ETV Bharat / sports

সনিরা বকেয়া পেলেও আশঙ্কায় শিলটনরা

সনি নর্ডি সহ দলের বিদেশি ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিলেও মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের বকেয়া এখনও মেটানো হয়নি ।

শিলটনরা
author img

By

Published : May 1, 2019, 11:15 PM IST

কলকাতা, 1 মে : সনি নর্ডি সহ দলের বিদেশি ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিলেও মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের বকেয়া এখনও মেটানো হয়নি । 30 এপ্রিল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ফুটবলারদের । ফুটবলের নতুন মরসুম শুরু হলেও সদ্য শেষ হওয়া মরসুমের বকেয়া নিয়ে শিলটন পালরা সংশয়ে । ক্লাবের ভারতীয় ফুটবলারদের প্রায় মাস পাঁচেকের টাকা বকেয়া রয়েছে । যা নিয়ে আশ্বাস ছাড়া কিছুই মিলছে না ।

সনি নর্ডি, ডিপান্ডা ডিকা, হেনরি কিসিয়াকারা যেহেতু বিদেশি ফুটবলার, পাওনা বকেয়া থাকলে তাঁরা FIFA-র দ্বারস্থ হবেন, সেই কারণে 30 এপ্রিলের মধ্যে তাঁদের পাওনা মেটানো হয়েছে । বলা হয়েছে নতুন মরসুমে নতুন বিদেশি কোচ তাঁর পছন্দ মত ফুটবলার নেবেন । সেক্ষেত্রে সনি নর্ডি ডিপান্ডা ডিকাদের যদি তিনি পছন্দ করেন তাহলে ডাকা হবে ।

ভারতীয় ফুটবলারদের পরিস্থিতিটা আলাদা । তা ছাড়া কলকাতা ময়দানের পাওনা মেটানোর ক্ষেত্রে ফুটবলার ও ক্লাব কর্তাদের মধ্যে অলিখিত নিয়ম রয়েছে । সাধারণত যে ফুটবলারকে নতুন মরসুমে দলের রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তার বকেয়ার কিছুটা দেওয়া হয় বাকিটা নতুন মরসুমের অগ্রিম হিসেবে ধরিয়ে দেওয়া হয় । ফলে অগ্রিম ও বকেয়ার দ্বন্দ্ব অব্যাহত থেকে যায় । কিন্তু মোহনবাগানের এবারের পরিস্থিতি আলাদা ।

সচিব টুটু বসু দায়িত্ব নেওয়ার পরেও ক্লাবের আর্থিক অবস্থার কোনও উন্নতি হয়নি । স্পনসর, বিনিয়োগকারী কারও দেখা নেই । এই অবস্থায় ফুটবলারদের চার মাস ধরে বেতন বাকি । মরসুম শেষ হওয়ার পরে ভারতীয় ফুটবলাররা এখন আশঙ্কায় রয়েছেন । নতুন কোচ এসে যদি শিলটন পালদের না ডাকেন সেক্ষেত্রে পাওনা অর্থ না পাওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও মোহবাগান কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন ফুটবলারদের কোনও টাকা বকেয়া রাখা হবে না । কিন্তু ফুটবলাররা বলছেন এই আশ্বাস তারা এতবার পেয়েছেন যে তাতে আস্থা রাখার কারণ দেখছেন না । তাই নতুন মরসুমে নতুন স্পনসর বা বিনিয়োগকারী সংস্থা আসবে বলে কর্তারা বললেও তাতে সংশয় কাটছে না মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের ।

কলকাতা, 1 মে : সনি নর্ডি সহ দলের বিদেশি ফুটবলারদের বকেয়া মিটিয়ে দিলেও মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের বকেয়া এখনও মেটানো হয়নি । 30 এপ্রিল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি ফুটবলারদের । ফুটবলের নতুন মরসুম শুরু হলেও সদ্য শেষ হওয়া মরসুমের বকেয়া নিয়ে শিলটন পালরা সংশয়ে । ক্লাবের ভারতীয় ফুটবলারদের প্রায় মাস পাঁচেকের টাকা বকেয়া রয়েছে । যা নিয়ে আশ্বাস ছাড়া কিছুই মিলছে না ।

সনি নর্ডি, ডিপান্ডা ডিকা, হেনরি কিসিয়াকারা যেহেতু বিদেশি ফুটবলার, পাওনা বকেয়া থাকলে তাঁরা FIFA-র দ্বারস্থ হবেন, সেই কারণে 30 এপ্রিলের মধ্যে তাঁদের পাওনা মেটানো হয়েছে । বলা হয়েছে নতুন মরসুমে নতুন বিদেশি কোচ তাঁর পছন্দ মত ফুটবলার নেবেন । সেক্ষেত্রে সনি নর্ডি ডিপান্ডা ডিকাদের যদি তিনি পছন্দ করেন তাহলে ডাকা হবে ।

ভারতীয় ফুটবলারদের পরিস্থিতিটা আলাদা । তা ছাড়া কলকাতা ময়দানের পাওনা মেটানোর ক্ষেত্রে ফুটবলার ও ক্লাব কর্তাদের মধ্যে অলিখিত নিয়ম রয়েছে । সাধারণত যে ফুটবলারকে নতুন মরসুমে দলের রাখার সিদ্ধান্ত নেওয়া হয় তার বকেয়ার কিছুটা দেওয়া হয় বাকিটা নতুন মরসুমের অগ্রিম হিসেবে ধরিয়ে দেওয়া হয় । ফলে অগ্রিম ও বকেয়ার দ্বন্দ্ব অব্যাহত থেকে যায় । কিন্তু মোহনবাগানের এবারের পরিস্থিতি আলাদা ।

সচিব টুটু বসু দায়িত্ব নেওয়ার পরেও ক্লাবের আর্থিক অবস্থার কোনও উন্নতি হয়নি । স্পনসর, বিনিয়োগকারী কারও দেখা নেই । এই অবস্থায় ফুটবলারদের চার মাস ধরে বেতন বাকি । মরসুম শেষ হওয়ার পরে ভারতীয় ফুটবলাররা এখন আশঙ্কায় রয়েছেন । নতুন কোচ এসে যদি শিলটন পালদের না ডাকেন সেক্ষেত্রে পাওনা অর্থ না পাওয়ার সম্ভাবনা রয়েছে । যদিও মোহবাগান কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন ফুটবলারদের কোনও টাকা বকেয়া রাখা হবে না । কিন্তু ফুটবলাররা বলছেন এই আশ্বাস তারা এতবার পেয়েছেন যে তাতে আস্থা রাখার কারণ দেখছেন না । তাই নতুন মরসুমে নতুন স্পনসর বা বিনিয়োগকারী সংস্থা আসবে বলে কর্তারা বললেও তাতে সংশয় কাটছে না মোহনবাগানের ভারতীয় ফুটবলারদের ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.