কলকাতা, 7 জুলাই : প্রয়াত হকি কিংবদন্তির কেশব দত্তের শেষকৃত্য এখনই সম্পন্ন হচ্ছে না ৷ তাঁর মেয়ে ডেনমার্ক থেকে ফেরার পর শেষকৃত্য করা হবে ৷ তাঁর মরদেহ আপাতত পিস হাভেনে রাখা হয়েছে ৷ জানিয়েছেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় ৷
অজানালোকে পাড়ি দিয়েছেন 1948 এবং 1952 সালের অলিম্পিকসে সোনা জয়ী হকি খেলোয়াড় কেশব দত্ত । সোনার ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ তিলোত্তমা । বাঙালি না হয়েও তিনি ছিলেন বাংলার । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ অলিম্পিয়ান গুরুবক্স সিং ৷ কয়েক সপ্তাহ আগে কলকাতা ছেড়ে দিল্লিতে নিজের ছেলের কাছে চলে গিয়েছেন গুরুবক্স সিং । যদিও তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল কেশব দত্তর । কেশব দত্তের মৃত্যু পিতৃশোকের সমান ৷ বলছেন গুরুবক্স সিং ৷
তিনি বললেন, "বার্ধক্যজনিত অসুস্থতা ছিল । বেশ কিছু বছর ধরেই কার্যত গৃহবন্দী ছিলেন । কিন্তু সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন ফোনে কথা হত আমাদের । নানা বিষয় নিয়ে আমরা কথা বলতাম । ভারত আবার কবে অলিম্পিকসে সোনা জিতবে সেই দিনটার অপেক্ষায় ছিলেন । দেশের বর্তমান পারফরম্যান্স সম্বন্ধে খোঁজখবর রাখতেন । ওড়িশার হকি বিশ্বকাপের সময় টিভিতে নিয়মিত খেলা দেখতেন । পরামর্শ দিতেন । কেশব দত্তর চলে যাওয়া আমার কাছে পিতৃশোকের মতো ৷"
আরও পড়ুন : Keshav Dutt : প্রয়াত হকি কিংবদন্তি কেশব দত্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ফুটবল না খেলেও 2018 সালে মোহনবাগান রত্ন সম্মান পেয়েছিলেন কেশব দত্ত । সেই প্রথম ফুটবলের বাইরে কেউ মোহনবাগান রত্ন সম্মান পান ৷ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বয়স হলেও বাংলার হকির উন্নতির জন্য সবসময় গাইড করতেন । তার মৃত্যু বাংলার হকির পক্ষে বড় ক্ষতি । তার মেয়ে ডেনমার্ক থেকে আসছেন । তারপরই শেষকৃত্য হবে । কেশব দত্তর মরদেহ পিস হাভেনে রাখা হয়েছে ।"