কলকাতা, 12 জুলাই : কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গল খেলবে কি না, সেই প্রশ্ন আরও জোরালো হতে শুরু করেছে। সোমবার কলকাতা লিগ নিয়ে আইএফএ একটি বৈঠক করে ৷ সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন লাল-হলুদ শিবিরের প্রতিনিধি ৷ আর তা থেকেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ তবে এসসি ইস্টবেঙ্গলের তরফে খেলার ব্যাপারে সম্মতি দেওয়া হয়েছে বলে খবর ৷
প্রসঙ্গত, কলকাতা লিগ আয়োজনের জন্য প্রিমিয়ার লিগের 14টি দলকে নিয়ে আলোচনায় বসেছিল আইএফএ । পাশাপাশি কলকাতা প্রিমিয়ার এ ডিভিশনের 15টি দলকে নিয়েও আলোচনায় বসেছিলেন বাংলা ফুটবলের নিয়ামক সংস্থার কর্তাব্যক্তিরা । প্রিমিয়ার ডিভিশনের 14টি দলকে দু’টো ভাগ করা হয়েছে । অগস্ট মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রতিযোগিতা শুরু করার পরিকল্পনা করেছে আইএফএ । প্রতিটি দল ছয় বিদেশি দলে রাখতে পারলেও 11 জনের মধ্যে দু’জনকে রাখতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
আরও পড়ুন : 29 জুলাই আধুনিকতার ছোঁয়ায় আত্মপ্রকাশ মোহনবাগান ক্লাবের
প্রিমিয়ার ডিভিশনের এ গ্রুপে রয়েছে - মহমেডান, ভবানীপুর, এসসি ইস্টবেঙ্গল, সাদার্ন সমিতি, বিএসএস, রেলওয়ে এফসি, ইউনাইটেড স্পোর্টস । গ্রুপ বি-তে রাখা হয়েছে - এটিকে মোহনবাগান, এরিয়ান, টালিগঞ্জ অগ্রগামী, পিয়ারলেস, জর্জ টেলিগ্রাফ, খিদিরপুর, কাস্টমসকে ।
তবে সোমবার আইএফএ-তে আলোচনার কেন্দ্রে এসসি ইস্টবেঙ্গলের প্রতিনিধির অনুপস্থিতি । কয়েকদিন আগে আইএফএ-তে এসে বৈঠক করেছিলেন এসসি ইস্টবেঙ্গলের সিইও শিবাজী সমাদ্দার । সেদিন কলকাতা লিগে খেলার প্রতিশ্রুতি দিতে পারেননি তিনি । এদিনের বৈঠকের আগে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকারের সঙ্গে কথা বলেন । তিনি খেলার পক্ষে মত দিয়েছেন । এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বৈঠকে না থাকার কারণ ব্যাখা করা হয়েছে ।
আরও পড়ুন : বাগানে ফুল ফোটাতে এবার সোনার বল জয়ী বুমোস
তবে এই পরিস্থিতির মধ্যে যে ধোঁয়াশা রয়েছে, তা বলাই বাহুল্য । তাই ইস্টবেঙ্গল কলকাতা লিগে খেলবে, তার নিশ্চয়তা আইএফএ কর্তারা দিতে পারছেন না । চলতি মরসুমে কলকাতা লিগে অবনমন নেই । আইএফএ সচিব বলেছেন, যদি বাকি ডিভিশনের খেলা আয়োজিত হয়, তাহলে ইস্টবেঙ্গল না খেললে অবনমনের খাঁড়া নামতে পারে ।