ETV Bharat / sports

Durand Cup 2022: নৌ-সেনাদের টেক্কা, তবুও শেষ আট নিশ্চিত নয় মেরিনার্সের

author img

By

Published : Aug 31, 2022, 9:35 PM IST

কিশোর ভারতী স্টেডিয়ামে নৌ-সেনাকে 2-0 গোলে হারিয়েও চিন্তায় থাকল এটিকে মোহনবাগান (ATK MB beat Indian Navy by 2-0)। যদিও গোল করার ক্ষেত্রেও সমস্যা অনেকটা মিটল জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) দলের ৷ তবে রক্ষণের সমস্যা থাকছেই।

Etv Bharat
নৌ-সেনাদের বিরুদ্ধে জয় এটিকে মোহনবাগানের

কলকাতা, 31 অগস্ট: স্বদেশীয়ানায় ভর করে নৌ-সেনার আক্রমণ ভেঙে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলে নিল এটিকে মোহনবাগান। তবে কিশোর ভারতী স্টেডিয়ামে নৌ-সেনাকে 2-0 গোলে হারিয়েও চিন্তায় থাকল এটিকে মোহনবাগান (ATK MB beat Indian Navy by 2-0)। গোল করার ক্ষেত্রেও সমস্যা অনেকটা মিটল জুয়ান ফেরান্দোর দলের ৷ তবে রক্ষণের সমস্যা থাকছেই। সমস্ত বিদেশি ফুটবলার বিশ্রামে থাকলেও বাগান ডিফেন্স বেশ ভালোই খেলল এদিন। যদিও নৌ-সেনার আক্রমণেও তেমন ধার ছিল না।

তরুণ ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla) যতক্ষণ খেললেন মাঠে ফুল ফোটালেন। একের পর এক আক্রমণ গড়লেন। ১৭ মিনিটে লেনি রডরিগেজকে (Lenny Rodrigues) দিয়ে গোলও করালেন। বহুদিন ধরে খেললেও গোল লেনির গোল করার দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে এদিন যে গোল করলেন, তাতে সমালোচকদের আবারও ভাবতে হবে। ডানদিক থেকে লেনির উদ্দেশ্যে দারুণ পাস বাড়ান ফরদিন। বল ধরে জালে জড়ান লেনি। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল ফরদিনের। তাঁর পাস থেকেই গোল করেন কিয়ান নাসিরি। নিজেও একটা গোল পেতে পারতেন ফরদিন। তাঁর একটা শট নেভি গোলরক্ষকের হাতে রেখে ক্রসবারে লাগে।

গোল পেলেন কিয়ানও (Kiyan Nassiri)। দ্বিতীয় গোল করেন কিয়ান নাসিরি। 18 মিনিটে লেনির গোলের পর 28 মিনিটেই গোল দিয়ে ব্যবধান বাড়ান কিয়ান। গোল করা শুধু নয়, গোটা মাঠ দৌড়ে বেড়ালেন জামশিদ নাসিরি-পুত্র। যদিও এটিকে মোহনবাগানের প্রথমার্ধের ঝাঁঝালো ফুটবল দ্বিতীয়ার্ধে অনেকটাই ফিকে ছিল এদিন ৷ তবুও দিনের শেষে জয়। এটিকে ত্যাগ করে মোহনবাগানকে ভালোবাসার আবেদন টিফোতে যে সবুজ-মেরুন জনতারা এদিন লিখে এসেছিলেন তারাও জয়ের আনন্দ মাখলেন। একইসঙ্গে পরের রাউন্ডে যাওয়ার অঙ্ক কষতেও শুরু করলেন তারা ৷

আরও পড়ুন: লাল-হলুদে এসে রাজনৈতিক মতাদর্শমুক্ত ফেডারেশন গড়ার ডাক বাইচুং'য়ের

কিন্তু কোন অঙ্কে পরের রাউন্ডে যেতে পারে এটিকে মোহনবাগান ? সেক্ষেত্রে 5 সেপ্টেম্বরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেই ম্যাচে নৌ-সেনা যদি রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিতে পারে তবেই শেষ আটে যেতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে সেরকমটা হওয়ার সম্ভাবনা খুব কম। বুধবার নৌ-সেনার খেলা দেখে অন্তত তেমনটা মনে হল না ৷

