ETV Bharat / sports

Asian Games 2023: 33টি পদক নিয়ে ভারতের স্থান চতুর্থ, হ্যাংঝাউতে সপ্তম দিনে নজর থাকবে পদকের দিকে

আজ সপ্তম দিনে পা দিল এশিয়ান গেমস। আজও একাধিক ইভেন্ট থেকে পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। দেখতে নজর রাখুন ইটিভি ভারতের প্রতিবেদনে ৷

সৌঃ টুইটার
Asian Games 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2023, 9:15 AM IST

হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: আজ এশিয়ান গেমসের সপ্তম দিন ৷ ইতিমধ্যেই ভারত বেশ কিছু ইভেন্টে পদক জিতে ফেলেছে। তারমধ্যে বেশিটাই এসেছে শুটিংয়ে ৷ এখনও বেশ কিছু ইভেন্ট বাকি রয়েছে। আজ সকালেই অ্যাথলেটিক্সের কিছু ইভেন্টে পদক নিশ্চিত হয়েছে ৷ পদক তালিকায় ষষ্ঠ স্থান থেকে চারে উঠে এসেছে ভারত। 8টি সোনা, 12টি রুপো এবং 13টি ব্রোঞ্জ পেয়েছে দেশ। আজও একাধিক ব্যক্তিগত এবং দলগত ইভেন্টে নামবে ভারত। চোখ থাকবে পদকের দিকে ৷ দেখে নেওয়া যাক ভারতের আজকের গুরুত্বপূর্ণ ইভেন্ট কী...

তবে চলতি এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করেই চলেছে শুটিং। এই ইভেন্ট থেকে একের পর এক পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতীয় অ্যাথলিটরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবেন। তার মধ্যে ওয়েটলিফটিংয়ে গ্রুপ বি-তে নামবেন মীরাবাই চানু। এছাড়াও 55 কেজি বিভাগে নামবেন বিন্দারানি দেবী। টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল পর্ব রয়েছে। এছাড়াও রোলার স্কেটিংয়ের এলিমিনেটরের ফাইনালে নামবে ভারত। রয়েছে বক্সিংয়ে পুরুষ এবং মহিলাদের বেশ কিছু বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৷

হকিতে আজ ভারত বনাম পাক ম্যাচ রয়েছে। এছাড়াও ভলিবলে ভারত নামবে কোরিয়ার বিরুদ্ধে। আজ টেনিস থেকে সোনা আসার সম্ভাবনা রয়েছে। মিক্সড ডাবলস ফাইনালে রুতুজা ভোসলে এবং রোহন বোপান্না জুটি খেলতে নামবেন। এছাড়াও পাশাপাশি স্কোয়াশের ফাইনালে ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে।

মহিলাদেল হেপ্টাথেলনের হাই জাম্প পর্বে দুর্দান্ত শুরু করলেন স্বপ্না বর্মন। 1.64 মিটারে লাফ দিয়ে প্রথম স্থানে জায়গা করে নিলেন তিনি। পাশাপাশি, একই ইভেন্টে নন্দিনী আগাসারা এই মুহূর্তে নবম স্থানে রয়েছেন। তাঁর শেষ সফল প্রচেষ্টা 1.61 মিটার। অন্যদিকে, ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের 3টি শটের পর 577 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সোনার জন্য চিনের মুখোমুখি হবে এই জুটি। পাকিস্তান, জাপান, কোরিয়া এবং ইরান ব্রোঞ্জ পদকের ম্যাচে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: ব্যাডমিন্টনে ছেলেদের পদক নিশ্চিত 37 বছর পর, হতাশার হার পিভি সিন্ধুদের

হ্যাংঝাউ, 30 সেপ্টেম্বর: আজ এশিয়ান গেমসের সপ্তম দিন ৷ ইতিমধ্যেই ভারত বেশ কিছু ইভেন্টে পদক জিতে ফেলেছে। তারমধ্যে বেশিটাই এসেছে শুটিংয়ে ৷ এখনও বেশ কিছু ইভেন্ট বাকি রয়েছে। আজ সকালেই অ্যাথলেটিক্সের কিছু ইভেন্টে পদক নিশ্চিত হয়েছে ৷ পদক তালিকায় ষষ্ঠ স্থান থেকে চারে উঠে এসেছে ভারত। 8টি সোনা, 12টি রুপো এবং 13টি ব্রোঞ্জ পেয়েছে দেশ। আজও একাধিক ব্যক্তিগত এবং দলগত ইভেন্টে নামবে ভারত। চোখ থাকবে পদকের দিকে ৷ দেখে নেওয়া যাক ভারতের আজকের গুরুত্বপূর্ণ ইভেন্ট কী...

তবে চলতি এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করেই চলেছে শুটিং। এই ইভেন্ট থেকে একের পর এক পদক জিতেছে ভারত। এশিয়ান গেমসের সপ্তম দিনে ভারতীয় অ্যাথলিটরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে নামবেন। তার মধ্যে ওয়েটলিফটিংয়ে গ্রুপ বি-তে নামবেন মীরাবাই চানু। এছাড়াও 55 কেজি বিভাগে নামবেন বিন্দারানি দেবী। টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনাল পর্ব রয়েছে। এছাড়াও রোলার স্কেটিংয়ের এলিমিনেটরের ফাইনালে নামবে ভারত। রয়েছে বক্সিংয়ে পুরুষ এবং মহিলাদের বেশ কিছু বিভাগে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ৷

হকিতে আজ ভারত বনাম পাক ম্যাচ রয়েছে। এছাড়াও ভলিবলে ভারত নামবে কোরিয়ার বিরুদ্ধে। আজ টেনিস থেকে সোনা আসার সম্ভাবনা রয়েছে। মিক্সড ডাবলস ফাইনালে রুতুজা ভোসলে এবং রোহন বোপান্না জুটি খেলতে নামবেন। এছাড়াও পাশাপাশি স্কোয়াশের ফাইনালে ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে।

মহিলাদেল হেপ্টাথেলনের হাই জাম্প পর্বে দুর্দান্ত শুরু করলেন স্বপ্না বর্মন। 1.64 মিটারে লাফ দিয়ে প্রথম স্থানে জায়গা করে নিলেন তিনি। পাশাপাশি, একই ইভেন্টে নন্দিনী আগাসারা এই মুহূর্তে নবম স্থানে রয়েছেন। তাঁর শেষ সফল প্রচেষ্টা 1.61 মিটার। অন্যদিকে, ভারতের সরবজোৎ সিং এবং দিব্যা থাদিগাল 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের 3টি শটের পর 577 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। সোনার জন্য চিনের মুখোমুখি হবে এই জুটি। পাকিস্তান, জাপান, কোরিয়া এবং ইরান ব্রোঞ্জ পদকের ম্যাচে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: ব্যাডমিন্টনে ছেলেদের পদক নিশ্চিত 37 বছর পর, হতাশার হার পিভি সিন্ধুদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.