দিল্লি, 30 জানুয়ারি : 1,99,477টি ভোট ৷ প্রথম ভারতীয় হিসেবে রানি রামপাল শুধু 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' হলেন না, জিতলেন বিপুল সংখ্যার ভোটে ৷ গোটা বিশ্বের মোট 25 জন অ্যাথলিট এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ৷ সবাইকে পিছনে ফেলে ওয়ার্ল্ড গেমসের বর্ষসেরা অ্যাথলিট হলেন দেশের মহিলা হকি দলের অধিনায়ক ৷
তাঁর সুনিপুণ নেতৃত্ব এবং অসাধারণ পারফরম্যান্সে টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পাকা করেছে ভারতীয় মহিলা হকি দল ৷ গতবছর FIH সিরিজ় ফাইনালস জয়ের পর টুর্নামেন্টের সেরা হয়েছিলেন ৷ রানি রামপালের নেতৃত্বে মহিলা হকি দল একের পর এক টুর্নামেন্টে সাফল্যের মুখ দেখেছে ৷ এবার '2019 ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন তিনি ৷ চলতি বছরে পদ্মশ্রী পেয়েছেন রানি ৷ 2016 সালে জেতেন অর্জুন পুরস্কার ৷
সারা বিশ্বে ছড়িয়ে থাকা ক্রীড়াপ্রেমীরা ভোট দিয়ে নির্বাচিত করেন 'ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দা ইয়ার' বিজয়ীকে ৷ ভোটাভুটির 20 দিন পর বৃহস্পতিবার এই সুখবর ঘোষণা করে ওয়ার্ল্ড গেমস ৷ তারপর থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রানি ৷ আন্তর্জাতিক হকি ফেডারেশন রানির প্রতিক্রিয়ার একটি ভিডিয়ো আপলোড করেছে ৷ আপ্লুত অধিনায়ক বলেছেন, "দেশ, দল এবং হকির সঙ্গে জড়িত সকলকে এই পুরস্কার উৎসর্গ করছি ৷ হকিপ্রেমীদের ভালোবাসা, অনুরাগীদের সাপোর্ট, কোচ এবং বন্ধু-বান্ধবদের সমর্থন ছাড়া এটা সম্ভব হত না ৷"