কলকাতা, 16 জুন: আবারও সবুজ-মেরুন ক্লাবের সঙ্গে জুড়লেন আন্তেনিও লোপেজ হাবাস ৷ তবে, এবার মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর অর্থাৎ, টিডি হলেন এটিকে ফ্র্যাঞ্চাইজিকে তিনটি আইএসএল খেতাব জেতানো স্প্যানিশ কোচ ৷ শুক্রবার আইএসএল ট্রফি জয়ী কোচকে সবুজ-মেরুন শিবিরে ফেরানোর কথা ঘোষণা করা হয়েছে ৷ কোচ হিসেবে আরও একবছরের জন্য জুয়ান ফেরান্দোকে নিয়োগ করার 72 ঘণ্টার মধ্যে হাবাসের প্রত্যাবর্তন হল ৷ আর এটাই মেরিনার্সদের মধ্যে বিস্ময় তৈরি করেছে ৷
হাবাসের ছেড়ে যাওয়া জুতোয় দেড় মরশুম আগে পা গলিয়েছিলেন জুয়ান ফেরান্দো ৷ তাও আবার আইএসএল-এর মাঝে ৷ সেই সময় এটিকে মোহনবাগানের ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে বিদায় নিয়েছিলেন স্প্যানিশ কোচ হাবাস ৷ এটিকে এবং এটিকে মোহনবাগান দুই জার্সিতেই আইএসএল ট্রফি জয়ের কৃতিত্ব রয়েছে আন্তেনিও লোপেজ হাবাসের ৷ এখন দলের নাম মোহনবাগান সুপার জায়ান্ট ৷ নতুনভাবে মেরিনার্সদের সংসারে এসে হাবাসের ভূমিকা কী হবে ?
বলা হয়েছে, ফুটবলের বিভিন্ন বিভাগ দেখবেন হাবাস ৷ সিনিয়র দলের জন্য কৌশল তৈরি করা ছাড়াও মোহনবাগান সুপার জায়ান্টের যুব বিভাগের ফুটবলেও হাবাস পরামর্শ দেবেন ৷ ইতিমধ্যে, যুবদল কলকাতা লিগের জন্য প্রস্তুতি শুরু করেছে ৷ সেই দলের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেবেন হাবাস ৷ কিন্তু, তাঁকে কলকাতা লিগে বাস্তব রায়ের সঙ্গে ডাগ আউটে দেখা যাবে কি না, তা স্পষ্ট নয়। নতুন ভূমিকায় পুরনো জার্সিতে ফিরতে পেরে খুশি হাবাস স্বয়ং।
আরও পড়ুন: আরও একবছর ফেরান্দোই নাবিক, স্প্যানিশ কোচের চুক্তি বাড়িয়ে অনুশীলনের দিনঘোষণা বাগানের
বছর আটষট্টির স্প্যানিশ কোচ বলেছেন, “আমি খুশি এবং সম্মানিত মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ফের কাজ করার সুযোগ দিয়েছেন ৷ কোচিং জীবনের সেরা সময়টা কলকাতায় কেটেছে ৷ এখানকার ফুটবল সমর্থকদের ভালোবাসা আমি ভুলতে পারব না ৷ যেভাবে তাঁরা আমাকে গ্রহণ করেছিলেন, তা অমলিন রয়েছে আমার হৃদয়ে ৷ মোহনবাগান সুপার জায়ান্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করব ৷ মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবল উন্নতির জন্য ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল স্ট্র্যাটিজির জন্য কাজ করব ৷” তবে, জুয়ান ফেরান্দোর সঙ্গে হাবাসের যুগলবন্দি ৷ সবুজ-মেরুন সংসারে বাড়তি সমস্যা তৈরি করবে না তো ? প্রশ্ন মোহনবাগানের একাংশের ৷