হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: আজ এশিয়ান গেমসের সপ্তম দিন ৷ ইতিমধ্যেই ভারত বেশ কিছু ইভেন্টে পদক জিতে ফেলেছে। তারমধ্যে বেশিটাই এসেছে শুটিংয়ে ৷ এখনও বেশ কিছু ইভেন্ট বাকি রয়েছে। আজ সকালেই অ্যাথলেটিক্সের কিছু ইভেন্টে পদক নিশ্চিত হয়েছে ৷ পদক তালিকায় ষষ্ঠ স্থান থেকে চারে উঠে এসেছে ভারত। 8টি সোনা, 12টি রুপো এবং 13টি ব্রোঞ্জ পেয়েছে দেশ। আজও একাধিক ব্যক্তিগত এবং দলগত ইভেন্টে নামবে ভারত। চোখ থাকবে পদকের দিকে ৷ দেখে নেওয়া যাক ভারতের আজকের গুরুত্বপূর্ণ ইভেন্ট কী...
-
With 2⃣🥇, 4⃣🥈& 2⃣🥉today, 🇮🇳's medal tally stands at 3⃣3⃣ at the end of Day 6⃣
— SAI Media (@Media_SAI) September 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
We have just started and miles to go in this journey of #AsianGames2022
Let's continue to #Cheer4India louder💪🏻#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/MhdreJsjsY
">With 2⃣🥇, 4⃣🥈& 2⃣🥉today, 🇮🇳's medal tally stands at 3⃣3⃣ at the end of Day 6⃣
— SAI Media (@Media_SAI) September 29, 2023
We have just started and miles to go in this journey of #AsianGames2022
Let's continue to #Cheer4India louder💪🏻#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/MhdreJsjsYWith 2⃣🥇, 4⃣🥈& 2⃣🥉today, 🇮🇳's medal tally stands at 3⃣3⃣ at the end of Day 6⃣
— SAI Media (@Media_SAI) September 29, 2023
We have just started and miles to go in this journey of #AsianGames2022
Let's continue to #Cheer4India louder💪🏻#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/MhdreJsjsY
তবে চলতি এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করেই চলেছে শুটিং। এই ইভেন্ট থেকে একের পর এক পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতীয় অ্যাথলিটরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবেন। তার মধ্যে ওয়েটলিফটিংয়ে গ্রুপ বি-তে নামবেন মীরাবাই চানু। এছাড়াও 55 কেজি বিভাগে নামবেন বিন্দারানি দেবী। টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল পর্ব রয়েছে। এছাড়াও রোলার স্কেটিংয়ের এলিমিনেটরের ফাইনালে নামবে ভারত। রয়েছে বক্সিংয়ে পুরুষ এবং মহিলাদের বেশ কিছু বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৷
-
🥇 𝗦𝗛𝗢𝗢𝗧 𝗙𝗢𝗥 𝗚𝗢𝗟𝗗! Sarabjot Singh & Divya TS finished FIRST in qualification and will face China in the Gold Medal match at 9.05 am today.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.@19thAGofficial @Media_SAI @WeAreTeamIndia… pic.twitter.com/23qDCP7JvI
">🥇 𝗦𝗛𝗢𝗢𝗧 𝗙𝗢𝗥 𝗚𝗢𝗟𝗗! Sarabjot Singh & Divya TS finished FIRST in qualification and will face China in the Gold Medal match at 9.05 am today.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023
➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.@19thAGofficial @Media_SAI @WeAreTeamIndia… pic.twitter.com/23qDCP7JvI🥇 𝗦𝗛𝗢𝗢𝗧 𝗙𝗢𝗥 𝗚𝗢𝗟𝗗! Sarabjot Singh & Divya TS finished FIRST in qualification and will face China in the Gold Medal match at 9.05 am today.
— Team India at the Asian Games 🇮🇳 (@sportwalkmedia) September 30, 2023
➡️ Follow @sportwalkmedia for schedule, results, medal and record alerts.@19thAGofficial @Media_SAI @WeAreTeamIndia… pic.twitter.com/23qDCP7JvI
হকিতে আজ ভারত বনাম পাক ম্যাচ রয়েছে। এছাড়াও ভলিবলে ভারত নামবে কোরিয়ার বিরুদ্ধে। আজ টেনিস থেকে সোনা আসার সম্ভাবনা রয়েছে। মিক্সড ডাবলস ফাইনালে রুতুজা ভোসলে এবং রোহন বোপান্না জুটি খেলতে নামবেন। এছাড়াও পাশাপাশি স্কোয়াশের ফাইনালে ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে।
মহিলাদেল হেপ্টাথেলনের হাই জাম্প পর্বে দুর্দান্ত শুরু করলেন স্বপ্না বর্মন। 1.64 মিটারে লাফ দিয়ে প্রথম স্থানে জায়গা করে নিলেন তিনি। পাশাপাশি, একই ইভেন্টে নন্দিনী আগাসারা এই মুহূর্তে নবম স্থানে রয়েছেন। তাঁর শেষ সফল প্রচেষ্টা 1.61 মিটার। অন্যদিকে, ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের 3টি শটের পর 577 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সোনার জন্য চিনের মুখোমুখি হবে এই জুটি। পাকিস্তান, জাপান, কোরিয়া এবং ইরান ব্রোঞ্জ পদকের ম্যাচে জায়গা করে নিয়েছে।
আরও পড়ুন: ব্যাডমিন্টনে ছেলেদের পদক নিশ্চিত 37 বছর পর, হতাশার হার পিভি সিন্ধুদের