তেজপুর (অসম), 13 অগস্ট: 8 বছর ধরে নিখোঁজ অরুণাচল প্রদেশের বাসিন্দা টাপর পুলম। 2015 সালে ভারত-চিন সীমান্ত এলাকায় বন্ধুর সঙ্গে শিকারে গিয়ে আর ফেরেননি। পরিবারের দাবি, চিনের সেনা বাহিনী তাঁকে অপহরণ করেছে। পুলমকে দেশে ফিরিয়ে আনতে লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছেন পুত্রবধূ আমনি দিরু-সহ আত্মীয়রা। কিন্তু সামান্য আশার আলোটুকুও দেখা যাচ্ছে না। তবে এখনই হাল ছাড়ছেন না আমনিরা। স্থানীয় সাংসদ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী পর্যন্ত বিভিন্ন স্তরে আবেদন জানিয়ে চলেছেন তাঁরা।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত 2015 সালের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। বন্ধু টাক ইর্য়াশির সঙ্গে ভারত-চিন সীমান্তে শিকার করতে যান টাপর। কয়েক দিন পর 21 তারিখ বাড়ি ফিরে আসার কথা ছিল। কিন্তু তিনি ফেরেননি। টাক বাড়ি ফিরে জানান, চিনের লালফৌজ আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ঢুকে পড়েছিল ভারতে। তারাই টাপরকে অপহরণ করে নিয়ে গিয়েছে। কোনও রকমে পালিয়ে এসেছেন টাক।
ঘটনার কথা জানতে পেরে পরিবারের তরফে স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ধীরে ধীরে কয়েকটি স্তর পেরিয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুর কাছেও পৌঁছে যায় পরিবার। তাঁকে সবটা বলা হয়। এরপর কেটে যায় কয়েক বছর। গত বছর মিরাম টারো নামে আরও এক ব্যক্তির অপহরণের খবর প্রকাশ্যে আসে। তখন থেকে আবার টাপরকে ফিরিয়ে আনার দাবি তুলছে পরিবার।
এ নিয়ে স্থানীয় সাংসদ টাপির জিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেছেন। কথা বলেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও। পাশাপাশি নিখোঁজ টাপরের ছেলে উইকিও 2022 সালে চিঠি লেখেন তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুকে। কিন্তু লাভের লাভ হয়নি কিছুই। দেখতে দেখতে কেটে গিয়েছে 8 বছর। লড়াই চলছে এখনও । তবে একটানা লড়াই করে চলা পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিচ্ছে সংশয়। তাঁদের একটাই প্রশ্ন- যাঁর জন্য এত কিছু সেই মানুষটা বেঁচে আছো তো? উত্তরটা সহজ নয়, অজানাও বটে।
আরও পড়ুন: ভারতের এক ইঞ্চি জমি দখলের সাহস কারও নেই, চিনকে হুঁশিয়ারি অমিত শাহের