কলকাতা, 13 মার্চ: বিশাল কাইথের চওড়া হাতে ভর দিয়ে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান। টাইব্রেকারে জাভিয়ার তোরোর শট বাঁচালেন চলতি আইএসএলের সম্ভাব্য গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষক। চাপে পড়ে বল পোস্টে মারলেন বার্থোলোমিউ ওগবেচে। টাইব্রেকারে ব্যর্থ হন বাগান ডিফেন্ডার ব্র্যান্ডন হামিলও। কিন্তু তাঁর ভুল শুধরে জয় নিয়ে আসলেন সতীর্থ প্রীতম কোটাল। দু'দফার সেমিফাইনাল নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও গোলশূন্য। টাইব্রেকারে 4-3 গোলে হায়দরাবাদ এফসি'কে হারিয়ে দ্বিতীয় আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান (ATK MB beat BFC and reached ISL final)।
ঘরের মাঠে দাপুটে ফুটবলের হাত ধরে ফাইনালের রাস্তা খুঁজতে চেয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু তা হয়নি ৷ গোলমুখ খোলার জন্য যে ধরনের ভেদশক্তি দরকার, তা ছিল না সবুজ-মেরুনের। নির্ধারিত নব্বই মিনিটের পরে অতিরিক্ত সময়ে একই ছবি। তবে দিনের শেষে জয়টাই আসল ৷ অন্যদিকে হায়দরাবাদ এফসি ওগবেচেকে শুরু থেকে নামিয়েও মেরিনার্স ডিফেন্সকে অস্বস্তিতে ফেলতে ব্যস্ত। রবিবার প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগ যদি টুর্নামেন্টের সেরা ম্যাচ হয়, তাহলে সোমবারের যুবভারতী ক্রীড়াঙ্গনের ম্যাচটি বিরক্তিকর।
আরও পড়ুন: সাডেন-ডেথে 'মুম্বই বধ', টানা 11 ম্যাচ জিতে ফাইনালে সুনীলের বেঙ্গালুরু
দ্বিতীয় লেগের সেমিফাইনালে জোড়া পরিবর্তন নিয়ে দল নামিয়েছিলেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। সেমিফাইনালের মত বড় ম্যাচে প্রথম থেকে কিয়ান নাসিরিকে খেলানোর সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। ম্যাচে যদিও তিনি আহামরি কিছু প্রভাব ফেলতে পারিনি। তাই দ্বিতীয়ার্ধের শুরুতে তাঁকে তুলে লিস্টনকে নামান স্প্যানিশ কোচ। ঘরের মাঠে সমর্থকদের গর্জনে তেতে গিয়ে আগ্রাসী ফুটবল খেলার চেষ্টা করেছিল এটিকে মোহনবাগান। তবুও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি। 22 মিনিটে মনবীরের বাঁ-পায়ের শট বারে না-লাগলে এগিয়ে যেত পারত সবুজ-মেরুন।
অন্যদিকে বার্থেলোমিউ ওগবেচে শুরু থেকে খেলায় আলাদা কোনও সুবিধা হয়নি হায়দরাবাদের। তিনি বল ধরলেই তাঁকে ঘিরে ধরছিলেন প্রীতমরা।যদিও প্রথমার্ধে হায়দরাবাদ দাপট দেখায় ৷ বিরতির পরে খেলার রাশ ছিল বাগান ফুটবলারদের পায়ে। এই সময় হুগো বুমোসের সহজ সুযোগ নষ্ট ছাড়াও আরও দু'বার গোল করার মত পরিস্থিতি তৈরি করেছিল সবুজ-মেরুন। অতিরিক্ত সময়েও একই ছবি ৷ তাই শেষ পর্যন্ত টাইব্রেকারে গোয়ার টিকিট নিশ্চিত হল বাগানের। আইএসএল ফাইনালে ফিরল 2014-15 আই লিগের গন্ধ ৷