নয়াদিল্লি, 10 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে ব্রোঞ্জ জিতেছে ভারতীয় পুরুষ হকি দল (Indian Mens Hockey Team) ৷ 41 বছর পর দেশকে হকিতে অলিম্পিকস পদক জেতাতে পেরে খুশি জাতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh) ৷ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি নিজেকে ধন্য মনে করছেন ৷ কারণ বহু বছর হকিতে অলিম্পিকস (Olympics) থেকে কোনও পদক আসেনি দেশে ৷ শেষ যে বার ভারত হকিতে অলিম্পিকস পদক জিতেছিল, তখন তাঁর জন্মও হয়নি ৷ তাই এই জয় তাঁর এবং গোটা দলের কাছে খুবই আনন্দের বলে জানান মনপ্রীত ৷
তবে, গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়ার কাছে 1-7 গোলে পরাজয়ে ভেঙে পড়েছিলেন মনপ্রীতরা ৷ এ নিয়ে বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1-7 হারের পর আমরা খুবই হতাশ হয়ে পড়েছিলাম ৷ খেলা শেষ হওয়ার পরে আমরা সবাই নিজেদের পারফরমেন্সের পর্যালোচনা করছিলাম ৷ তবে, আমাদের কোচ বলেছিলেন, আমরা অতটা খারাপ খেলিনি ৷ শুধু আমাদের মনোবল ধরে রাখতে হবে এবং সামনের দিকে তাকাতে হবে ৷ ভাগ্য অস্ট্রেলিয়ার সঙ্গে ছিল ৷ আমাদের শুধু সামনের ম্যাচগুলিতে মনোনিবেশ করতে হবে ৷’’
আরও পড়ুন : Tokyo Olympics : হকি দলের পঞ্জাবের খেলোয়াড়দের 1 কোটি আর্থিক পুরস্কার ঘোষণা অমরিন্দর সরকারের
হকিতে ব্রোঞ্জ পদক জেতা এবং মহিলা দলের সেমিফাইনালে ওঠার পর ভারত সরকারের তরফে খেলরত্ন পুরস্কারের নামকরণ প্রয়াত কিংবদন্তী হকি খেলায়াড় মেজর ধ্যানচাঁদ (Major Dhyanchand)-এর নামে করা হয় ৷ এ নিয়ে মনপ্রীত সিং বলেন, ‘‘খেলরত্ন পুরস্কার মেজর ধ্যানচাঁদের নামে হওয়াটা হকির জন্য অনেক বড় ব্যাপার ৷ এটা হকির জন্য ভাল ৷ যেখানে পুরুষ এবং মহিলা হকি দল অলিম্পিকসে ভাল পারফর্ম করার পর সরকার খেলরত্ন পুরস্কারের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ৷’’
আরও পড়ুন : India Hockey : ভারতীয় হকির সূর্যোদয়, বলছেন প্রাক্তনরা
প্রসঙ্গত, 41 বছর পর অলিম্পিকসে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক জিতেছে ৷ যার পরে আন্তর্জাতিক হকি ফেডারেশনের বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ভারত 3 নম্বরে উঠে এসেছে ৷ মনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় হকি দল এর আগে আন্তর্জাতিক ব়্যাঙ্কিংয়ে 4 নম্বর স্থানে উঠেছিল ৷ 2020 সালে এই কৃতিত্ব অর্জন করেছিল ভারতীয় হকি দল ৷