ETV Bharat / sports

পয়েন্ট টেবিল নয়, শুধু ম্যাচ নিয়ে চিন্তা করছি : আলেয়ান্দ্রো

পয়েন্ট টেবিল নিয়ে নয় ৷ তাঁর পাখির চোখ শুধুমাত্র মোহনবাগান ম্যাচে ৷ ডার্বির আগে বললেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ৷

ছবি সৌজন্যে : টুইটার
author img

By

Published : Aug 31, 2019, 2:40 AM IST

Updated : Aug 31, 2019, 2:53 AM IST

কলকাতা, 31 অগাস্ট : ডার্বির সাংবাদিক বৈঠকে IFA কর্তাদের সামনেই ম্যাচের সময় নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । গতকাল বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুপুর তিনটে ম্যাচ আয়োজনের জন্য সঠিক সময় নয় । ওই সময়টা ভালো খেলার জন্যও উপযুক্ত নয়। তাঁর সুরে সুর মেলান পাশে বসে থাকা মোহনবাগান কোচ কিবু ভিকুনাও ৷

প্রতিপক্ষ দলের কোচের সামনে নিজের দলের শক্তি ও দুর্বলতা নিয়ে মুখ খুলতে রাজি ছিলেন না ইস্টবেঙ্গল কোচ । অভিজিৎ সরকার ছাড়া বাকি সকলেই ম্যাচে নামার জন্য তৈরি বলে জানান তিনি । দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ নিয়ে কথা হলেও আলেয়ান্দ্রো বলছেন, ডার্বির প্রধান কুশীলব ফুটবলাররা । তাই বড় ম্যাচের চাপ উপভোগ করে ভালো ফুটবল খেলাকে পাখির চোখ করছেন তিনি।

ডার্বি জিতলে লিগ খেতাব পুনরুদ্ধারে মোহনবাগানকে পিছনে ফেলা যাবে । অঙ্কটা মাথায় থাকলেও তিনি বলছেন, পয়েন্ট টেবিলের অবস্থান নয়, জয়ের জন্য মাঠে নামবেন। ভারতীয় ক্লাব ফুটবলে পা দেওয়ার পর গত একবছরে দুটো ডার্বি জিতেছেন । যা সমর্থকদের সামনে আলেয়ান্দ্রোর USP । তবে অতীতে চোখ না রেখে সামনে তাকানোর কথা বলছেন তিনি ।

কলকাতা লিগকে সামনের বড় টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ বলছেন আলেয়ান্দ্রো । কোচের সুরে সুর মিলিয়ে অধিনায়ক লালরিনডিকা রালতেও বলছেন, ডার্বির সাফল্য-ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারিত হবে না ।

কলকাতা, 31 অগাস্ট : ডার্বির সাংবাদিক বৈঠকে IFA কর্তাদের সামনেই ম্যাচের সময় নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । গতকাল বিকেলে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দুপুর তিনটে ম্যাচ আয়োজনের জন্য সঠিক সময় নয় । ওই সময়টা ভালো খেলার জন্যও উপযুক্ত নয়। তাঁর সুরে সুর মেলান পাশে বসে থাকা মোহনবাগান কোচ কিবু ভিকুনাও ৷

প্রতিপক্ষ দলের কোচের সামনে নিজের দলের শক্তি ও দুর্বলতা নিয়ে মুখ খুলতে রাজি ছিলেন না ইস্টবেঙ্গল কোচ । অভিজিৎ সরকার ছাড়া বাকি সকলেই ম্যাচে নামার জন্য তৈরি বলে জানান তিনি । দুই স্প্যানিশ কোচের দ্বৈরথ নিয়ে কথা হলেও আলেয়ান্দ্রো বলছেন, ডার্বির প্রধান কুশীলব ফুটবলাররা । তাই বড় ম্যাচের চাপ উপভোগ করে ভালো ফুটবল খেলাকে পাখির চোখ করছেন তিনি।

