কলকাতা, 11 জুন : বাহাত্তরে থুরথুরিয়ে যাওয়া নয় । বরং চুয়াত্তরে নতুনভাবে পথ চলা । অমিয় বড়ুয়াকে দেখলে এই কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক । পানিহাটির নীলকণ্ঠ অভিযাত্রী সংঘের 20 জন অভিযাত্রীর দল চলতি সপ্তাহের রবিবার হিমাচল প্রদেশ রওনা হচ্ছেন । সেখানে তাঁরা পশ্চিম দিবিবোক্রি হিমাবাহের অর্ন্তগত মাউন্ট ব্ল্যাক এবং মাউন্ট হোয়াইট জয় করার উদ্দেশ্যে অভিযান শুরু করবেন । এখনও পর্যন্ত এই দুই পর্বতে কোনও অভিযাত্রীর পা পড়েনি (Amiya Barua eyes to conquer Mount Black) ।
দলের অন্যতম সদস্য শিলিগুড়ির অমিয় বড়ুয়া 1968 সাল থেকে পাহাড়ে চড়ে বেড়াচ্ছেন । মধ্যপ্রদেশে পূর্ত দফতরের চিফ ইঞ্জিনিয়ার পাহাড়ের ডাকে সময়ের আগেই অবসর নিয়েছেন । তারপর থেকে বছরে তিনবার পাহাড় জয়ের জন্য ঘুরে বেড়ান । এমনকী যখন আনলক পর্ব শুরু হয়েছিল, তখন সুযোগ পেয়েই ছুটে গিয়েছেন প্রিয় পাহাড়ের কাছে । এবারের অভিযাত্রী দলে তিনি সবচেয়ে সিনিয়র । তবে তাঁর ফিটনেস এবং পরিশ্রম করার ক্ষমতা দলের কনিষ্ট সদস্যার চেয়ে কম নয় ।
![Amiya Barua News](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-02-amiya-barua-moutain-copy-7203838_10062022200227_1006f_1654871547_801.jpg)
নীলকণ্ঠ অভিযাত্রী সংঘ এই বছরে রজতজয়ন্তী পালন করছে । বিশেষ বছরকে স্মরণীয় করে রাখতেই 5995 মিটার উঁচু মাউন্ট ব্ল্যাক এবং 6050 মিটার উঁচু মাউন্ট হোয়াইট নামের দু'টি অজেয় শৃঙ্ঘ জয়ের সিদ্ধান্ত নিয়েছে তারা । এভারেস্টজয়ী অভিযাত্রী দেবাশীস বিশ্বাস বলেন, “সৌন্দর্যের দিক থেকে দু'টি শৃঙ্গ অসাধারণ । একটির রং কালো, আরেকটির সাদা । যারা যাচ্ছেন তাঁদের অভিনন্দন ।” শুধু দেবাশিস বিশ্বাস নন, বসন্ত সিংহরায়-সহ অন্যান্য অভিযাত্রীর মুখেও এই দুই শৃঙ্গের বিভৎস সৌন্দর্যের কথা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, রাজীব বসু ।
আরও পড়ুন : টাকার 'পাহাড়ে' আটকে পিয়ালীর এভারেস্ট জয়ের স্বীকৃতি
অমিয় বড়ুয়া বলেন, “পর্বত শৃঙ্গ জয়ের জন্য সবার আগে প্রয়োজন ইচ্ছে, সাহস, মানসিক জোর এবং ফিটনেস । পাশাপাশি যেকোনও পরিস্থিতির জন্য তৈরি থাকা এবং তার উত্তোরণের জন্য ঠান্ডা মাথায় সব কিছু সামলানোর ক্ষমতা । সামান্য ভুলের মাসুল মৃত্যু । 41টি অভিযানে গিয়েছি । সবচেয়ে বড় শৃঙ্গ জয় সিয়াচেনের 7400 মিটার উঁচু মাউন্ট শাসের কাংরি ।'' একই সঙ্গে যোগ করলেন, “সঠিক প্রস্তুতি সবচেয়ে বেশি জরুরি । দেশলাই বাক্স না থাকার জন্যও অভিযাত্রী দলকে ফিরে আসতে দেখেছি । তাই যাওয়ার আগে মাথা ঠান্ডা রেখে গোছানোর কাজটা করতে হয় ।''