ETV Bharat / sports

FIFA World Cup 2022: স্বপ্নের আরব্য রজনী, বেদুইনের দেশে সোনার কাপ আর্জেন্তিনার - Argentina win FIFA World Cup

টাইব্রেকারে ম্যাচের ফল আর্জেন্তিনার পক্ষে ফল 4-2 । 36 বছর পরে সোনার কাপ ফিরল দিয়েগোর দেশে (Argentina win FIFA World Cup 2022) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Dec 19, 2022, 6:18 AM IST

Updated : Dec 19, 2022, 10:29 AM IST

লুসেইল, 19 ডিসেম্বর: আট বছর পরে শাপমোচন । রিওর মাটিতে যা হয়নি কাতারে তার পূর্ণতা । বৃত্ত পূর্ণ হল লিওনেল মেসির । 2022 ফুটবল বিশ্বকাপের রং নীল-সাদা । বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে চূর্ণ করে নতুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা । নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচের ফল 3-3 । টাইব্রেকারে ম্যাচের ফল আর্জেন্তিনার পক্ষে ফল 4-2 । 36 বছর পরে সোনার কাপ ফিরল দিয়েগোর দেশে (Argentina win FIFA World Cup 2022) ।

এই মায়াবী চাঁদের রাতে:

পরাজয়ের গ্লানি থেকে সাফল্যের উত্তরণ । হারিয়ে যাওয়ার আতঙ্ক থেকে সিংহাসনে অবতরণ । আর্জেন্তিনা দেখালো ফুটবল কৌলিন্যে তারা প্রথম সারিতেই । 1978, 1986-এর পরে 2022 । আর্জেন্তিনার এই বিশ্বকাপ জয় এক মহাকাব্যিক রূপকথার সোনালি সমাপ্তি । খাতায় কলমে ফ্রান্স এবং আর্জেন্তিনার তুলনায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে । তবুও একটা 'কিন্তু' লিখতে হচ্ছিল লিয়োনেল মেসি নামক জাদুকরের উপস্থিতির কারণে । প্রতিপক্ষ যার দাপটের সামনে ধারে-ভারে এগিয়ে থেকেও সাহসী হতে ভয় পায় । 'মেসিফোবিয়া'ই তুলি-কলার দেশকে স্বচ্ছন্দ হতে দেয়নি । আর অধিনায়কের উপস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ফাইনালের বাজিগর অ্যাঞ্জেলো দি মারিয়া । তাঁর বাঁ-পায়ের স্কিল মনোহারিনী । কিন্তু মেসির আলোয় তা চিরকালই আড়ালে । ফাইনালে সেই লুকিয়ে থাকা স্কিলেই রূপোর দেশে সোনার কাপ ।

স্বপ্নের ফাইনাল:

কিলার এমবাপে । দু'মিনিটে ফরাসি ঝড়ে মনে হচ্ছিল লণ্ডভন্ড নীল-সাদার স্বপ্ন । দু'গোলে পিছিয়ে পড়া অবস্থা থেকে নির্মম প্রত্যাঘাতে প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের । প্রত্যাবর্তনের নায়কের নাম কিলিয়ান এমবাপে । 79 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর পরে 81 মিনিটে ডান পায়ের দুরন্ত প্লেসিংয়ে ফ্রান্সকে ম্যাচে ফেরান । নব্বই মিনিটের ফুটবল দ্বৈরথ 2-2 গোলে শেষ হয় ফ্রান্সের নম্বর টেনের একক দক্ষতায় ।

অতিরিক্ত সময়ে ফের নাটকীয় পট পরিবর্তন । যার ক্লাইম্যাক্স লিখতে ক্রীড়া সাহিত্যিকদের কল্পনাও তল পাবে না । 108 মিনিটে ফের এগিয়ে যায় আর্জেন্তিনা । এবারও গোলদাতা মেসি । মনে হচ্ছিল বাস্তিল-দূর্গ ভাঙল মেসি নামক জাদুকরের দাপটে । কিন্তু ফরাসিদের লড়াই একাই টানলেন এমবাপে । 118 মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরালেন তিনি । পেনাল্টি থেকে সম্পূর্ন করলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের বিরল নজির । 1966 সালে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক দেখেছিল ফুটবল বিশ্ব । নতুন শতাব্দীতে ফের তা দেখার সৌভাগ্য হল । মোট 8 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তাঁর পকেটে । ফুটবল দেবতা লোমহর্ষক লড়াইয়ের শেষে কাপটি আর্জেন্তিনার হাতে দেওয়ার সিদ্ধান্ত বোধহয় নিয়েছিলেন । 2006 সালের পর 2022-এ ফ্রান্সের বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন শেষ টাইব্রেকারে ।

