাগানের স্প্যানিশ কোচ ৷

ডুরান্ড কাপ এবং এএফসি কাপে দেখা গিয়েছে হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসোরা সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। একজন প্রকৃত স্ট্রাইকারের অভাব সবুজ-মেরুনের খেলায় ফুটে উঠেছে বারবার। আইএসএলে সেই খামতিটা দূর করাই চ্যালেঞ্জ কলকাতা জায়ান্টদের কাছে ৷ প্র্যাকটিসে বেশিরভাগ সময় গোল করার উপর জোর দিচ্ছেন ফেরান্দো ৷

এটিকে মোহনবাগানের রক্ষণের দুর্বলতাও চিন্তা হয়ে ধরা দিয়েছে ফেরান্দোকে। গতবছর তিরি, সন্দেশ ঝিঙ্গানকে রেখে চার ডিফেন্ডারে রক্ষণ সাজিয়েছিলেন ফেরান্দো। এবার দু'জনেই নেই। তাই প্রীতম কোটাল, ফ্লোরেন্তিন পোগবাদের নিয়ে তিন ডিফেন্ডারে রক্ষণ সাজানোর ভাবনা জুয়ান ফেরান্দোর। মাঝমাঠে জনি কাউকো দলের প্রাণভোমরা। সঙ্গে রয়েছেন হুগো বুমোস।

ATK Mohun Bagan
আইএসএলে এটিকে মোহনবাগানকে অনুশীলনে কোনও খামতি রাখতে চাইছেন না কোচ

আরও পড়ুন: মোহনবাগানের বায়নাক্কার জের, চূড়ান্ত সূচি করতে পারল না আইএফএ

লিস্টন কোলাসোদের গোলমুখে তীব্রতা বাড়াতে অনুশীলনে বাড়তি পরিশ্রম করালেন সবুজ-মেরুন হেডস্যার। আইএসএলে দ্রিমিত্রিসকে পাবে দলে। প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে (ATK MB to Face CFC in ISL) মুখিয়ে রয়েছেন তিনি। সবমিলিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস মাঠে বন্ধ দরজার আড়ালে দলকে চূড়ান্তভাবে তৈরিতে ব্যস্ত জুয়ান ফেরান্দো।

কলকাতা, 9 অক্টোবর: গত দু'বছর ধরে সাফল্য নেই। চলতি বছরে সাফল্যের আলো অধরা থাকলে গোটা দল এবং কোচকে কাঠগড়ায় উঠতে হবে। তাই আইএসএলে অভিযান শুরুর প্রাক্কালে প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি খতিয়ে দেখছেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferrando)। এএফসি কাপ, ডুরান্ড কাপে ব্যর্থতার পুনরাবৃত্তি এড়িয়ে চলতে আইএসএলের প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না বাগানের স্প্যানিশ কোচ ৷

ডুরান্ড কাপ এবং এএফসি কাপে দেখা গিয়েছে হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসোরা সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। একজন প্রকৃত স্ট্রাইকারের অভাব সবুজ-মেরুনের খেলায় ফুটে উঠেছে বারবার। আইএসএলে সেই খামতিটা দূর করাই চ্যালেঞ্জ কলকাতা জায়ান্টদের কাছে ৷ প্র্যাকটিসে বেশিরভাগ সময় গোল করার উপর জোর দিচ্ছেন ফেরান্দো ৷

এটিকে মোহনবাগানের রক্ষণের দুর্বলতাও চিন্তা হয়ে ধরা দিয়েছে ফেরান্দোকে। গতবছর তিরি, সন্দেশ ঝিঙ্গানকে রেখে চার ডিফেন্ডারে রক্ষণ সাজিয়েছিলেন ফেরান্দো। এবার দু'জনেই নেই। তাই প্রীতম কোটাল, ফ্লোরেন্তিন পোগবাদের নিয়ে তিন ডিফেন্ডারে রক্ষণ সাজানোর ভাবনা জুয়ান ফেরান্দোর। মাঝমাঠে জনি কাউকো দলের প্রাণভোমরা। সঙ্গে রয়েছেন হুগো বুমোস।

ATK Mohun Bagan
আইএসএলে এটিকে মোহনবাগানকে অনুশীলনে কোনও খামতি রাখতে চাইছেন না কোচ

আরও পড়ুন: মোহনবাগানের বায়নাক্কার জের, চূড়ান্ত সূচি করতে পারল না আইএফএ

লিস্টন কোলাসোদের গোলমুখে তীব্রতা বাড়াতে অনুশীলনে বাড়তি পরিশ্রম করালেন সবুজ-মেরুন হেডস্যার। আইএসএলে দ্রিমিত্রিসকে পাবে দলে। প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে মাঠে নামতে (ATK MB to Face CFC in ISL) মুখিয়ে রয়েছেন তিনি। সবমিলিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস মাঠে বন্ধ দরজার আড়ালে দলকে চূড়ান্তভাবে তৈরিতে ব্যস্ত জুয়ান ফেরান্দো।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.