ETV Bharat / sports

Birmingham CWG : কমনওয়েলথ গেমসে অংশ নেবে না ভারতীয় হকি দল, জানালেন আইওএ প্রধান - 2022 Birmingham Commonwealth Games

2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় পুরুষ এবং মহিলা হকি দল অংশ নেবে না ৷ এমনই জানিয়েছেন ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দ্র বাত্রা ৷ আজ হকি ইন্ডিয়ার তরফে এ কথা তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে ৷ কারণ হিসেবে বলা হয়েছে, 2024 প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জনের জন্য 2022 এশিয়ান গেমসে পুরোপুরি ফিট হয়ে খেলোয়াড়দের মাঠে নামাতে চাইছে হকি ইন্ডিয়া ৷

Indian hockey teams unlikely to compete in Birmingham CWG says IOA chief Narinder Batra
কমনওয়েলথ গেমসে অংশ নেবে না ভারতীয় হকিদল, জানালেন আইওএ প্রধান নারিন্দ্র বাত্রা
author img

By

Published : Sep 3, 2021, 5:25 PM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : আগামী বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশ নাও নিতে পারে ভারতের পুরুষ এবং মহিলা হকি দল ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, এশিয়ান গেমসে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নামতে চাইছে ভারতীয় হকি দলগুলি ৷ কারণ, ওই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে 2024 প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করার লক্ষ্য নেওয়া হয়েছে ৷ আজ এমনটাই জানিয়েছেন ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দ্র বাত্রা ৷

নারিন্দ্র বাত্রা জানিয়েছেন, এই বার্তাটি তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধানকে সরকারিভাবে জানিয়েছেন ৷ প্রসঙ্গত, নারিন্দ্র বাত্রা আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রধান, সেই সঙ্গে হকি ইন্ডিয়ার প্রাক্তন সভাপতিও ৷ তিনি জানিয়েছেন, ভারতীয় হকি দলের প্রধান গুরুত্ব এশিয়ান গেমসে নিজেদের সেরা ফর্মে থাকা ৷ যা কমনওয়েলথ গেমস শেষ হওয়ার মাত্র 35 দিন পর শুরু হবে ৷ আগামী বছর বার্মিংহামে কমনওয়েল গেম শুরু হবে 28 জুলাই থেকে ৷ চলবে 8 অগস্ট পর্যন্ত ৷ 2022 সালে এশিয়ান গেমস আয়োজিত হতে চলেছে চিনে ৷ 10 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান গেমস ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020: প্যারা রাইফেল শুটে জেতা 2টি পদকই দেশবাসীকে উৎসর্গ করলেন অবনী

বাত্রা তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘‘হকি ইন্ডিয়ার সঙ্গে আমার প্রাথমিক আলোচনার পর যা বোঝা গেছে, 2022 সালে ভারতীয় পুরুষ এবং মহিলা হকিদল কমনওয়েলথ গেমসে অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷’’ তিনি আরও জানান, হকি ইন্ডিয়া 2022 এশিয়ান গেমসের 35 দিন আগে তাঁদের খেলোয়াড়দের শরীরকে ব্যস্ত করতে চাইছে না ৷ তাই তাঁদের দীর্ঘ সময়ের বিশ্রাম দিয়ে ফিট রাখতে চাইছে ৷ প্রসঙ্গত, 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারত 216 জন অ্যাথলিটের একটি শক্তিশালী প্রতিযোগী দল পাঠিয়েছিল ৷ যেখানে পদক জয়ের নিরিখে তিন নম্বরে শেষ করেছিল ভারত ৷ মোট 66টি পদকের মধ্যে 26টি সোনা, 20টি রুপো এবং 20টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা ৷

আরও পড়ুন : Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

অন্যদিকে, 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিরন্দাজি এবং শুটিংকে বাদ দেওয়া হয়েছে ৷ এবার হকি দল সেখানে অংশ না নিলে ভারতের প্রতিযোগী সংখ্যা সেখানে আরও কমে যাবে ৷ এ নিয়ে বাত্রা জানিয়েছেন, ‘‘2018 সালের কমনওয়েলথ দলের থেকে 2022 সালের ভারতীয় প্রতিযোগীদের সংখ্যা কমে কম থাকবে ৷ এই মুহূর্তে 36 জন ভারতীয় হকি খেলোয়াড় বাদ পড়ছেন ৷ এমনকি তিরন্দাজি এবং শুটিংকে 2022 সালের কমনওয়েলথ গেমসে যুক্ত করা হচ্ছে না ৷ ফলে অন্তত 18 জন শুট্যার এবং 8 জন তিরন্দাজি থাকছেন না ৷ সব মিলিয়ে প্রায় 62 জন অ্যাথলিট 2018 সালের থেকে কম থাকবেন বার্মিংহামে ৷’’

