ETV Bharat / sports

বিশ্ব চ্যাম্পিয়নশিপ : প্রথম ভারতীয় মহিলা হিসেবে জ্যাভলিনের ফাইনালে অন্নু - অন্নু রানি

প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জ্যাভলিনের ফাইনালে উঠলেন অন্নু রানি ৷

অন্নু রানি
author img

By

Published : Oct 1, 2019, 1:34 AM IST

দোহা, 1 অক্টোবর : বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অন্নু রানি ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে উঠলেন জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ৷ পাশাপাশি, নতুন জাতীয় রেকর্ডও গড়েছেন 27 বছরের অন্নু ৷

গতকাল দোহাতে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ A-তে ছিলেন অন্নু ৷ প্রথম রাউন্ডে 57.05 মিটার ছোড়েন তিনি ৷ দ্বিতীয়বার 62.43 মিটার অতিক্রম করে অন্নুর জ্যাভলিন ৷ যা তাঁর ব্যক্তিগত সেরার থেকে 0.9 মিটার বেশি ৷ চলতি বছরের মার্চে পাটিয়ালাতে 62.34 মিটার ছুড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন অন্নু ৷ গতকাল নিজেরই রেকর্ড ভাঙেন তিনি ৷ পরের রাউন্ডে 60.5 মিটার ছুড়লেও দ্বিতীয় রাউন্ডের সৌজন্যে গ্রুপ A-তে তৃতীয় নম্বর শেষ করেন অন্নু ৷ তাঁর পিছনে ছিলেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন লিউ শিয়িং (63.48 মিটার) ও স্লোভেনিয়ার রাতেজ মার্টিনা (62.87 মিটার) ৷

  • Annu RANI become India’s first women javelin thrower to reach final round of World Championship and she did it with new Indian record of 62.43m which put her on 5th place in the qualification which is very impressive. Wish her good luck for final @afiindia #indianathletics pic.twitter.com/AtKYutsXaS

    — Rahul PAWAR (@rahuldpawar) September 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ফাইনালের ছাড়পত্র পাওয়ার জন্য গ্রুপ B-এর দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল অন্নুকে ৷ দুই গ্রুপ মিলিয়ে যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে ফাইনালের টিকিট কনফার্ম করেন অন্নু ৷ আগামীকাল ফাইনালে এরকম পারফরমেন্স মেলে ধরতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে অন্নু পদকও আনতে পারেন বলে বক্তব্য বিশেষজ্ঞদের ৷

দোহা, 1 অক্টোবর : বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন অন্নু রানি ৷ প্রথম ভারতীয় মহিলা হিসেবে উঠলেন জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ৷ পাশাপাশি, নতুন জাতীয় রেকর্ডও গড়েছেন 27 বছরের অন্নু ৷

গতকাল দোহাতে যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ A-তে ছিলেন অন্নু ৷ প্রথম রাউন্ডে 57.05 মিটার ছোড়েন তিনি ৷ দ্বিতীয়বার 62.43 মিটার অতিক্রম করে অন্নুর জ্যাভলিন ৷ যা তাঁর ব্যক্তিগত সেরার থেকে 0.9 মিটার বেশি ৷ চলতি বছরের মার্চে পাটিয়ালাতে 62.34 মিটার ছুড়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন অন্নু ৷ গতকাল নিজেরই রেকর্ড ভাঙেন তিনি ৷ পরের রাউন্ডে 60.5 মিটার ছুড়লেও দ্বিতীয় রাউন্ডের সৌজন্যে গ্রুপ A-তে তৃতীয় নম্বর শেষ করেন অন্নু ৷ তাঁর পিছনে ছিলেন এশিয়ান গেমস চ্যাম্পিয়ন লিউ শিয়িং (63.48 মিটার) ও স্লোভেনিয়ার রাতেজ মার্টিনা (62.87 মিটার) ৷

  • Annu RANI become India’s first women javelin thrower to reach final round of World Championship and she did it with new Indian record of 62.43m which put her on 5th place in the qualification which is very impressive. Wish her good luck for final @afiindia #indianathletics pic.twitter.com/AtKYutsXaS

    — Rahul PAWAR (@rahuldpawar) September 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তবে ফাইনালের ছাড়পত্র পাওয়ার জন্য গ্রুপ B-এর দিকে তাকিয়ে থাকতে হচ্ছিল অন্নুকে ৷ দুই গ্রুপ মিলিয়ে যোগ্যতা অর্জন পর্বে পঞ্চম স্থানে শেষ করে ফাইনালের টিকিট কনফার্ম করেন অন্নু ৷ আগামীকাল ফাইনালে এরকম পারফরমেন্স মেলে ধরতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে অন্নু পদকও আনতে পারেন বলে বক্তব্য বিশেষজ্ঞদের ৷

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Doha, Qatar - 30th September 2019.
1. ++SHOTLIST TO FOLLOW++
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
SOURCE: SNTV
DURATION: 03:48
STORYLINE:
Preview of the AFC CL semi-final first leg between Al Sadd and Al Hilal.
++MORE TO FOLLOW++
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.