ডার্বি জিতলে লিগ খেতাব পুনরুদ্ধারে মোহনবাগানকে পিছনে ফেলা যাবে । অঙ্কটা মাথায় থাকলেও তিনি বলছেন, পয়েন্ট টেবিলের অবস্থান নয়, জয়ের জন্য মাঠে নামবেন। ভারতীয় ক্লাব ফুটবলে পা দেওয়ার পর গত একবছরে দুটো ডার্বি জিতেছেন । যা সমর্থকদের সামনে আলেয়ান্দ্রোর USP । তবে অতীতে চোখ না রেখে সামনে তাকানোর কথা বলছেন তিনি ।

কলকাতা লিগকে সামনের বড় টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ বলছেন আলেয়ান্দ্রো । কোচের সুরে সুর মিলিয়ে অধিনায়ক লালরিনডিকা রালতেও বলছেন, ডার্বির সাফল্য-ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারিত হবে না ।

Intro:ডার্বির সাংবাদিক সম্মেলনে আইএফএ কর্তাদের সামনেই ম্যাচের সময় নিয়ে বিরক্তি প্রকাশ করলেন আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। শুক্রবার বিকেলে শহরের এক তারকা খচিত হোটেলে আসন্ন ডার্বির সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তিনি। পাশে ছিলেন মোহনবাগান কোচ কিবু ভিকুনা। লাল হলুদ কোচ উষ্মা র সঙ্গে জানিয়েছেন দুপুর তিনটেতে ম্যাচ আয়জোন সঠিক সময় নয়।ওই সময়টা ভালো খেলার জন্য উপযুক্ত নয়। পাশে বসে মোহনবাগান কোচ কিবু ভিকুনাও আলেয়ান্দ্রোর সুরে তাল মেলালেন।
স্প্যানিশ ফুটবল তারকা লুই এনরিকের ছোট্ট মেয়ের মৃত্যুতে আলেয়ান্দ্রো ও কিবু ভিকুনা দুজনেই দুঃখিত।
প্রতিপক্ষ দলের কোচের সামনে নিজের দলের শক্তি দূর্বলতা নিয়ে খোলস ভাঙতে রাজি ছিলেন না। অভিজিৎ সরকার ছাড়া বাকিরা সকলেই ম্যাচে নামার জন্যে তৈরি বলে জানিয়েছেন।
স্প্যানিশ দুই কোচের দ্বৈরথ নিয়ে কথা হলেও আলেয়ান্দ্রো বলছেন ডার্বির প্রধান কুশিলব ফুটবলার রা। তাই বড় ম্যাচের চাপ উপভোগ করে ভালো ফুটবল খেলাকে পাখির চোখ করছেন তিনি।
ডার্বি জিতলে লিগ খেতাব পুনরুদ্ধারে মোহনবাগান কে পেছনে ফেলা যাবে। অঙ্কটা মাথায় থাকলেও লাল হলুদ চাণক্য বলছেন তিনি পয়েন্ট টেবিলের অবস্থান নয়, জয়ের জন্য মাঠে নামবেন।
ভারতীয় ক্লাব ফুটবলে পা দেওয়ার পরে গত একবছরে দুটো ডার্বি জিতেছেন।যা সমর্থক দের সামনে আলেয়ান্দ্রো র ইউএসপি। তবে অতীতে চোখ না রেখে সামনে তাকানোর কথা বলছেন। তবে জয় পরাজয়ের পরিসংখ্যান নয় তা ফের বুঝিয়ে দিলেন।
কলকাতা লিগকে সামনের বড় টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ বলছেন। কোচের সুরে সুর মিলিয়ে অধিনায়ক লালরিনডিকা রালতেও বলছেন ডার্বির সাফল্য ব্যর্থতায় লিগের ভাগ্য নির্ধারিত হবেনা।


Body:ডার্বি


Conclusion:
Last Updated : Aug 31, 2019, 2:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.