ETV Bharat / sports

"আমরা তৈরি"; সই করেই বলছেন সাইরাস, কলিনাস - জুলিয়ান সাইরাস ও স্পেনের জুলেন কলিনাসকে সই করালো মোহনবাগান

রবিবার কল্যাণীতে ফের ম্যাচ রয়েছে । প্রতিপক্ষ রেইনবো । লিগ টেবিলের তলার দিকে থাকা দলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া মোহনবাগান । শুক্রবার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো জাতীয় দলের অধিনায়ক জুলিয়ান সাইরাস ও স্পেনের জুলেন কলিনাসকে সই করালো সবুজ মেরুন ।

সাইরাস ও কলিনাস
author img

By

Published : Sep 13, 2019, 9:37 PM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : কলকাতা লিগ খেতাব জয়ের আশা যে কার্যত শেষ তা মেনে নিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । অন্য দলের সাফল্য ব্যর্থতায় কলকাতার দুই প্রধানের ভাগ্য নির্ধারিত হবে । এই অবস্থায় পরোক্ষে আই লিগের পরিকল্পনা শুরু করে দিলেন মোহনবাগান কোচ । রবিবার কল্যাণীতে ফের ম্যাচ রয়েছে । প্রতিপক্ষ রেইনবো । লিগ টেবিলের তলার দিকে থাকা দলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া মোহনবাগান । ইতিমধ্যে শুক্রবার দুই নতুন বিদেশিকে সই করিয়েছে সবুজ মেরুন । ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো জাতীয় দলের অধিনায়ক জুলিয়ান সাইরাস ও স্পেনের জুলেন কলিনাসকে সই করানোর মধ্যে দিয়ে ছয়জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করে ফেলল মোহনবাগান ।

সই করার পরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার জুলিয়ান সাইরাস বলেছেন, মাঠে নামার জন্যে তিনি তৈরি । ইতিমধ্যে দলের খেলা দেখে কলকাতা ও ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারণা করেছেন । তাঁর বিশ্বাস, মানিয়ে নিতে অসুবিধা হবে না । ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলের অধিনায়ক বলেছেন, লিগ খেতাব জয়ের আশা শেষ হয়ে গেছে তা ভাবার কোনও কারণ নেই । সামনের চারটে ম্যাচে জয় পেলে মোহনবাগানের আশা জোরালো হবে । মাঠে নামার জন্য তৈরি ক্যারিবিয়ান ডিফেন্ডার জানিয়েছেন, 10অক্টোবর তাঁর দেশের ফিফা ফ্রেন্ডলি রয়েছে । তখন ফের দেশে ফিরতে হবে । একই সঙ্গে বলেছেন, মাঠে নামার জন্য তিনি তৈরি । সতীর্থ সাইরাসের সঙ্গে সই করতে এসেছিলেন স্ট্রাইকার জুলেন কলিনাস । ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছেন, সবুজ মেরুন মিডফিল্ডার জোসেবা বেইটার বন্ধু তিনি । ভারতীয় ফুটবল সম্পর্কে কোনও ধারণা নেই । বেইটার মাধ্যমে যা কিছু জেনেছেন । খেলার জন্য তিনিও যে তৈরি তা জানিয়েছেন ।

শনিবার দুই বিদেশি ফুটবলারকে অনুশীলনে ভালোভাবে দেখবেন কোচ কিবু ভিকুনা । খেলার মতো জায়গায় থাকায় রেইনবো ম্যাচে দেখে নিতে চান । প্রথম একাদশে না হলেও আঠারো জনের দলে থাকবেন । মিডফিল্ডার বেইটা ছাড়া বাকি তিন বিদেশির পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট । বিশেষ করে গোলমুখে স্ট্রাইকার সালভো চামারোর প্রত্যাশিত দাপট দেখা যাচ্ছে না । ফলে জুলেন কলিনাসকে দেখে নেওয়ার পরিকল্পনা । শুধু রেইনবো ম্যাচ নয় বাকি সব ম্যাচে নতুন দুই বিদেশি ফুটবলারকে দেখে নেওয়ার ইঙ্গিত সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্কের ।

কলকাতা, 13 সেপ্টেম্বর : কলকাতা লিগ খেতাব জয়ের আশা যে কার্যত শেষ তা মেনে নিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা । অন্য দলের সাফল্য ব্যর্থতায় কলকাতার দুই প্রধানের ভাগ্য নির্ধারিত হবে । এই অবস্থায় পরোক্ষে আই লিগের পরিকল্পনা শুরু করে দিলেন মোহনবাগান কোচ । রবিবার কল্যাণীতে ফের ম্যাচ রয়েছে । প্রতিপক্ষ রেইনবো । লিগ টেবিলের তলার দিকে থাকা দলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া মোহনবাগান । ইতিমধ্যে শুক্রবার দুই নতুন বিদেশিকে সই করিয়েছে সবুজ মেরুন । ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো জাতীয় দলের অধিনায়ক জুলিয়ান সাইরাস ও স্পেনের জুলেন কলিনাসকে সই করানোর মধ্যে দিয়ে ছয়জন বিদেশি ফুটবলারকে নথিভুক্ত করে ফেলল মোহনবাগান ।

