ভুবনেশ্বর, 24 ডিসেম্বর : ওড়িশার রাউরকেল্লাতে হতে চলেছে ভারতের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আজ একথা ঘোষণা করেছেন ৷ 2023 সালের হকি বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে ৷
বিজু পট্টনায়েক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্যাম্পাসে 15 একর জমির উপর এই স্টেডিয়ামটি তৈরি করা হবে ৷ এক সঙ্গে 20 হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন ৷
একটি ভিডিয়ো বার্তায় পট্টনায়েক বলেন, ‘‘আমরা যেমন আগেই বলেছিলাম, ওড়িশা 2023 হকি বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে উঠে আসবে ৷’’
রাজ্যের সুন্দরগড় জেলার রাউরকেল্লা ও ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে 2023 হকি বিশ্বকাপ আয়োজন করা হবে ৷
ওড়িশার অনেক হকি খেলোয়াড় জাতীয় স্তরে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ তাঁদের মধ্যে দিলীপ তিরকে, সুনীতা লাকরারা অন্যতম ৷
আরও পড়ুন :-শান্তশিষ্ট রাহানেকে দুর্বল ভাবা উচিত নয়, মত সচিনের
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘ ভারতীয় হকিতে সুন্দরগড়ের অবদানের শ্রদ্ধা জানাতে, আমি ঘোষণা করছি রাউরকেল্লাতে একটি বিশ্বমানের হকি স্টেডিয়াম তৈরি করা হবে ৷ মোট 20 হাজার দর্শক এখানে বসে খেলা দেখতে পারবে ৷ স্টেডিয়ামটিতে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থাকবে ৷ আমি আশাবাদী বিশ্বে হকির অন্যতম সেরা স্টেডিয়াম হতে চলেছে এটি ৷’’
সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের আধিকারিকরা রাউরকেল্লার রেকি করেন ৷ ওই প্রতিনিধি দলে ছিলেন সরকারি আধিকারিক, আন্তর্জাতিক হকি ফেডারেশনের আধিকারিকরা ও হকি ইন্ডিয়ার আধিকারিকরা ৷