ETV Bharat / sports

Finalissima : ইতালি 'বধ'-এ ফাইনালিসিমা আর্জেন্টিনার, বছর ঘুরতেই ফের ট্রফি মেসির ঝুলিতে - ফাইনালিসিমা জয় আর্জেন্টিনার

গতবছর কোপা আমেরিকার পর ফের একবার জাতীয় দলের হয়ে ট্রফি জিতলেন লিওনেল মেসি ৷ বুধবার মধ্যরাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতল আর্জেন্টিনা (Argentina wins Finalissima) ৷

Argentina wins Finalissima trophy
ফাইনালিসিমা আর্জেন্টিনার ঝুলিতে
author img

By

Published : Jun 2, 2022, 9:14 AM IST

ওয়েম্বলি, 2 জুন : গতবছরই তাঁর ফুটবল জীবনের অপূর্ণ স্বাদ পূরণ করে নিয়েছিলেন ৷ কোপা আমেরিকা জয়ে দেশের হয়ে প্রথমবার ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিল লিওনেল মেসির ৷ বছর ঘুরতেই ফের একবার নীল সাদা জার্সি গায়ে ট্রফি তুলে ধরলেন ৷ বুধবার মধ্যরাতে ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতেছে আর্জেন্টিনা ৷ কোপা আমেরিকা ও ইউরো জয়ীদের মধ্যে আন্তমহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণী এই ম্যাচে জয় হল আর্জেন্টিনার ৷ লাউতারো, ডি মারিয়া, দিবালাদের জ্বলে ওঠার দিনে 3-0 ব্যবধানে হারলেন চিয়েলিনিরা (Argentina defeats Italy 3-0 to win Finalissima)৷

টানা 31 ম্যাচ জিতে ওয়েম্বলিতে নেমেছিল স্কালোনির দল ৷ অন্যদিকে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যর্থতার জ্বালা বুকে নিয়ে মেসিদের মুখোমুখি হয়েছিল ইতালি ৷ সেই আঁধার থেকে ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে তাঁরা এসেছিল ৷ বিশ্বকাপে বাছাই পর্ব উতরাতে না পারাটা যে নিছক দুর্ঘটনা সেটা প্রমাণ করার মরিয়া প্রচেষ্টা ছিল ৷ পাশাপাশি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা অধিনায়ক জর্জিও চিয়েলিনি চাইছিলেন, শেষটা সুন্দর হোক ৷ অবশ্য ইতালির এইসব পরিকল্পনায় জল ঢালতে কসুর করল না মেসি ব্রিগেড ৷ ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল তাঁদের ৷ 27 মিনিটে মেসির পাস থেকে প্রথম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্টিনেজ ৷ 44 মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান 2-0 করে তারা ৷

আরও পড়ুন : ‘লাল সুরকিতে আমিই রাজা’, মুকুটে ফের পালক গোঁজার অপেক্ষায় রাফা

2-0 গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে ইতালিকে ৷ যদিও বিপক্ষের গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুম্মা দেওয়াল হয়ে না দাঁড়ালে আরও লজ্জার মুখে পড়তে হত ইতালিকে ৷ অতিরিক্ত সময়ে মেসির পাস থেকে তৃতীয় গোলটি করে ষোলকলা পূর্ণ করেন পরিবর্ত হিসেবে নামা দিবালা ৷

তবে স্কোরলাইন দিয়ে এই ম্যাচের বিচার করতে নারাজ আর্জেন্টিনা বা মেসি অনুরাগীরা ৷ চলতি বছরে ফের ফুটবলে বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে বিশ্বের তাবড় তাবড় ফুটবল খেলিয়ে দেশগুলি ৷ এক বছরের মধ্যে দুটি ট্রফি জয় আরও বড় স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের ৷ মেসির কাছে তাঁদের আশা অনেক ৷

ওয়েম্বলি, 2 জুন : গতবছরই তাঁর ফুটবল জীবনের অপূর্ণ স্বাদ পূরণ করে নিয়েছিলেন ৷ কোপা আমেরিকা জয়ে দেশের হয়ে প্রথমবার ট্রফি ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছিল লিওনেল মেসির ৷ বছর ঘুরতেই ফের একবার নীল সাদা জার্সি গায়ে ট্রফি তুলে ধরলেন ৷ বুধবার মধ্যরাতে ওয়েম্বলিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জিতেছে আর্জেন্টিনা ৷ কোপা আমেরিকা ও ইউরো জয়ীদের মধ্যে আন্তমহাদেশীয় শ্রেষ্ঠত্ব নির্ধারণী এই ম্যাচে জয় হল আর্জেন্টিনার ৷ লাউতারো, ডি মারিয়া, দিবালাদের জ্বলে ওঠার দিনে 3-0 ব্যবধানে হারলেন চিয়েলিনিরা (Argentina defeats Italy 3-0 to win Finalissima)৷

টানা 31 ম্যাচ জিতে ওয়েম্বলিতে নেমেছিল স্কালোনির দল ৷ অন্যদিকে কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যর্থতার জ্বালা বুকে নিয়ে মেসিদের মুখোমুখি হয়েছিল ইতালি ৷ সেই আঁধার থেকে ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়ে তাঁরা এসেছিল ৷ বিশ্বকাপে বাছাই পর্ব উতরাতে না পারাটা যে নিছক দুর্ঘটনা সেটা প্রমাণ করার মরিয়া প্রচেষ্টা ছিল ৷ পাশাপাশি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামা অধিনায়ক জর্জিও চিয়েলিনি চাইছিলেন, শেষটা সুন্দর হোক ৷ অবশ্য ইতালির এইসব পরিকল্পনায় জল ঢালতে কসুর করল না মেসি ব্রিগেড ৷ ম্যাচে প্রথম থেকেই দাপট ছিল তাঁদের ৷ 27 মিনিটে মেসির পাস থেকে প্রথম গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্টিনেজ ৷ 44 মিনিটে ডি মারিয়ার গোলে ব্যবধান 2-0 করে তারা ৷

আরও পড়ুন : ‘লাল সুরকিতে আমিই রাজা’, মুকুটে ফের পালক গোঁজার অপেক্ষায় রাফা

2-0 গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে ইতালিকে ৷ যদিও বিপক্ষের গোলরক্ষক জিয়ানলুইগি ডোনারুম্মা দেওয়াল হয়ে না দাঁড়ালে আরও লজ্জার মুখে পড়তে হত ইতালিকে ৷ অতিরিক্ত সময়ে মেসির পাস থেকে তৃতীয় গোলটি করে ষোলকলা পূর্ণ করেন পরিবর্ত হিসেবে নামা দিবালা ৷

তবে স্কোরলাইন দিয়ে এই ম্যাচের বিচার করতে নারাজ আর্জেন্টিনা বা মেসি অনুরাগীরা ৷ চলতি বছরে ফের ফুটবলে বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে ঝাঁপাবে বিশ্বের তাবড় তাবড় ফুটবল খেলিয়ে দেশগুলি ৷ এক বছরের মধ্যে দুটি ট্রফি জয় আরও বড় স্বপ্ন দেখাচ্ছে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের ৷ মেসির কাছে তাঁদের আশা অনেক ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.