লুসেইল, 19 ডিসেম্বর: আট বছর পরে শাপমোচন । রিওর মাটিতে যা হয়নি কাতারে তার পূর্ণতা । বৃত্ত পূর্ণ হল লিওনেল মেসির । 2022 ফুটবল বিশ্বকাপের রং নীল-সাদা । বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে চূর্ণ করে নতুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা । নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে ম্যাচের ফল 3-3 । টাইব্রেকারে ম্যাচের ফল আর্জেন্তিনার পক্ষে ফল 4-2 । 36 বছর পরে সোনার কাপ ফিরল দিয়েগোর দেশে (Argentina win FIFA World Cup 2022) ।

এই মায়াবী চাঁদের রাতে:

পরাজয়ের গ্লানি থেকে সাফল্যের উত্তরণ । হারিয়ে যাওয়ার আতঙ্ক থেকে সিংহাসনে অবতরণ । আর্জেন্তিনা দেখালো ফুটবল কৌলিন্যে তারা প্রথম সারিতেই । 1978, 1986-এর পরে 2022 । আর্জেন্তিনার এই বিশ্বকাপ জয় এক মহাকাব্যিক রূপকথার সোনালি সমাপ্তি । খাতায় কলমে ফ্রান্স এবং আর্জেন্তিনার তুলনায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা এগিয়ে । তবুও একটা 'কিন্তু' লিখতে হচ্ছিল লিয়োনেল মেসি নামক জাদুকরের উপস্থিতির কারণে । প্রতিপক্ষ যার দাপটের সামনে ধারে-ভারে এগিয়ে থেকেও সাহসী হতে ভয় পায় । 'মেসিফোবিয়া'ই তুলি-কলার দেশকে স্বচ্ছন্দ হতে দেয়নি । আর অধিনায়কের উপস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্বকাপ ফাইনালের বাজিগর অ্যাঞ্জেলো দি মারিয়া । তাঁর বাঁ-পায়ের স্কিল মনোহারিনী । কিন্তু মেসির আলোয় তা চিরকালই আড়ালে । ফাইনালে সেই লুকিয়ে থাকা স্কিলেই রূপোর দেশে সোনার কাপ ।

স্বপ্নের ফাইনাল:

কিলার এমবাপে । দু'মিনিটে ফরাসি ঝড়ে মনে হচ্ছিল লণ্ডভন্ড নীল-সাদার স্বপ্ন । দু'গোলে পিছিয়ে পড়া অবস্থা থেকে নির্মম প্রত্যাঘাতে প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের । প্রত্যাবর্তনের নায়কের নাম কিলিয়ান এমবাপে । 79 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর পরে 81 মিনিটে ডান পায়ের দুরন্ত প্লেসিংয়ে ফ্রান্সকে ম্যাচে ফেরান । নব্বই মিনিটের ফুটবল দ্বৈরথ 2-2 গোলে শেষ হয় ফ্রান্সের নম্বর টেনের একক দক্ষতায় ।

অতিরিক্ত সময়ে ফের নাটকীয় পট পরিবর্তন । যার ক্লাইম্যাক্স লিখতে ক্রীড়া সাহিত্যিকদের কল্পনাও তল পাবে না । 108 মিনিটে ফের এগিয়ে যায় আর্জেন্তিনা । এবারও গোলদাতা মেসি । মনে হচ্ছিল বাস্তিল-দূর্গ ভাঙল মেসি নামক জাদুকরের দাপটে । কিন্তু ফরাসিদের লড়াই একাই টানলেন এমবাপে । 118 মিনিটে ফ্রান্সকে সমতায় ফেরালেন তিনি । পেনাল্টি থেকে সম্পূর্ন করলেন বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের বিরল নজির । 1966 সালে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক দেখেছিল ফুটবল বিশ্ব । নতুন শতাব্দীতে ফের তা দেখার সৌভাগ্য হল । মোট 8 গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তাঁর পকেটে । ফুটবল দেবতা লোমহর্ষক লড়াইয়ের শেষে কাপটি আর্জেন্তিনার হাতে দেওয়ার সিদ্ধান্ত বোধহয় নিয়েছিলেন । 2006 সালের পর 2022-এ ফ্রান্সের বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন শেষ টাইব্রেকারে ।

Last Updated : Dec 19, 2022, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.