ETV Bharat / sports

French Open 2022 : প্রি-কোয়ার্টারে সিসিপাসের দৌড় থামিয়ে নজির অখ্যাত ড্যানিশ কিশোরের - প্রি কোয়ার্টারে সিসিপাসের দৌড় থামিয়ে নজির অখ্যাত ড্যানিশ কিশোরের

প্রতিযোগিতার চতুর্থ বাছাই সিসিপাসকে ড্যানিশ কিশোর হারালেন চার সেটের লড়াইয়ে ৷ গ্রীসের সোনালি চুলের তারকার বিরুদ্ধে ম্য়াচের ফল 5-7, 6-3, 3-6, 4-6 (Holger Rune beats Stefanos Tsitsipas) ৷

French Open 2022 News
সিসিপাসের দৌড় থামিয়ে নজির অখ্যাত ড্যানিশ কিশোরের
author img

By

Published : May 31, 2022, 1:31 PM IST

প্যারিস, 30 মে : মহিলা সিঙ্গলস প্রতিযোগিতার শুরু থেকেই অঘটনের সাক্ষী থাকছিল ৷ তবে ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গলসে বড় অঘটনটা ঘটল সোমবার ৷ ডেনমার্কের অখ্যাত হোলগার রুনের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনালেই দৌড় থামল গতবারের রানার্স স্তেফানোস সিসিপাসের (Holger Rune beats Stefanos Tsitsipas) ৷

প্রতিযোগিতার চতুর্থ বাছাইকে ড্যানিশ কিশোর হারালেন চার সেটের লড়াইয়ে ৷ গ্রীসের সোনালি চুলের তারকার বিরুদ্ধে এদিন ম্য়াচের ফল 5-7, 6-3, 3-6, 4-6 ৷ কেরিয়ারের শ্রেষ্ঠ ব়্যাঙ্কিংয়ে (40) দাঁড়িয়ে ডেনমার্কের প্রতিশ্রুতিমান তারকা গড়ে ফেললেন নজিরও (19 years old Holger Rune from Denmark scripts history at French Open) ৷ দেশের প্রথম প্লেয়ার হিসেবে লাল সুড়কির গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রুনে ৷

আরও পড়ুন : ম্যাচের মাঝেই প্যানিক অ্যাটাক, ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার সিমোনা হালেপের

পাশাপাশি 1967 পর ডেনমার্কের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছনোর নজিরও এদিন গড়ে ফেললেন ভবিষ্যতের তারকা ৷ এ প্রসঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভাল মূল ড্রয়ের মধ্যে দিয়ে এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম আবির্ভাব রুনের ৷ ম্যাচ জিতে রুনে জানান, "আমি ব্যাপক নার্ভাস ছিলাম ৷ জানতাম পরিকল্পনা থেকে সরে এলেই হেরে যাব ৷ তাই পরিকল্পনা ধরে এগিয়েই সফল হয়েছি ৷"

প্যারিস, 30 মে : মহিলা সিঙ্গলস প্রতিযোগিতার শুরু থেকেই অঘটনের সাক্ষী থাকছিল ৷ তবে ফরাসি ওপেনের পুরুষদের সিঙ্গলসে বড় অঘটনটা ঘটল সোমবার ৷ ডেনমার্কের অখ্যাত হোলগার রুনের কাছে হেরে প্রি-কোয়ার্টার ফাইনালেই দৌড় থামল গতবারের রানার্স স্তেফানোস সিসিপাসের (Holger Rune beats Stefanos Tsitsipas) ৷

প্রতিযোগিতার চতুর্থ বাছাইকে ড্যানিশ কিশোর হারালেন চার সেটের লড়াইয়ে ৷ গ্রীসের সোনালি চুলের তারকার বিরুদ্ধে এদিন ম্য়াচের ফল 5-7, 6-3, 3-6, 4-6 ৷ কেরিয়ারের শ্রেষ্ঠ ব়্যাঙ্কিংয়ে (40) দাঁড়িয়ে ডেনমার্কের প্রতিশ্রুতিমান তারকা গড়ে ফেললেন নজিরও (19 years old Holger Rune from Denmark scripts history at French Open) ৷ দেশের প্রথম প্লেয়ার হিসেবে লাল সুড়কির গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন রুনে ৷

আরও পড়ুন : ম্যাচের মাঝেই প্যানিক অ্যাটাক, ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার সিমোনা হালেপের

পাশাপাশি 1967 পর ডেনমার্কের প্রথম টেনিস প্লেয়ার হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছনোর নজিরও এদিন গড়ে ফেললেন ভবিষ্যতের তারকা ৷ এ প্রসঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখা ভাল মূল ড্রয়ের মধ্যে দিয়ে এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম আবির্ভাব রুনের ৷ ম্যাচ জিতে রুনে জানান, "আমি ব্যাপক নার্ভাস ছিলাম ৷ জানতাম পরিকল্পনা থেকে সরে এলেই হেরে যাব ৷ তাই পরিকল্পনা ধরে এগিয়েই সফল হয়েছি ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.