কলকাতা, 31 অগস্ট: স্বদেশীয়ানায় ভর করে নৌ-সেনার আক্রমণ ভেঙে ডুরান্ডে দ্বিতীয় জয় তুলে নিল এটিকে মোহনবাগান। তবে কিশোর ভারতী স্টেডিয়ামে নৌ-সেনাকে 2-0 গোলে হারিয়েও চিন্তায় থাকল এটিকে মোহনবাগান (ATK MB beat Indian Navy by 2-0)। গোল করার ক্ষেত্রেও সমস্যা অনেকটা মিটল জুয়ান ফেরান্দোর দলের ৷ তবে রক্ষণের সমস্যা থাকছেই। সমস্ত বিদেশি ফুটবলার বিশ্রামে থাকলেও বাগান ডিফেন্স বেশ ভালোই খেলল এদিন। যদিও নৌ-সেনার আক্রমণেও তেমন ধার ছিল না।

তরুণ ফরদিন আলি মোল্লা (Fardin Ali Molla) যতক্ষণ খেললেন মাঠে ফুল ফোটালেন। একের পর এক আক্রমণ গড়লেন। ১৭ মিনিটে লেনি রডরিগেজকে (Lenny Rodrigues) দিয়ে গোলও করালেন। বহুদিন ধরে খেললেও গোল লেনির গোল করার দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তবে এদিন যে গোল করলেন, তাতে সমালোচকদের আবারও ভাবতে হবে। ডানদিক থেকে লেনির উদ্দেশ্যে দারুণ পাস বাড়ান ফরদিন। বল ধরে জালে জড়ান লেনি। দ্বিতীয় গোলের ক্ষেত্রেও ভূমিকা ছিল ফরদিনের। তাঁর পাস থেকেই গোল করেন কিয়ান নাসিরি। নিজেও একটা গোল পেতে পারতেন ফরদিন। তাঁর একটা শট নেভি গোলরক্ষকের হাতে রেখে ক্রসবারে লাগে।

গোল পেলেন কিয়ানও (Kiyan Nassiri)। দ্বিতীয় গোল করেন কিয়ান নাসিরি। 18 মিনিটে লেনির গোলের পর 28 মিনিটেই গোল দিয়ে ব্যবধান বাড়ান কিয়ান। গোল করা শুধু নয়, গোটা মাঠ দৌড়ে বেড়ালেন জামশিদ নাসিরি-পুত্র। যদিও এটিকে মোহনবাগানের প্রথমার্ধের ঝাঁঝালো ফুটবল দ্বিতীয়ার্ধে অনেকটাই ফিকে ছিল এদিন ৷ তবুও দিনের শেষে জয়। এটিকে ত্যাগ করে মোহনবাগানকে ভালোবাসার আবেদন টিফোতে যে সবুজ-মেরুন জনতারা এদিন লিখে এসেছিলেন তারাও জয়ের আনন্দ মাখলেন। একইসঙ্গে পরের রাউন্ডে যাওয়ার অঙ্ক কষতেও শুরু করলেন তারা ৷

আরও পড়ুন: লাল-হলুদে এসে রাজনৈতিক মতাদর্শমুক্ত ফেডারেশন গড়ার ডাক বাইচুং'য়ের

কিন্তু কোন অঙ্কে পরের রাউন্ডে যেতে পারে এটিকে মোহনবাগান ? সেক্ষেত্রে 5 সেপ্টেম্বরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেই ম্যাচে নৌ-সেনা যদি রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিতে পারে তবেই শেষ আটে যেতে পারবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে সেরকমটা হওয়ার সম্ভাবনা খুব কম। বুধবার নৌ-সেনার খেলা দেখে অন্তত তেমনটা মনে হল না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.