কলকাতা, 30 অক্টোবর: অক্টোবর মাসের 30 তারিখ পৃথিবীর তামাম ফুটবলপ্রেমীর কাছে উৎসবের । দিয়েগো আর্মান্দো মারাদোনার (Diego Armando Maradona) জন্মদিনে উচ্ছ্বসিত হন না এমন চরিত্রের দেখা মেলা কার্যত অসম্ভব । কিন্তু বাংলার ফুটবল সমর্থকরা এবার সেই আনন্দ থেকে বঞ্চিত। কারণ ডার্বি (ISL Kolkata Derby 2022) দেখতে গিয়ে প্রাণ গেল সমর্থকের । বছর 38-র ওই ব্যক্তির নাম জয়শঙ্কর সাহা । বাড়ি বাগুইআটি এলাকায় (Kolkata man suffered cardiac arrest during derby) ।
জানা গিয়েছে ম্যাচ শুরু হওয়ার মিনিট পনেরোর মধ্যে গ্যালারিতে অসুস্থ বোধ করতে থাকেন জয়। তাঁর মুখ দিয়ে রক্ত বেরতে দেখা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশ ছুটে আসে। দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর রাত 9টা নাগাদ তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ।
আরও পড়ুন: বাগানে সপ্তসুর ! ডার্বিতে আর কবে জিতবে ইস্টবেঙ্গল
যুবভারতী ক্রীড়াঙ্গনে দু'বছর পর আইএসএলের (ISL) মঞ্চে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। 62 হাজার ফুটবল ভক্ত ভিড় জমিয়ে ছিলেন । দর্শকদের উল্লাস,আলো ফুটবলারদের পারফরম্যান্সের ওঠা নামা মিলিয়ে সন্ধ্যাটা ছিল মায়াময়। কিন্তু ফুটবল সমর্থকের মর্মান্তিক মৃত্যু বদলে দিল সব হিসেব ।
ফুটবল মাঠে অঘটন কোনও নতুন বিষয় নয় । বিশ্বের বিভিন্ন জায়গায় ফুটবল ম্যাচ ঘিরে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বহু অঘটনের সাক্ষী থেকেছে সবুজ গালিচা। মাত্র মাস খানেক আগে ইন্দোনেশিয়ায় ফুটবল ম্য়াচকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় । প্রাণ হারন প্রায় 150 জন । 1980 সালে এই ডার্বি ঘিরেই ভয়াবহ ঘটনা দেখেছিল কলকাতা । ইডেনের সেই ম্যাচও কেড়ে নিয়েছিল 16টি প্রাণ । এই দুটি ঘটনার প্রেক্ষাপট আলাদা ছিল অবশ্য । তবু ফুটবল রাজপুত্রের জন্মদিনের আগে শহর কলকাতায় ফিরে এল সেই চেনা মন খারাপ ।