ETV Bharat / sports

Asian Champions Trophy Hockey : সেমিতে জাপানের কাছে অসহায় আত্মসমর্পণ মনপ্রীতদের - Japan beat India 5-3 to qualify for Asian Champions Trophy final

রাউন্ড রবিন পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করলেও বাংলাদেশকে 9 গোল, পাকিস্তানকে 3 গোল এবং গত ম্যাচে জাপানকে হাফডজন গোল দিয়ে সেমিফাইনালে ফেভারিট হয়েই নেমেছিলেন হরমনপ্রীতরা (India were obvious favourite in Semifinal) ৷

Asian Champions Trophy Hockey
সেমিতে জাপানের কাছে অসহায় আত্মসমর্পণ মনপ্রীতদের
author img

By

Published : Dec 21, 2021, 11:00 PM IST

ঢাকা, 21 ডিসেম্বর : 48 ঘণ্টার মধ্যে ভারতের কাছে হাফডজন গোল হজমের মধুর বদলা নিল জাপান ৷ সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলকে 5-3 গোলে পর্যুদস্ত করল এশিয়াডে সোনাজয়ী জাপান (Japan beat India 5-3 to qualify for Asian Champions Trophy final) ৷ অথচ গত রবিবার এই জাপানকে হাফডজন গোলে উড়িয়ে দিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ এদিন বদলা নিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল জাপান ৷

অন্যদিকে গত কয়েকটি ম্যাচে দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল ব্যর্থ হল টুর্নামেন্টে খেতাব ধরে রাখতে ৷ রাউন্ড রবিন পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করলেও বাংলাদেশকে 9 গোল, পাকিস্তানকে 3 গোল এবং গত ম্যাচে জাপানকে হাফডজন গোল দিয়ে সেমিফাইনালে ফেভারিট হয়েই নেমেছিল তিনবারের চ্যাম্পিয়ন ভারত (India were obvious favourite in Semifinal) ৷

আরও পড়ুন : Asian Champions Trophy Hockey : এশিয়াডে সোনাজয়ীদের হাফডজন গোলে চূর্ণ করল ভারত

দু'গোলে পিছিয়ে থেকে দিলপ্রীত সিং'য়ের গোলে ব্যবধান কমালেও ভারতকে এদিন সবদিক থেকে টেক্কা দেয় ভারত ৷ একসময় 5-1 গোলে পিছিয়ে ছিল মনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ শেষ কোয়ার্টারে হরমনপ্রীত এবং হার্দিক জোড়া গোল করে ব্যবধান কমালেও পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই ৷ তবে ভারতের কাছে তৃতীয়স্থানে শেষ করার সুযোগ থাকছে ৷ সেই লক্ষ্যে বুধবার ফের চিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি তারা (India will face Pakistan tomorrow in third-place match) ৷

ঢাকা, 21 ডিসেম্বর : 48 ঘণ্টার মধ্যে ভারতের কাছে হাফডজন গোল হজমের মধুর বদলা নিল জাপান ৷ সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অলিম্পিকসে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলকে 5-3 গোলে পর্যুদস্ত করল এশিয়াডে সোনাজয়ী জাপান (Japan beat India 5-3 to qualify for Asian Champions Trophy final) ৷ অথচ গত রবিবার এই জাপানকে হাফডজন গোলে উড়িয়ে দিয়েছিল 'মেন ইন ব্লু' ৷ এদিন বদলা নিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল জাপান ৷

অন্যদিকে গত কয়েকটি ম্যাচে দুরন্ত ছন্দে থাকা ভারতীয় দল ব্যর্থ হল টুর্নামেন্টে খেতাব ধরে রাখতে ৷ রাউন্ড রবিন পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ড্র করলেও বাংলাদেশকে 9 গোল, পাকিস্তানকে 3 গোল এবং গত ম্যাচে জাপানকে হাফডজন গোল দিয়ে সেমিফাইনালে ফেভারিট হয়েই নেমেছিল তিনবারের চ্যাম্পিয়ন ভারত (India were obvious favourite in Semifinal) ৷

আরও পড়ুন : Asian Champions Trophy Hockey : এশিয়াডে সোনাজয়ীদের হাফডজন গোলে চূর্ণ করল ভারত

দু'গোলে পিছিয়ে থেকে দিলপ্রীত সিং'য়ের গোলে ব্যবধান কমালেও ভারতকে এদিন সবদিক থেকে টেক্কা দেয় ভারত ৷ একসময় 5-1 গোলে পিছিয়ে ছিল মনপ্রীত অ্যান্ড কোম্পানি ৷ শেষ কোয়ার্টারে হরমনপ্রীত এবং হার্দিক জোড়া গোল করে ব্যবধান কমালেও পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই ৷ তবে ভারতের কাছে তৃতীয়স্থানে শেষ করার সুযোগ থাকছে ৷ সেই লক্ষ্যে বুধবার ফের চিরপ্রতীদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি তারা (India will face Pakistan tomorrow in third-place match) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.