কলকাতা, 20 জুন : আসন্ন মরশুমে এটিকে মোহনবাগানের কলকাতা লিগ খেলা নিয়ে জটিলতা তৈরি হয়েছে ৷ আইএফএ-এর কাছে বিরাট অঙ্কের টাকা পাওনা রয়েছে এটিকে মোহনবাগানের। প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত কলকাতা লিগ বা আইএফএ পরিচালিত কোনও টুর্নামেন্টে খেলবে না সবুজ-মেরুন। এমনটাই হুঙ্কার দিয়েছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তবে সম্প্রতি পালা বদল হয়েছে আইএফএ-তে ৷ জয়দীপ মুখোপাধ্যায়ের ছেড়ে দেওয়া চেয়ারে সোমবারই বসলেন অনির্বাণ দত্ত (Anirban Dutta takes charge as new secretary of IFA)। আর চেয়ারম্যান পদে বসেই আশার কথা শোনালেন অনির্বাণ।
তিনি বলেন, "মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল দুই বড় ক্লাবই বাংলার দল। আজ যে জায়গায় এই দুই ক্লাব পৌঁছেছে তা বাংলায় থেকেই। তাই আশা করব বাংলার ফুটবলের স্বার্থে আমি সকলের সহযোগিতা পাব। আমার সঙ্গে সকলের ব্যক্তিগত সম্পর্ক বেশ ভাল।" কলকাতা লিগে খেলা নিয়ে দেবাশিস দত্তের মন্তব্যের প্রসঙ্গ উঠতে অনির্বাণ বলেন, "দেখুন ওনারা একবারও বলেননি কলকাতা লিগ খেলবেন না। ওনারাও খেলতেই চান। এত সমর্থক রয়েছে তারা সকলে মোহনবাগানের খেলা দেখবে। এটাই তো স্বাভাবিক ৷ তবে কিছু টাকা পাওনা রয়েছে বলে ওনারা জানিয়েছেন। তবে সবার আগে ফুটবল। সেটা মোহনবাগান হোক ইস্টবেঙ্গল হোক বা মহমেডান। আমি কথা বলব। মোহনবাগানের কোনও কর্তারাই চাইবেন না তাদের সমর্থকরা খেলা দেখা থেকে বঞ্চিত হোক।"
কলকাতা লিগ ডুরান্ড কাপের পর হলে আইএসএল-এর প্রস্তুতিতে ব্যাঘাত ঘটতে পারে। তাই লিগ এগিয়ে আনার চিন্তাভাবনা করছে আইএফএ। অনির্বাণ বলেন, ''ডুরান্ড শুরু হচ্ছে সম্ভাবত 16 আগস্ট। তার আগেই কলকাতা লিগ চালু করার পরিকল্পনা করছি আমরা। ডুরান্ডের মাঝেই কলকাতা লিগের ম্যাচগুলি চলবে। তবে এই সমস্ত সিদ্ধান্ত প্রিমিয়র ডিভিশনে থাকা দলগুলোর সঙ্গে মিটিং'য়ে বসে ঠিক করতে হবে।"
আরও পড়ুন : সমঝোতার অভাব হলে চুক্তি বাতিলের কথা ইমামি কর্ণধারের মুখে, শঙ্কা বাড়ছে লাল হলুদে
আইএফএ-এর নয়া কর্তার বক্তব্যতে এটুকু স্পষ্ট যে, বাংলার তিন প্রধানকে সঙ্গে নিয়েই কলকাতা লিগ করতে চায় বাংলার ফুটবলের নিয়ামক সংস্থা। শুধু তাই নয়, ডুরান্ড কাপের মধ্যেই যদি লিগ হয় তবে প্রায় তিন বছর পর কলকাতা ময়দানে ফিরতে পারে দু'মরশুম আগের চেনা ছবি।