ETV Bharat / sports

East Bengal Investor Issue : সমঝোতার অভাব হলে চুক্তি বাতিলের কথা ইমামি কর্ণধারের মুখে, শঙ্কা বাড়ছে লাল হলুদে - সমঝোতার অভাব হলে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাতিলের কথা ইমামি কর্ণধারের

ক্লাব এবং লগ্নিকারী সংস্থার চুক্তি সংক্রান্ত জটিলতার খবর গত দু'দিন ধরে সবার আগে ইটিভি ভারতেই প্রকাশ হয় । রবিবার আদিত্য আগরওয়ালের ফের বিবৃতি ইস্টবেঙ্গলের নতুন মরসুমের দলগঠনে অনিশ্চয়তা বাড়াল (East Bengal Investor Issue)।

East Bengal Investor Issue
সমঝোতার অভাব হলে চুক্তি বাতিলের কথা ইমামি কর্ণধারের
author img

By

Published : Jun 19, 2022, 10:00 PM IST

কলকাতা, 19 জুন : ইস্টবেঙ্গল কি চলতি মরসুমে শক্তিশালী দল গড়ে ডুরান্ড কাপে অংশ নিতে পারবে ? এই প্রশ্নটি এখন লাল হলুদের অন্দরে ক্রমেই দৃঢ় হচ্ছে । প্রেক্ষাপট যে দিকে এগোচ্ছে তাতে ইস্টবেঙ্গলের পক্ষে আবারও শক্তিশালী দল গঠন কার্যত অসম্ভব হয়ে উঠতে চলেছে ।

চলতি মরসুমে ডুরান্ড কাপ প্রথম টুর্নামেন্ট । এখনও যা খবর তাতে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বল গড়াবে । সেই টুর্নামেন্টের জন্য দল গঠনের কোনও প্রক্রিয়াই বাস্তবায়িত করা লক্ষণ নেই । কিছু ফুটবলারের সঙ্গে প্রি-কনট্র্যাক্ট সই করা হয়েছিল । তাঁরাও লাল হলুদের বর্তমান হালচাল দেখে অন্য ক্লাবে চলে যাচ্ছেন ।

এরই মধ্যে ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারী সংস্থার গ্রুপ ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেন,"এখনও কোনও চুক্তি স্বাক্ষর হয়নি । দ্বিপাক্ষিক আলোচনা চলছে । দ্রুত সবকিছুই নিষ্পত্তি হবে । নতুন সপ্তাহেই ইতিবাচক খবর দেওয়া যাবে । খবরে প্রকাশ ক্লাবের 80 শতাংশ স্বত্ত্ব পেতে আগ্রহী ইমামি গ্রুপ । স্বত্ত্বাধিকার নিয়ে আলোচনা চলছে । এছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে । আমরা চুক্তি স্বাক্ষর অবশ্যই করব । কিন্তু মত পার্থক্য থাকলে চুক্তি বাতিল হতে পারে (agreement will be cancelled if there is a lack says Emami Chairman)। আমি কোনও ভবিষ্যৎবাণী করতে চাই না । আমরা 100 শতাংশ ইতিবাচক । নতুন সপ্তাহে ছবি পরিষ্কার হয়ে যাবে ৷"

আরও পড়ুন : East Bengal Investor Issue : চুক্তিজটে থমকে দলগঠন, ধোঁয়াশা অব্যাহত লাল-হলুদে

ক্লাব এবং লগ্নিকারী সংস্থার চুক্তি সংক্রান্ত জটিলতার খবর গত দু'দিন ধরে সবার আগে ইটিভি ভারতেই প্রকাশ হয় । রবিবার আদিত্য আগরওয়ালের ফের বিবৃতি ইস্টবেঙ্গলের নতুন মরসুমের দলগঠনে অনিশ্চয়তা বাড়াল । কারণ লগ্নিকারী সংস্থা চুক্তির খসড়া পাঠালেও তা খতিয়ে দেখতে ক্লাব কয়েকদিন সময় নেবে । এদিকে দলবদলের প্রথম পর্ব শেষ হয়ে আসছে । এই অবস্থায় সব কিছু ইতিবাচক হলেও শক্তিশালী দলগঠন করা লাল হলুদ রিক্রুটারদের কাছে বড় চ্যালেঞ্জ হবে । তাই সেক্ষেত্রে ডুরান্ডে লাল হলুদ জার্সির দেখা পাওয়া নিয়ে অনিশ্চয়তা হতে পারে । যার প্রভাব আইএসএলেও পড়তে পারে ।

