ETV Bharat / sports

Keshav Dutt : প্রয়াত হকি কিংবদন্তি কেশব দত্ত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - কেশব দত্তের প্রয়াণ

বুধবার সকালে কলকাতার বাসভবনে মৃত্যু হয় কেশব দত্তের ৷

Keshav Dutt
Keshav Dutt
author img

By

Published : Jul 7, 2021, 12:30 PM IST

Updated : Jul 7, 2021, 1:24 PM IST

কলকাতা, 7 জুলাই : অভিনয় জগতের পর ভারতীয় খেলাজগতেও শোকের ছায়া ৷ প্রয়াত বাংলা তথা দেশের হকি কিংবদন্তি কেশব দত্ত ৷ বয়স হয়েছিল 95 বছর ৷ বুধবার সকালে কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর ৷ দু'বার অলিম্পিকসে সোনাজয়ী ভারতীয় হকি দলের এই সদস্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "হকি বিশ্ব আজ এক ট্রু লেজেন্ডকে হারাল ৷ কেশব দত্তের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি ৷ 1948 এবং 1952 সালে জোড়া অলিম্পিকসে সোনা জিতেছিলেন ৷ দেশ এবং বাংলার চ্যাম্পিয়ন তিনি ৷ তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই ৷"

1925 সালের 29 ডিসেম্বর পাকিস্তানের লাহোরে জন্ম হয় তাঁর ৷ ভারতীয় হকির স্বর্ণযুগের অংশ ছিলেন প্রাক্তন সেন্টার হাফব্যাক কেশব দত্ত ৷ 1948 সালে অলিম্পিকসে স্বাধীন ভারতের প্রথম ঐতিহাসিক জয়ের অংশ ছিলেন তিনি ৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেবার গ্রেট ব্রিটেনকে 4-0তে হারিয়ে দিয়েছিল ভারত ৷ এরপর 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকসেও সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ 1950 সালে মোহনবাগানের হয়ে খেলার জন্য কলকাতায় চলে আসেন কেশব দত্ত ৷

  • The world of hockey lost one of its true legends today. Saddened at the passing away of Keshav Datt. He was a double Olympic gold medal winner, 1948 and 1952. A champion of India and Bengal. Condolences to his family and friends.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেশব দত্তের মৃত্যু শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক হকি জগতের অপূরণীয় ক্ষতি ৷ বলেছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিনগোবাম ৷ শোক বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আজ সকালে কিংবদন্তি হাফব্যাক কেশব দত্তের মৃত্যুর খবরে আমরা সবাই শোকাহত ৷ 1948 এবং 1952 অলিম্পিকসে সোনাজয়ী দলের একমাত্র জীবিত সদস্য ছিলেন ৷ তাঁর মৃত্যুতে একটা যুগের শেষ হল ৷ হকি ফেডারেশনের পক্ষ থেকে তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"

আরও পড়ুন : Dilip Kumar : বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, "1948 এবং 1952 অলিম্পিকসে সোনাজয়ী দলের সদস্য কেশব দত্তের মৃত্যুতে গভীর শোক জানাই ৷ ভারতীয় হকিতে তাঁর অবদান চিরকাল মনে থাকবে ৷ হকি জগত এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"

কলকাতা, 7 জুলাই : অভিনয় জগতের পর ভারতীয় খেলাজগতেও শোকের ছায়া ৷ প্রয়াত বাংলা তথা দেশের হকি কিংবদন্তি কেশব দত্ত ৷ বয়স হয়েছিল 95 বছর ৷ বুধবার সকালে কলকাতার বাসভবনে মৃত্যু হয় তাঁর ৷ দু'বার অলিম্পিকসে সোনাজয়ী ভারতীয় হকি দলের এই সদস্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "হকি বিশ্ব আজ এক ট্রু লেজেন্ডকে হারাল ৷ কেশব দত্তের প্রয়াণে দুঃখপ্রকাশ করছি ৷ 1948 এবং 1952 সালে জোড়া অলিম্পিকসে সোনা জিতেছিলেন ৷ দেশ এবং বাংলার চ্যাম্পিয়ন তিনি ৷ তাঁর পরিবার এবং বন্ধুবান্ধবদের সমবেদনা জানাই ৷"

1925 সালের 29 ডিসেম্বর পাকিস্তানের লাহোরে জন্ম হয় তাঁর ৷ ভারতীয় হকির স্বর্ণযুগের অংশ ছিলেন প্রাক্তন সেন্টার হাফব্যাক কেশব দত্ত ৷ 1948 সালে অলিম্পিকসে স্বাধীন ভারতের প্রথম ঐতিহাসিক জয়ের অংশ ছিলেন তিনি ৷ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সেবার গ্রেট ব্রিটেনকে 4-0তে হারিয়ে দিয়েছিল ভারত ৷ এরপর 1952 সালের হেলসিঙ্কি অলিম্পিকসেও সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন ৷ 1950 সালে মোহনবাগানের হয়ে খেলার জন্য কলকাতায় চলে আসেন কেশব দত্ত ৷

  • The world of hockey lost one of its true legends today. Saddened at the passing away of Keshav Datt. He was a double Olympic gold medal winner, 1948 and 1952. A champion of India and Bengal. Condolences to his family and friends.

    — Mamata Banerjee (@MamataOfficial) July 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেশব দত্তের মৃত্যু শুধু ভারতীয় নয়, আন্তর্জাতিক হকি জগতের অপূরণীয় ক্ষতি ৷ বলেছেন হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট জ্ঞানেন্দ্র নিনগোবাম ৷ শোক বিবৃতিতে তিনি জানিয়েছেন, "আজ সকালে কিংবদন্তি হাফব্যাক কেশব দত্তের মৃত্যুর খবরে আমরা সবাই শোকাহত ৷ 1948 এবং 1952 অলিম্পিকসে সোনাজয়ী দলের একমাত্র জীবিত সদস্য ছিলেন ৷ তাঁর মৃত্যুতে একটা যুগের শেষ হল ৷ হকি ফেডারেশনের পক্ষ থেকে তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"

আরও পড়ুন : Dilip Kumar : বলিউডের ট্র্যাজেডি কিং, জোয়ার ভাটার মতো ছিল প্রেমজীবন

স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, "1948 এবং 1952 অলিম্পিকসে সোনাজয়ী দলের সদস্য কেশব দত্তের মৃত্যুতে গভীর শোক জানাই ৷ ভারতীয় হকিতে তাঁর অবদান চিরকাল মনে থাকবে ৷ হকি জগত এবং তাঁর পরিবারকে সমবেদনা জানাই ৷"

Last Updated : Jul 7, 2021, 1:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.