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর : আগামী বছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসে অংশ নাও নিতে পারে ভারতের পুরুষ এবং মহিলা হকি দল ৷ কারণ হিসেবে জানানো হয়েছে, এশিয়ান গেমসে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নামতে চাইছে ভারতীয় হকি দলগুলি ৷ কারণ, ওই টুর্নামেন্টে ভাল পারফর্ম করে 2024 প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করার লক্ষ্য নেওয়া হয়েছে ৷ আজ এমনটাই জানিয়েছেন ভারতীয় অলিম্পিকস অ্যাসোসিয়েশনের সভাপতি নারিন্দ্র বাত্রা ৷

নারিন্দ্র বাত্রা জানিয়েছেন, এই বার্তাটি তিনি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল সন্দীপ প্রধানকে সরকারিভাবে জানিয়েছেন ৷ প্রসঙ্গত, নারিন্দ্র বাত্রা আন্তর্জাতিক হকি ফেডারেশনের প্রধান, সেই সঙ্গে হকি ইন্ডিয়ার প্রাক্তন সভাপতিও ৷ তিনি জানিয়েছেন, ভারতীয় হকি দলের প্রধান গুরুত্ব এশিয়ান গেমসে নিজেদের সেরা ফর্মে থাকা ৷ যা কমনওয়েলথ গেমস শেষ হওয়ার মাত্র 35 দিন পর শুরু হবে ৷ আগামী বছর বার্মিংহামে কমনওয়েল গেম শুরু হবে 28 জুলাই থেকে ৷ চলবে 8 অগস্ট পর্যন্ত ৷ 2022 সালে এশিয়ান গেমস আয়োজিত হতে চলেছে চিনে ৷ 10 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান গেমস ৷

আরও পড়ুন : Tokyo Paralympics 2020: প্যারা রাইফেল শুটে জেতা 2টি পদকই দেশবাসীকে উৎসর্গ করলেন অবনী

বাত্রা তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ‘‘হকি ইন্ডিয়ার সঙ্গে আমার প্রাথমিক আলোচনার পর যা বোঝা গেছে, 2022 সালে ভারতীয় পুরুষ এবং মহিলা হকিদল কমনওয়েলথ গেমসে অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷’’ তিনি আরও জানান, হকি ইন্ডিয়া 2022 এশিয়ান গেমসের 35 দিন আগে তাঁদের খেলোয়াড়দের শরীরকে ব্যস্ত করতে চাইছে না ৷ তাই তাঁদের দীর্ঘ সময়ের বিশ্রাম দিয়ে ফিট রাখতে চাইছে ৷ প্রসঙ্গত, 2018 গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারত 216 জন অ্যাথলিটের একটি শক্তিশালী প্রতিযোগী দল পাঠিয়েছিল ৷ যেখানে পদক জয়ের নিরিখে তিন নম্বরে শেষ করেছিল ভারত ৷ মোট 66টি পদকের মধ্যে 26টি সোনা, 20টি রুপো এবং 20টি ব্রোঞ্জ জিতেছিলেন ভারতীয় অ্যাথলিটরা ৷

আরও পড়ুন : Avani Lekhara: প্য়ারালিম্পিক্সে জোড়া পদক জিতে ইতিহাস অবনির

অন্যদিকে, 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তিরন্দাজি এবং শুটিংকে বাদ দেওয়া হয়েছে ৷ এবার হকি দল সেখানে অংশ না নিলে ভারতের প্রতিযোগী সংখ্যা সেখানে আরও কমে যাবে ৷ এ নিয়ে বাত্রা জানিয়েছেন, ‘‘2018 সালের কমনওয়েলথ দলের থেকে 2022 সালের ভারতীয় প্রতিযোগীদের সংখ্যা কমে কম থাকবে ৷ এই মুহূর্তে 36 জন ভারতীয় হকি খেলোয়াড় বাদ পড়ছেন ৷ এমনকি তিরন্দাজি এবং শুটিংকে 2022 সালের কমনওয়েলথ গেমসে যুক্ত করা হচ্ছে না ৷ ফলে অন্তত 18 জন শুট্যার এবং 8 জন তিরন্দাজি থাকছেন না ৷ সব মিলিয়ে প্রায় 62 জন অ্যাথলিট 2018 সালের থেকে কম থাকবেন বার্মিংহামে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.