ETV Bharat / sports

CFL 2023: একাধিক সুযোগ নষ্ট করে পিয়ারলেসের বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের

Mohun Bagan Super Giant win Against Peerless in CFL: কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে জায়গা পাকা করার লড়াই জারি মোহনবাগান সুপার জায়ান্টের ৷ যেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ইতিমধ্যে সুপার সিক্সে প্রবেশ করেছে টেবিল টপার হিসেবে ৷

CFL 2023 ETV BHARAT
CFL 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 9:38 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: রবিবার পিয়ারলেসকে 1-0 গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ গোলদাতা এন রোহেন সিং ৷ এই জয়ের ফলে 10 ম্যাচে 23 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান ৷ তবে, কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে জায়গা পাকা করতে আরও এক পয়েন্ট দরকার মোহনবাগান সুপার জায়ান্টের ৷ বাকি দু'টো ম্যাচ ৷ যেখানে তাদের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব ৷ এক পয়েন্ট ঘরে তুলতে পারলেই সুপার সিক্স নিশ্চিত হবে জেনেও কোচ বাস্তব রায় বলছেন, তারা নকআউটের মানসিকতায় পরবর্তী দু’টো ম্যাচ খেলবেন ৷

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব রায় জানান, তাঁর দলে অন্তত সাত ফুটবলার ছিলেন না ৷ পিয়ারলেসের বিরুদ্ধে বাস্তব রায় যে 11 জনকে নামিয়ে ছিলেন, তাদের মধ্যে কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লা এবং টাইসন ছাড়া বাকিরা সবাই নতুন মুখ ৷ তাঁদের খেলায় বোঝাপড়া গড়ে তোলা ছিল চ্যালেঞ্জ ৷ ম্যাচ জিতলেও সেই চ্যালেঞ্জ সামলাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা ৷ প্রতিপক্ষ পিয়ারলেসের অবস্থা তথৈবচ ৷ কোচ হেমন্ত ডোরা জানান, ড্রেসিংরুমে পৌঁছে অধিকাংশ ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছিলেন ৷ সেই প্রতিকূলতাকে ছাপিয়ে মাত্র এক গোলে পরাজয়কে কৃতিত্ব হিসেবে দেখছেন তিনি ৷

ম্যাচের সেরা পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয় ভট্টাচার্য ৷ মোহনবাগান তাঁদের বিবর্ণ পারফরম্যান্স সত্ত্বেও যেটুকু আক্রমণ করেছিল, তা থেকে গোল না হওয়ার কারণ ডানকুনির বছর পঁচিশের তরুণ ৷ 22 মিনিটে ব্রিজেল গিরির ফ্রিকিক থেকে হেডে গোল করেন এন রোহেন সিং ৷ গোলের আগে 19 মিনিটে কিয়ান নাসিরির শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ টাইসন পিয়ারলেস গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন 28 মিনিটে ৷ ফারদিন আলি মোল্লা গোলের সুযোগ নষ্ট করেন চল্লিশ মিনিটের মাথায় ৷

আরও পড়ুন: জেসিনের হ্যাটট্রিকে ধরাশায়ী জর্জ, শীর্ষে থেকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল

তবে, বিরতির পরে পিয়ারলেস আরও ব্যাকফুটে চলে যায় ৷ কিছুটা হলেও ছন্দে ফেরে মোহনবাগান ৷ এই সময় কিয়ানের শট বাঁচান পিয়ারলেস গোলরক্ষক ৷ টাইসনের শটও প্রতিহত হয় সঞ্জয় ভট্টাচার্য ৷ বাকি সময়ে দু’টো দলই এতটাই ছন্দহীন ছিল যে, মাঠে উপস্থিত ফ্যান ক্লাবের সদস্যরাও সবুজ-মেরুন ফুটবলারদের উৎসাহ দিতে ভুলে গেলেন ৷ ম্যাচের শেষদিকে পিয়ারলেস সমতায় ফেরার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ৷ কিন্তু, অবিশ্বাস্য ভাবে সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয় ৷