আরও পড়ুন : East Bengal Investor Issue : চুক্তির খসড়া এল না এখনও, অপেক্ষায় ইস্টবেঙ্গল

কলকাতা, 19 জুন : ইস্টবেঙ্গল কি চলতি মরসুমে শক্তিশালী দল গড়ে ডুরান্ড কাপে অংশ নিতে পারবে ? এই প্রশ্নটি এখন লাল হলুদের অন্দরে ক্রমেই দৃঢ় হচ্ছে । প্রেক্ষাপট যে দিকে এগোচ্ছে তাতে ইস্টবেঙ্গলের পক্ষে আবারও শক্তিশালী দল গঠন কার্যত অসম্ভব হয়ে উঠতে চলেছে ।

চলতি মরসুমে ডুরান্ড কাপ প্রথম টুর্নামেন্ট । এখনও যা খবর তাতে অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে বল গড়াবে । সেই টুর্নামেন্টের জন্য দল গঠনের কোনও প্রক্রিয়াই বাস্তবায়িত করা লক্ষণ নেই । কিছু ফুটবলারের সঙ্গে প্রি-কনট্র্যাক্ট সই করা হয়েছিল । তাঁরাও লাল হলুদের বর্তমান হালচাল দেখে অন্য ক্লাবে চলে যাচ্ছেন ।

এরই মধ্যে ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারী সংস্থার গ্রুপ ডিরেক্টর আদিত্য আগরওয়াল বলেন,"এখনও কোনও চুক্তি স্বাক্ষর হয়নি । দ্বিপাক্ষিক আলোচনা চলছে । দ্রুত সবকিছুই নিষ্পত্তি হবে । নতুন সপ্তাহেই ইতিবাচক খবর দেওয়া যাবে । খবরে প্রকাশ ক্লাবের 80 শতাংশ স্বত্ত্ব পেতে আগ্রহী ইমামি গ্রুপ । স্বত্ত্বাধিকার নিয়ে আলোচনা চলছে । এছাড়াও আরও কয়েকটি বিষয় রয়েছে । আমরা চুক্তি স্বাক্ষর অবশ্যই করব । কিন্তু মত পার্থক্য থাকলে চুক্তি বাতিল হতে পারে (agreement will be cancelled if there is a lack says Emami Chairman)। আমি কোনও ভবিষ্যৎবাণী করতে চাই না । আমরা 100 শতাংশ ইতিবাচক । নতুন সপ্তাহে ছবি পরিষ্কার হয়ে যাবে ৷"

আরও পড়ুন : East Bengal Investor Issue : চুক্তিজটে থমকে দলগঠন, ধোঁয়াশা অব্যাহত লাল-হলুদে

ক্লাব এবং লগ্নিকারী সংস্থার চুক্তি সংক্রান্ত জটিলতার খবর গত দু'দিন ধরে সবার আগে ইটিভি ভারতেই প্রকাশ হয় । রবিবার আদিত্য আগরওয়ালের ফের বিবৃতি ইস্টবেঙ্গলের নতুন মরসুমের দলগঠনে অনিশ্চয়তা বাড়াল । কারণ লগ্নিকারী সংস্থা চুক্তির খসড়া পাঠালেও তা খতিয়ে দেখতে ক্লাব কয়েকদিন সময় নেবে । এদিকে দলবদলের প্রথম পর্ব শেষ হয়ে আসছে । এই অবস্থায় সব কিছু ইতিবাচক হলেও শক্তিশালী দলগঠন করা লাল হলুদ রিক্রুটারদের কাছে বড় চ্যালেঞ্জ হবে । তাই সেক্ষেত্রে ডুরান্ডে লাল হলুদ জার্সির দেখা পাওয়া নিয়ে অনিশ্চয়তা হতে পারে । যার প্রভাব আইএসএলেও পড়তে পারে ।

আরও পড়ুন : East Bengal Investor Issue : চুক্তির খসড়া এল না এখনও, অপেক্ষায় ইস্টবেঙ্গল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.