ETV Bharat / sports

ATK MB beats EEB মশাল নিভিয়ে যুবভারতীতে মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন

author img

By

Published : Aug 28, 2022, 7:57 PM IST

Updated : Aug 28, 2022, 9:05 PM IST

মশাল নিভিয়ে আড়াই বছর পর কলকাতায় বড় ম্যাচের রং সবুজ মেরুন ৷ সুমিত পাসির আত্মঘাতী গোলে যুবভারতীতে ইস্টবেঙ্গলকে পরাজিত করল এটিকে মোহনবাগান (ATK MB beats Emami East Bengal by Sumit Passi own goal)৷

Etv Bharat
মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন

কলকাতা, 28 অগস্ট: 2019-20 মরশুম থেকে চলে আসা ডার্বির ফলাফলের কোনও পরিবর্তন হল না চলতি মরশুমের প্রথম ডার্বিতেও ৷ মশাল নিভিয়ে আড়াই বছর পর কলকাতায় বড় ম্যাচের রং সবুজ মেরুন ৷ সুমিত পাসির আত্মঘাতী গোলে যুবভারতীতে ইস্টবেঙ্গলকে পরাজিত করল এটিকে মোহনবাগান (ATK MB beats Emami East Bengal by Sumit Passi own goal) ৷

দু'দলেই ভারী কোনও নাম নেই, যাঁরা ভরসার শালগ্রাম শিলারূপে পূজিত হতে পারেন সদস্য-সমর্থকদের মধ্যে ৷ তবে যেহেতু এটিকে মোহনবাগান গত মরশুমের কোর টিমটা মোটামুটি ধরে রেখেছে তাই ধারেভারে সবুজ মেরুন-কেই এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) আনকোরা দল ম্যাচটা জিতলেই বোধহয় সবচেয়ে বড় অঘটন হত ৷ কিরিয়াকু যদিও ভালোই সামলাচ্ছিলে রক্ষণ ৷ যতক্ষণ না তালগোল পাকালেন সুমিত পাসি ৷

যার গোল করে দলকে এগিয়ে দেওয়ার কথা, সেই রাউন্ডগ্লাস পঞ্জাব থেকে আসা সুমিত পাসি প্রথমার্ধের অতিরিক্ত সময় আত্মঘাতী গোলে হতোদ্যম হয়ে পড়ে লাল-হলুদ ৷ অথচ প্রথমদিকে জড়োসড়ো দেখালেও প্রতি-আক্রমণে চিরপ্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলার চেষ্টায় ছিল কনস্ট্যানটাইনের ছেলেরা ৷ কিন্তু আত্মঘাতী গোলই সম্ভবত লড়াই চালানোর শেষ আশাটুকুও সম্ভবত শেষ করে দেয় ৷ লিস্টনের তোলা কর্নারের গতিপথ বুঝতে ভুল করেন লাল-হলুদ শট-স্টপার কমলজিৎ সিং (Kamaljit Singh) ৷ সেই বল ক্লিয়ার করতে গিয়েই তা জালে জড়িয়ে দেন পাসি ৷

আরও পড়ুন: এই প্রথমবার সুপার সানডেতে ইস্ট মোহন, ভারত পাক

চার বিদেশি নিয়ে শুরু করা কনস্ট্যানটাইন দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করেন ৷ দু'দলই বেশ কিছু সুযোগ তৈরি করে ৷ কিন্তু গোল আর হয়নি ৷ গোল করার লোকের অভাব স্পষ্ট লাল-হলুদে ৷ যা ভোগাতে পারে বাকি মরশুমেও ৷ এই হারের সঙ্গে ডুরান্ডে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনাও শেষ হল লাল-হলুদের ৷ অন্যদিকে ডার্বি জিতে ডুরান্ড জয়ের লড়াইয়ে ভালোভাবেই ফিরল ফেরান্দোর (Juan Ferrando) বাগান ৷ টানা ছ'টি ডার্বি জিতে রেকর্ড গড়ল সবুজ-মেরুন ৷

কলকাতা, 28 অগস্ট: 2019-20 মরশুম থেকে চলে আসা ডার্বির ফলাফলের কোনও পরিবর্তন হল না চলতি মরশুমের প্রথম ডার্বিতেও ৷ মশাল নিভিয়ে আড়াই বছর পর কলকাতায় বড় ম্যাচের রং সবুজ মেরুন ৷ সুমিত পাসির আত্মঘাতী গোলে যুবভারতীতে ইস্টবেঙ্গলকে পরাজিত করল এটিকে মোহনবাগান (ATK MB beats Emami East Bengal by Sumit Passi own goal) ৷

দু'দলেই ভারী কোনও নাম নেই, যাঁরা ভরসার শালগ্রাম শিলারূপে পূজিত হতে পারেন সদস্য-সমর্থকদের মধ্যে ৷ তবে যেহেতু এটিকে মোহনবাগান গত মরশুমের কোর টিমটা মোটামুটি ধরে রেখেছে তাই ধারেভারে সবুজ মেরুন-কেই এগিয়ে রাখছিলেন বিশেষজ্ঞরা ৷ অন্যদিকে স্টিফেন কনস্ট্যানটাইনের (Stephen Constantine) আনকোরা দল ম্যাচটা জিতলেই বোধহয় সবচেয়ে বড় অঘটন হত ৷ কিরিয়াকু যদিও ভালোই সামলাচ্ছিলে রক্ষণ ৷ যতক্ষণ না তালগোল পাকালেন সুমিত পাসি ৷

যার গোল করে দলকে এগিয়ে দেওয়ার কথা, সেই রাউন্ডগ্লাস পঞ্জাব থেকে আসা সুমিত পাসি প্রথমার্ধের অতিরিক্ত সময় আত্মঘাতী গোলে হতোদ্যম হয়ে পড়ে লাল-হলুদ ৷ অথচ প্রথমদিকে জড়োসড়ো দেখালেও প্রতি-আক্রমণে চিরপ্রতিদ্বন্দ্বীকে চাপে ফেলার চেষ্টায় ছিল কনস্ট্যানটাইনের ছেলেরা ৷ কিন্তু আত্মঘাতী গোলই সম্ভবত লড়াই চালানোর শেষ আশাটুকুও সম্ভবত শেষ করে দেয় ৷ লিস্টনের তোলা কর্নারের গতিপথ বুঝতে ভুল করেন লাল-হলুদ শট-স্টপার কমলজিৎ সিং (Kamaljit Singh) ৷ সেই বল ক্লিয়ার করতে গিয়েই তা জালে জড়িয়ে দেন পাসি ৷

আরও পড়ুন: এই প্রথমবার সুপার সানডেতে ইস্ট মোহন, ভারত পাক

চার বিদেশি নিয়ে শুরু করা কনস্ট্যানটাইন দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন করেন ৷ দু'দলই বেশ কিছু সুযোগ তৈরি করে ৷ কিন্তু গোল আর হয়নি ৷ গোল করার লোকের অভাব স্পষ্ট লাল-হলুদে ৷ যা ভোগাতে পারে বাকি মরশুমেও ৷ এই হারের সঙ্গে ডুরান্ডে পরবর্তী পর্বে যাওয়ার সম্ভাবনাও শেষ হল লাল-হলুদের ৷ অন্যদিকে ডার্বি জিতে ডুরান্ড জয়ের লড়াইয়ে ভালোভাবেই ফিরল ফেরান্দোর (Juan Ferrando) বাগান ৷ টানা ছ'টি ডার্বি জিতে রেকর্ড গড়ল সবুজ-মেরুন ৷

Last Updated : Aug 28, 2022, 9:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.