সই করার পরে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ডিফেন্ডার জুলিয়ান সাইরাস বলেছেন, মাঠে নামার জন্যে তিনি তৈরি । ইতিমধ্যে দলের খেলা দেখে কলকাতা ও ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারণা করেছেন । তাঁর বিশ্বাস, মানিয়ে নিতে অসুবিধা হবে না । ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জাতীয় দলের অধিনায়ক বলেছেন, লিগ খেতাব জয়ের আশা শেষ হয়ে গেছে তা ভাবার কোনও কারণ নেই । সামনের চারটে ম্যাচে জয় পেলে মোহনবাগানের আশা জোরালো হবে । মাঠে নামার জন্য তৈরি ক্যারিবিয়ান ডিফেন্ডার জানিয়েছেন, 10অক্টোবর তাঁর দেশের ফিফা ফ্রেন্ডলি রয়েছে । তখন ফের দেশে ফিরতে হবে । একই সঙ্গে বলেছেন, মাঠে নামার জন্য তিনি তৈরি । সতীর্থ সাইরাসের সঙ্গে সই করতে এসেছিলেন স্ট্রাইকার জুলেন কলিনাস । ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছেন, সবুজ মেরুন মিডফিল্ডার জোসেবা বেইটার বন্ধু তিনি । ভারতীয় ফুটবল সম্পর্কে কোনও ধারণা নেই । বেইটার মাধ্যমে যা কিছু জেনেছেন । খেলার জন্য তিনিও যে তৈরি তা জানিয়েছেন ।

শনিবার দুই বিদেশি ফুটবলারকে অনুশীলনে ভালোভাবে দেখবেন কোচ কিবু ভিকুনা । খেলার মতো জায়গায় থাকায় রেইনবো ম্যাচে দেখে নিতে চান । প্রথম একাদশে না হলেও আঠারো জনের দলে থাকবেন । মিডফিল্ডার বেইটা ছাড়া বাকি তিন বিদেশির পারফরমেন্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট । বিশেষ করে গোলমুখে স্ট্রাইকার সালভো চামারোর প্রত্যাশিত দাপট দেখা যাচ্ছে না । ফলে জুলেন কলিনাসকে দেখে নেওয়ার পরিকল্পনা । শুধু রেইনবো ম্যাচ নয় বাকি সব ম্যাচে নতুন দুই বিদেশি ফুটবলারকে দেখে নেওয়ার ইঙ্গিত সবুজ মেরুন থিঙ্ক ট্যাঙ্কের ।

Intro:কলকাতা লিগ খেতাব জয়ের আশা যে কার্যত শেষ তা মেনে নিয়েছেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। অন্য দলের সাফল্য ব্যর্থতায় কলকাতার দুই প্রধানের ভাগ্য নির্ধারিত হবে। এই অবস্থায় পরোক্ষ ভাবে আই লিগের পরিকল্পনা শুরু করে দিলেন মোহনবাগান কোচ। রবিবার কল্যানী তে ফের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ সৌমিক দে এরিয়ান। লিগ টেবিলের তলার দিকে থাকা দলের বিরুদ্ধে জয় পেতে মরিয়া মোহনবাগান। ইতিমধ্যে শুক্রবার দুই নতুন বিদেশিকে সই করিয়েছে সবুজ মেরুন। ত্রিনিদাদ আন্ড টোবাগোর জাতীয় দলের অধিনায়ক জুলিয়ান সাইরাস ও স্পেনের জুলেন কলিনাসকে সই করানোর মধ্যে দিয়ে ছয়জন বিদেশি ফুটবলার কে নথিভুক্ত করে ফেলল মোহনবাগান।
সই করার পরে ত্রিনিদাদ আন্ড টোবাগোর ডিফেন্ডার জুলিয়ান সাইরাস বলেছেন মাঠে নামার জন্যে তিনি তৈরি। ইতিমধ্যে দলের খেলা দেখে কলকাতা ও ভারতীয় ফুটবল সম্পর্কে একটা ধারনা করেছেন। তার বিশ্বাস মানিয়ে নিতে অসুবিধা হবে না। ত্রিনিদাদ আন্ড টোবাগোর জাতীয় দলের অধিনায়ক বলেছেন লিগ খেতাব জয়ের আশা শেষ হয়ে গিয়েছে তা ভাবার কোনও কারন নেই। সামনের চারটে ম্যাচে জয় পেলে মোহনবাগানের আশা জোরালো হবে। মাঠে নামার জন্য তৈরি ক্যারিবিয়ান ডিফেন্ডার জানিয়েছেন 10অক্টোবর তার দেশের ফিফা ফ্রেন্ডলি রয়েছে। তখন ফের দেশে ফিরতে হবে। একই সঙ্গে বলেছেন মাঠে নামার জন্যে তৈরি রয়েছেন। সতীর্থ সাইরাসের সঙ্গে সই করতে এসে ছিলেন স্ট্রাইকার জুলেন কলিনাস। ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছেন সবুজ মেরুন মিডফিল্ডার জোসেবা বেইটা র বন্ধু তিনি। ভারতীয় ফুটবল সম্পর্কে কোনও ধারনা নেই। বেইটার মাধ্যমে যা কিছু জেনেছেন। খেলার জন্য তিনিও যে তৈরি তা জানিয়েছেন।
শনিবার দুই বিদেশি ফুটবলার কে অনুশীলনে ভালোভাবে দেখবেন কোচ কিবু ভিকুনা। খেলার মত জায়গায় থাকায় রেইনবো ম্যাচে দেখে নিতে চান। প্রথম একাদশে না হলেও আঠারো জনের দলে থাকবেন। মিডফিল্ডার বেইটা ছাড়া বাকি তিন বিদেশি র পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বিশেষ করে গোলমুখে স্ট্রাইকার সালভো চামারোর প্রত্যাশিত দাপট দেখা যাচ্ছে না। ফলে জুলেন কলিনাসকে দেখে নেওয়ার পরিকল্পনা। শুধু রেইনবো ম্যাচ নয় বাকি চার ম্যাচে নতুন দুই বিদেশি ফুটবলারকে দেখে নেওয়ার ইঙ্গিত সবুজ মেরুন থিংক ট্যাংকের তরফে দেওয়া হয়েছে।


Body:বিদেশি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.