ETV Bharat / sports

Aditya Agarwal on EB Agreement: সঞ্জীব ভাইয়ার সঙ্গে কথা বলেই এসেছি, লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া প্রসঙ্গে জানালেন আদিত্য আগরওয়াল

সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ লাল-হলুদের সঙ্গে পথচলা শুরু করে জানালেন ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল (Aditya Agarwal says he has no rivalry with ATK MB owner Sanjiv Goenka)।

Etv BharAditya Agarwal on EB Agreementat
Etv Bhaলাল-হলুদের সঙ্গে গাঁটছড়া প্রসঙ্গে যা জানালেন আদিত্য আগরওয়ালrat
author img

By

Published : Aug 3, 2022, 4:19 PM IST

কলকাতা, 3 অগস্ট: "সঞ্জীব গোয়েঙ্কা আমাদের ভাই'য়ের মতো। ওনার সঙ্গে আমাদের কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ ফুটবলে আসার আগেও ওনার সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি ভাইয়া বলি। উনিও আমার পিতাজি'কে আঙ্কেল বলেন। তাই ডার্বির আগে বা পরে হাত মিলিয়ে ফ্লাওয়ার দিতে আমাদের কিছু বাধবে না ৷” লাল-হলুদের সঙ্গে পথচলা শুরু করে গড়গড় করে কথাগুলো বলে যাচ্ছিলেন ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল (Aditya Agarwal says he has no rivalry with ATK MB owner Sanjiv Goenka)।

বছর তিরিশেক আগে ইস্টবেঙ্গলের স্পনসর হিসেবে যুক্ত হয়েছিল তারা। মঙ্গলবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, মধ্য কলকাতার এই হোটেলে চুক্তি স্বাক্ষর হওয়া তাদের কাছে পয়মন্ত। কারণ, এর আগে যে সংস্থার সঙ্গে সবচেয়ে বেশিদিন গাঁটছড়া ছিল ইস্টবেঙ্গলের, সেই সংস্থার সঙ্গে এই হোটেলেই (ওবেরয় গ্র্যান্ড) চুক্তি হয়েছিল। তিরিশ বছর ইমামির সঙ্গে যুক্ত থাকাকালীন নেপালে ওয়াই ওয়াই কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। যা ছিল লাল-হলুদের প্রথম আর্ন্তজাতিক ট্রফি। এছাড়াও একই সময়ে ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, কলকাতা লিগ, ডুরান্ড কাপ, রোভার্স কাপও জিতেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

আরও পড়ুন: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু

সেই পরিসংখ্যান মাথায় রেখেই হয়তো প্রতিষ্ঠা দিবসে আদিত্য আগরওয়াল বলেছেন, "এরপর সমর্থকদের সঙ্গে দেখা হবে ট্রফি নিয়ে।" এখানেই শেষ নয় ৷ ইমামি গ্রুপ ধাপে ধাপে এগোতে চাইছে। পাশাপাশি দর্শকদের আকর্ষিত করতে তাদের অন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারদেরও মাঠে উপস্থিত করানোর পরিকল্পনা রয়েছে । সেই তালিকায় অমিতাভ বচ্চন, সলমন খান, বরুণ ধাওয়ানদের মত তারকারা রয়েছেন।

কলকাতা, 3 অগস্ট: "সঞ্জীব গোয়েঙ্কা আমাদের ভাই'য়ের মতো। ওনার সঙ্গে আমাদের কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই ৷ ফুটবলে আসার আগেও ওনার সঙ্গে কথা বলেছি। ওনাকে আমি ভাইয়া বলি। উনিও আমার পিতাজি'কে আঙ্কেল বলেন। তাই ডার্বির আগে বা পরে হাত মিলিয়ে ফ্লাওয়ার দিতে আমাদের কিছু বাধবে না ৷” লাল-হলুদের সঙ্গে পথচলা শুরু করে গড়গড় করে কথাগুলো বলে যাচ্ছিলেন ইমামি কর্ণধার আদিত্য আগরওয়াল (Aditya Agarwal says he has no rivalry with ATK MB owner Sanjiv Goenka)।

বছর তিরিশেক আগে ইস্টবেঙ্গলের স্পনসর হিসেবে যুক্ত হয়েছিল তারা। মঙ্গলবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের দিন লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, মধ্য কলকাতার এই হোটেলে চুক্তি স্বাক্ষর হওয়া তাদের কাছে পয়মন্ত। কারণ, এর আগে যে সংস্থার সঙ্গে সবচেয়ে বেশিদিন গাঁটছড়া ছিল ইস্টবেঙ্গলের, সেই সংস্থার সঙ্গে এই হোটেলেই (ওবেরয় গ্র্যান্ড) চুক্তি হয়েছিল। তিরিশ বছর ইমামির সঙ্গে যুক্ত থাকাকালীন নেপালে ওয়াই ওয়াই কাপ জিতেছিল ইস্টবেঙ্গল। যা ছিল লাল-হলুদের প্রথম আর্ন্তজাতিক ট্রফি। এছাড়াও একই সময়ে ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, কলকাতা লিগ, ডুরান্ড কাপ, রোভার্স কাপও জিতেছিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

আরও পড়ুন: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু

সেই পরিসংখ্যান মাথায় রেখেই হয়তো প্রতিষ্ঠা দিবসে আদিত্য আগরওয়াল বলেছেন, "এরপর সমর্থকদের সঙ্গে দেখা হবে ট্রফি নিয়ে।" এখানেই শেষ নয় ৷ ইমামি গ্রুপ ধাপে ধাপে এগোতে চাইছে। পাশাপাশি দর্শকদের আকর্ষিত করতে তাদের অন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডারদেরও মাঠে উপস্থিত করানোর পরিকল্পনা রয়েছে । সেই তালিকায় অমিতাভ বচ্চন, সলমন খান, বরুণ ধাওয়ানদের মত তারকারা রয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.