ETV Bharat / sports

AFC Asian Cup qualifier: আত্মবিশ্বাসী তবে আত্মতুষ্ট নয়, আফগান ম্যাচে শূন্য থেকে শুরু করতে চান স্টিমাচ

author img

By

Published : Jun 10, 2022, 5:32 PM IST

আত্মবিশ্বাসী তবে আত্মতুষ্ট নয় ভারতীয় দল (Preview of India and Afghanistan match)৷ আফগানিস্তান ম্যাচে শূন্য থেকে শুরু করতে চান ঈগর স্টিমাচ (India vs Afghanistan)।

AFC Asian Cup qualifier: Preview of India and Afghanistan match
আত্মবিশ্বাসী তবে আত্মতুষ্ট নয়, আফগান ম্যাচে শূন্য থেকে শুরু করতে চান স্টিমাচ

কলকাতা, 10 জুন: কম্বোডিয়া ম্যাচ অতীত । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নতুন ভাবে শুরু করতে চান ঈগর স্টিমাচ (India vs Afghanistan)। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে সাংবাদিকদের সামনে এসেছিলেন । এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলে জয় পাওয়ার পরেই মেন ইন ব্লু-এর সামনে মিশন আফগানিস্তান (Preview of India and Afghanistan match)।

দুই দেশের শেষ দ্বৈরথ ড্র হয়েছিল । মাঝের এক বছরে সময় পরিস্থিতি বদলেছে । স্টিমাচ সামগ্রিক প্রেক্ষাপটের নিরিখে শনিবারের ম্যাচটি বিচার করতে চান । প্রতিপক্ষ আফগানিস্তান প্রথম ম্যাচে হারলেও তারা যে ঘুরে দাঁড়াতে চাইবে, সুনীল ছেত্রীদের হেডস্যার তা জানেন । আর জানেন বলেই তিনি দলকে বলেছেন, “আমাদের শৃঙ্খলাপরায়ন থাকতে হবে, মনোসংযোগী হতে হবে এবং ছক ভাঙতে দেওয়া চলবে না ।”

আরও পড়ুন: AFC Asian Cup qualification: সুনীলের জোড়া গোলে কম্বোডিয়াকে হেলায় হারাল ভারত

প্রতিপক্ষ আফগানিস্তান ফুটবলাররা শারীরিক ভাবে শক্তিশালী বলেই সতর্কতার কথা স্টিমাচের মুখে (AFC Asian Cup qualifier)। পাশাপাশি বলের দখল নিজেদের পায়ে রাখতে ভালোবাসেন আফগানরা । ফলে বলের দখল নেওয়া কঠিন হয়ে পড়ে । তাই দ্রুত ম্যাচের গতিপ্রকৃতি বুঝে নিয়ে সে ভাবে সামলানোর কথা তার মুখে । “আমাদের নিজেদের খেলা বজায় রাখতে হবে এবং দ্বৈরথটা জিততে হবে । একই সঙ্গে ধূর্ত হতে হবে,” বলছিলেন স্টিমাচ ।

দোহাতে দুই দেশের সাক্ষাত নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় দলের হেডস্যার মনে করেন বর্তমানে তাঁর দল অনেক বেশি তৈরি । তাই জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী । রোশন সিংয়ের চোট ছাড়া সকলেই ফিট । রাহুল বেকে খেলার জন্য তৈরি হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন স্টিমাচ । তবে দল গঠনের আগে শেষবারের অনুশীলনে দেখে নিতে চান । তাই কম্বোডিয়া ম্যাচে জয় আত্মবিশ্বাস দিলেও তা নিয়ে আত্মতুষ্ট হতে রাজি নয় ভারত । বরং আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য থেকে শুরু করতে চান স্টিমাচ ।

কলকাতা, 10 জুন: কম্বোডিয়া ম্যাচ অতীত । শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে নতুন ভাবে শুরু করতে চান ঈগর স্টিমাচ (India vs Afghanistan)। গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে নিয়ে সাংবাদিকদের সামনে এসেছিলেন । এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সুনীল ছেত্রীর জোড়া গোলে জয় পাওয়ার পরেই মেন ইন ব্লু-এর সামনে মিশন আফগানিস্তান (Preview of India and Afghanistan match)।

দুই দেশের শেষ দ্বৈরথ ড্র হয়েছিল । মাঝের এক বছরে সময় পরিস্থিতি বদলেছে । স্টিমাচ সামগ্রিক প্রেক্ষাপটের নিরিখে শনিবারের ম্যাচটি বিচার করতে চান । প্রতিপক্ষ আফগানিস্তান প্রথম ম্যাচে হারলেও তারা যে ঘুরে দাঁড়াতে চাইবে, সুনীল ছেত্রীদের হেডস্যার তা জানেন । আর জানেন বলেই তিনি দলকে বলেছেন, “আমাদের শৃঙ্খলাপরায়ন থাকতে হবে, মনোসংযোগী হতে হবে এবং ছক ভাঙতে দেওয়া চলবে না ।”

আরও পড়ুন: AFC Asian Cup qualification: সুনীলের জোড়া গোলে কম্বোডিয়াকে হেলায় হারাল ভারত

প্রতিপক্ষ আফগানিস্তান ফুটবলাররা শারীরিক ভাবে শক্তিশালী বলেই সতর্কতার কথা স্টিমাচের মুখে (AFC Asian Cup qualifier)। পাশাপাশি বলের দখল নিজেদের পায়ে রাখতে ভালোবাসেন আফগানরা । ফলে বলের দখল নেওয়া কঠিন হয়ে পড়ে । তাই দ্রুত ম্যাচের গতিপ্রকৃতি বুঝে নিয়ে সে ভাবে সামলানোর কথা তার মুখে । “আমাদের নিজেদের খেলা বজায় রাখতে হবে এবং দ্বৈরথটা জিততে হবে । একই সঙ্গে ধূর্ত হতে হবে,” বলছিলেন স্টিমাচ ।

দোহাতে দুই দেশের সাক্ষাত নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় দলের হেডস্যার মনে করেন বর্তমানে তাঁর দল অনেক বেশি তৈরি । তাই জয় পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী । রোশন সিংয়ের চোট ছাড়া সকলেই ফিট । রাহুল বেকে খেলার জন্য তৈরি হয়ে গিয়েছেন বলে জানিয়েছেন স্টিমাচ । তবে দল গঠনের আগে শেষবারের অনুশীলনে দেখে নিতে চান । তাই কম্বোডিয়া ম্যাচে জয় আত্মবিশ্বাস দিলেও তা নিয়ে আত্মতুষ্ট হতে রাজি নয় ভারত । বরং আফগানিস্তানের বিরুদ্ধে শূন্য থেকে শুরু করতে চান স্টিমাচ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.