ETV Bharat / sports

পাকিস্তানি অ্যাথলিটের প্রশংসায় টুইট দেশের অ্যাথলেটিক্স ফেডারেশনের

author img

By

Published : Dec 9, 2019, 4:20 AM IST

পাকিস্তানি অ্যাথলিটের প্রশংসা করে টুইট করা হয়েছে ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে ৷ প্রশংসায় টুইটার নেটিজেনরা ৷

athletics-federation-of-india-congrats-pakistan-javelin-star-arshad-nadeem
পাকিস্তানি অ্যাথলিটের প্রশংসায় টুইট দেশের অ্যাথলেটিক্স ফেডারেশনের

দিল্লি, 9 ডিসেম্বর : ভারত-পাকিস্তান ৷ প্রতিবেশী দুই দেশের সম্পর্কে সারাক্ষণই চলছে টানাপোড়েন ৷ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও শীতলতা তৈরি হয়েছে ৷ এবার পাকিস্তানেরই এক অ্যাথলিটের প্রশংসা করে টুইল করল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন ৷

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জিতে 2020 সালের টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করার পরই এই টুইট করা হয় ৷ নেপালে অনুষ্ঠিত এই খেলায় 86.48 মিটার জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক পেয়েছেন আরশাদ ৷ সেই উপলক্ষ্যেই শুভেচ্ছা জানানো হয় তারকাকে ৷ এই খেলায় রৌপ্য পদক জিতেছেন ভারতের শিবপাল সিংহ । তিনি জ্যাভলিন ছোড়েন 85 মিটার৷ এটিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নির্ধারিত পরিমাপ । তিনিও আগামী বছর টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন সরাসরি ।

কয়েক দশক পেরিয়ে পাকিস্তানের কোনও অ্যাথলিট সরাসরি যোগ্যতা অর্জন করলেন অলিম্পিকে খেলার । শনিবার ওই টুইট করা হয়। সঙ্গে ছিল আরশাদ নাদিম ও ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার একটি পুরোনো ছবি ৷ এই টুইটের পরই নেটিজেনদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন ৷ 'খেলাই মিলিয়ে দিল দুই দেশকে' ৷ 'শান্তি চাই, যুদ্ধ নয়' ৷ 'ভারতের পক্ষেই এমনটা করা সম্ভব,' নেটিজেনদের তরফে পোস্টটিতে এ জাতীয় মন্তব্যই এসেছে ৷

দিল্লি, 9 ডিসেম্বর : ভারত-পাকিস্তান ৷ প্রতিবেশী দুই দেশের সম্পর্কে সারাক্ষণই চলছে টানাপোড়েন ৷ পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেও শীতলতা তৈরি হয়েছে ৷ এবার পাকিস্তানেরই এক অ্যাথলিটের প্রশংসা করে টুইল করল ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন ৷

পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জিতে 2020 সালের টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করার পরই এই টুইট করা হয় ৷ নেপালে অনুষ্ঠিত এই খেলায় 86.48 মিটার জ্যাভলিন ছুড়ে স্বর্ণপদক পেয়েছেন আরশাদ ৷ সেই উপলক্ষ্যেই শুভেচ্ছা জানানো হয় তারকাকে ৷ এই খেলায় রৌপ্য পদক জিতেছেন ভারতের শিবপাল সিংহ । তিনি জ্যাভলিন ছোড়েন 85 মিটার৷ এটিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে নির্ধারিত পরিমাপ । তিনিও আগামী বছর টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন সরাসরি ।

কয়েক দশক পেরিয়ে পাকিস্তানের কোনও অ্যাথলিট সরাসরি যোগ্যতা অর্জন করলেন অলিম্পিকে খেলার । শনিবার ওই টুইট করা হয়। সঙ্গে ছিল আরশাদ নাদিম ও ভারতের জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার একটি পুরোনো ছবি ৷ এই টুইটের পরই নেটিজেনদের অকুণ্ঠ প্রশংসা পেয়েছে দেশের অ্যাথলেটিক্স ফেডারেশন ৷ 'খেলাই মিলিয়ে দিল দুই দেশকে' ৷ 'শান্তি চাই, যুদ্ধ নয়' ৷ 'ভারতের পক্ষেই এমনটা করা সম্ভব,' নেটিজেনদের তরফে পোস্টটিতে এ জাতীয় মন্তব্যই এসেছে ৷

Baghpat (UP), Dec 08 (ANI): Uttar Pradesh Minister for Labour Welfare Council, Sunil Bharala, said that people should have at least three children 'with one of them mandatorily a girl.' "The society is demanding a law for having only two children. Earlier, they used to say 'Hum Do, Hamare Do'. But now among Hindu families, the number of children has been reduced to one in most of the families," Bharala told reporters here. The minister said that accused in Unnao case will be tried for both rape and murder. The 23-year-old victim was airlifted from Lucknow's SMC Government Hospital to Delhi for treatment at Safdarjung Hospital on Thursday. According to police, the five accused had allegedly thrown kerosene on the woman and set her ablaze when she was on her way to a local court for the hearing of the case she had filed in March.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.