কলকাতা, 7 জুলাই : অভিনয় জগতের পর ভারতীয় খেলাজগতেও শোকের ছায়া ৷ প্রয়াত বাংলা তথা দেশের হকি কিংবদন্তি কেশব দত্ত ৷ বয়স হয়েছিল 95 বছর ৷ বুধবার সকালে কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর ৷ দু'বার অলিম্পিকসে সোনাজয়ী ভারতীয় হকি দলের এই সদস্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "হকি বিশ্ব আজ এক ট্রু লেজেন্ডকে হারাল ৷ কেশব দত্তের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি ৷ 1948 এবং 1952 সালে জোড়া অলিম্পিকসে সোনা জিতেছিলেন ৷ দেশ এবং বাংলার চ্যাম্পিয়ন তিনি ৷ তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই ৷"
1925 সালের 29 ডিসেম্বর পাকিস্তানের লাহোরে জন্ম হয় তাঁর ৷ ভারতীয় হকির স্বর্ণযুগের অংশ ছিলেন প্রাক্তন সেন্টার হাফব্যাক কেশব দত্ত ৷ 1948 সালে অলিম্পিকসে স্বাধীন ভারতের প্রথম ঐতিহাসিক জয়ের অংশ ছিলেন তিনি ৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেবার গ্রেট ব্রিটেনকে 4-0তে হারিয়ে দিয়েছিল ভারত ৷ এরপর 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকসেও সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ 1950 সালে মোহনবাগানের হয়ে খেলার জন্য কলকাতায় চলে আসেন কেশব দত্ত ৷
-
The world of hockey lost one of its true legends today. Saddened at the passing away of Keshav Datt. He was a double Olympic gold medal winner, 1948 and 1952. A champion of India and Bengal. Condolences to his family and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The world of hockey lost one of its true legends today. Saddened at the passing away of Keshav Datt. He was a double Olympic gold medal winner, 1948 and 1952. A champion of India and Bengal. Condolences to his family and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021The world of hockey lost one of its true legends today. Saddened at the passing away of Keshav Datt. He was a double Olympic gold medal winner, 1948 and 1952. A champion of India and Bengal. Condolences to his family and friends.
— Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021
কেশব দত্তের মৃত্যু শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক হকি জগতের অপূরণীয় ক্ষতি ৷ বলেছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিনগোবাম ৷ শোক বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আজ সকালে কিংবদন্তি হাফব্যাক কেশব দত্তের মৃত্যুর খবরে আমরা সবাই শোকাহত ৷ 1948 এবং 1952 অলিম্পিকসে সোনাজয়ী দলের একমাত্র জীবিত সদস্য ছিলেন ৷ তাঁর মৃত্যুতে একটা যুগের শেষ হল ৷ হকি ফেডারেশনের পক্ষ থেকে তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"
আরও পড়ুন : Dilip Kumar : বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন
-
SAI mourns the passing away of Keshav Datt, a member of India’s 1948 and 1952 @Olympics gold medalist men’s hockey teams. His contribution to the great legacy of Indian hockey will be remembered forever.
— SAIMedia (@Media_SAI) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Condolences to his family and the hockey fraternity. pic.twitter.com/lPW6aBMFWE
">SAI mourns the passing away of Keshav Datt, a member of India’s 1948 and 1952 @Olympics gold medalist men’s hockey teams. His contribution to the great legacy of Indian hockey will be remembered forever.
— SAIMedia (@Media_SAI) July 7, 2021
Condolences to his family and the hockey fraternity. pic.twitter.com/lPW6aBMFWESAI mourns the passing away of Keshav Datt, a member of India’s 1948 and 1952 @Olympics gold medalist men’s hockey teams. His contribution to the great legacy of Indian hockey will be remembered forever.
— SAIMedia (@Media_SAI) July 7, 2021
Condolences to his family and the hockey fraternity. pic.twitter.com/lPW6aBMFWE
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, "1948 এবং 1952 অলিম্পিকসে সোনাজয়ী দলের সদস্য কেশব দত্তের মৃত্যুতে গভীর শোক জানাই ৷ ভারতীয় হকিতে তাঁর অবদান চিরকাল মনে থাকবে ৷ হকি জগত এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"