অসলো (নরওয়ে), 7 অক্টোবর : মাত্র 19 বছর বয়সেই পৌঁছে গিয়েছিলেন অলিম্পিকসের মঞ্চে ৷ পদক আনতে না পারলেও নজর কেড়ে নেন দেশের মহিলা কুস্তিগীর অংশু মালিক ৷ এবার বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের মঞ্চে ইতিহাস গড়লেন বছর উনিশের অংশু ৷ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছালেন ৷
57 কেজি বিভাগের সেমিফাইনালে জুনিয়র ইউরোপীয় চ্যাম্পিয়ন সোলোমিয়া ভিনিককে হারিয়ে ফাইনালে পৌঁছে যান তিনি ৷ এর আগে একতরফা লড়াইয়ে কাজাখস্তানের নিলুফার রেমোবাকে হারিয়ে দেন তিনি ৷ এরপর কোয়ার্টার ফাইনালে ওঠেন মঙ্গোলিয়ার দেবাচিমেগ এর্খেমবায়ারকে 5-1 ব্যবধানে হারিয়ে ৷
অতীতে চারজন ভারতীয় মহিলা কুস্তিগীর বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন ৷ কিন্তু কেউই ফাইনালে পা রাখতে পারেননি ৷ সকলেই ব্রোঞ্জ পদক জিতেছেন ৷ 2012 সালে গীতা ফোগট ও ববিতা ফোগট পদক জিতেছিলেন ৷ 2018 সালে পূজা দান্ডা এবং 2019 সালে ভিনেশ ফোগট ব্রোঞ্জ পদক জেতেন ৷ অংশু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো তৃতীয় ভারতীয় ৷ তাঁর আগে সুশীল কুমার (2010) এবং বজরং পুনিয়া (2018) সালে ফাইনালের ঘরে পা রেখেছিলেন ৷ তার মধ্যে একমাত্র সুশীল কুমার সোনার পদক জিতেছেন ৷
আরও পড়ুন : Neeraj Chopra: নীরজকে সোনা এনে দেওয়া বর্শা বিকোচ্ছে কোটিরও বেশি দামে
তাই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে সুশীল কুমার ছোঁয়ার সুযোগ অংশুর সামনে ৷ পাশাপাশি ফাইনাল জিততে পারলে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই মঞ্চ থেকে সোনার পদক নিয়ে ফিরবেন তিনি ৷ এমনিতে বিশ্ব মঞ্চে ভারতীয় কুস্তিগীরদের দাপট চলে আসছে বেশ কয়েকবছর ধরে ৷ সুশীল কুমারদের হাত ধরে ভারতীয় কুস্তির যে রমরমা শুরু হয়েছে তা অংশুদের মতো প্রতিভাময়ী কুস্তিগীররা এগিয়ে নিয়ে যাবেন বলেই আশা ৷