মঙ্গলবার ভারতীয় অনুর্ধ্ব-23 দলের হয়ে খেলতে যাওয়া ফুটবলাররা ফিরে আসছেন ৷ তাঁদের যোগদানে বাস্তব রায়ের হাতে বিকল্প বাড়বে ৷ সামনে মহামেডান স্পোর্টিং এবং ডায়মণ্ডহারবার এফসি-র বিরুদ্ধে খেলা ৷ এই দু’টো ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট জরুরি মোহনবাগান সুপার জায়ান্টের ৷ ভারতীয় দল থেকে ফুটবলাররা ফিরলে বাস্তব রায়ের চিন্তা কমবে ৷ না হলে উৎকণ্ঠা আরও বাড়বে ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: রবিবার পিয়ারলেসকে 1-0 গোলে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ গোলদাতা এন রোহেন সিং ৷ এই জয়ের ফলে 10 ম্যাচে 23 পয়েন্টে পৌঁছে গেল মোহনবাগান ৷ তবে, কলকাতা প্রিমিয়ার ডিভিশনের সুপার সিক্সে জায়গা পাকা করতে আরও এক পয়েন্ট দরকার মোহনবাগান সুপার জায়ান্টের ৷ বাকি দু'টো ম্যাচ ৷ যেখানে তাদের প্রতিপক্ষ ডায়মন্ডহারবার এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব ৷ এক পয়েন্ট ঘরে তুলতে পারলেই সুপার সিক্স নিশ্চিত হবে জেনেও কোচ বাস্তব রায় বলছেন, তারা নকআউটের মানসিকতায় পরবর্তী দু’টো ম্যাচ খেলবেন ৷

ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে কোচ বাস্তব রায় জানান, তাঁর দলে অন্তত সাত ফুটবলার ছিলেন না ৷ পিয়ারলেসের বিরুদ্ধে বাস্তব রায় যে 11 জনকে নামিয়ে ছিলেন, তাদের মধ্যে কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লা এবং টাইসন ছাড়া বাকিরা সবাই নতুন মুখ ৷ তাঁদের খেলায় বোঝাপড়া গড়ে তোলা ছিল চ্যালেঞ্জ ৷ ম্যাচ জিতলেও সেই চ্যালেঞ্জ সামলাতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা ৷ প্রতিপক্ষ পিয়ারলেসের অবস্থা তথৈবচ ৷ কোচ হেমন্ত ডোরা জানান, ড্রেসিংরুমে পৌঁছে অধিকাংশ ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছিলেন ৷ সেই প্রতিকূলতাকে ছাপিয়ে মাত্র এক গোলে পরাজয়কে কৃতিত্ব হিসেবে দেখছেন তিনি ৷

ম্যাচের সেরা পিয়ারলেস গোলরক্ষক সঞ্জয় ভট্টাচার্য ৷ মোহনবাগান তাঁদের বিবর্ণ পারফরম্যান্স সত্ত্বেও যেটুকু আক্রমণ করেছিল, তা থেকে গোল না হওয়ার কারণ ডানকুনির বছর পঁচিশের তরুণ ৷ 22 মিনিটে ব্রিজেল গিরির ফ্রিকিক থেকে হেডে গোল করেন এন রোহেন সিং ৷ গোলের আগে 19 মিনিটে কিয়ান নাসিরির শট পোস্টে লেগে প্রতিহত হয় ৷ টাইসন পিয়ারলেস গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন 28 মিনিটে ৷ ফারদিন আলি মোল্লা গোলের সুযোগ নষ্ট করেন চল্লিশ মিনিটের মাথায় ৷

আরও পড়ুন: জেসিনের হ্যাটট্রিকে ধরাশায়ী জর্জ, শীর্ষে থেকে সুপার সিক্সে ইস্টবেঙ্গল

তবে, বিরতির পরে পিয়ারলেস আরও ব্যাকফুটে চলে যায় ৷ কিছুটা হলেও ছন্দে ফেরে মোহনবাগান ৷ এই সময় কিয়ানের শট বাঁচান পিয়ারলেস গোলরক্ষক ৷ টাইসনের শটও প্রতিহত হয় সঞ্জয় ভট্টাচার্য ৷ বাকি সময়ে দু’টো দলই এতটাই ছন্দহীন ছিল যে, মাঠে উপস্থিত ফ্যান ক্লাবের সদস্যরাও সবুজ-মেরুন ফুটবলারদের উৎসাহ দিতে ভুলে গেলেন ৷ ম্যাচের শেষদিকে পিয়ারলেস সমতায় ফেরার মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল ৷ কিন্তু, অবিশ্বাস্য ভাবে সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয় ৷

মঙ্গলবার ভারতীয় অনুর্ধ্ব-23 দলের হয়ে খেলতে যাওয়া ফুটবলাররা ফিরে আসছেন ৷ তাঁদের যোগদানে বাস্তব রায়ের হাতে বিকল্প বাড়বে ৷ সামনে মহামেডান স্পোর্টিং এবং ডায়মণ্ডহারবার এফসি-র বিরুদ্ধে খেলা ৷ এই দু’টো ম্যাচ থেকে অন্তত এক পয়েন্ট জরুরি মোহনবাগান সুপার জায়ান্টের ৷ ভারতীয় দল থেকে ফুটবলাররা ফিরলে বাস্তব রায়ের চিন্তা কমবে ৷ না হলে উৎকণ্ঠা আরও বাড়বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.