ETV Bharat / sports

ডুরান্ড ও লিগ ভুল থেকে শিক্ষা নেওয়ার টুর্নামেন্ট : আলেয়ান্দ্রো - Want to learn from Durand Cup and Calcutta Premier League

ডুরান্ড ও কলকাতা লিগ ভুল থেকে শিক্ষা নেওয়ার টুর্নামেন্ট বলে মন্তব্য করলেন ইস্টবেঙ্গল কোচ আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া ।

লাল-হলুদ
author img

By

Published : Aug 16, 2019, 3:07 PM IST

কলকাতা, 16 অগাস্ট : ডুরান্ডের প্রাথমিক পর্বের তিন ম্যাচে জয়ের জন্য ফুটবলারদের কৃতিত্ব দিতে চান আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এবার মিশন সেমিফাইনাল । 21 অগাস্ট প্রতিপক্ষ সম্ভবত গোকুলাম FC ।

শনিবার কলকাতা লিগের ম্যাচ রয়েছে । প্রতিপক্ষ BSS । প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলতে আসা রঘু নন্দর প্রশিক্ষণাধীন দলটি যথেষ্ট শক্তিশালী । বেঞ্জামিন, উইলিয়াম ওপোকু, ব্রাইট মিডলটন মেন্ডেসের মতো বিদেশি ছাড়াও বেশ কয়েকজন ময়দানের পোড়খাওয়া ফুটবলার রয়েছেন । ইতিমধ্যে কলকাতা লিগে দলের দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন লাল-হলুদ কোচ ।

ডুরান্ড কাপে তিনটি জয় এলেও কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি । প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে । বিষয়টি মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কোচের । হারের পরেও দলের প্রশংসা করেছিলেন । তাঁর মতে দলের ডিফেন্স যথেষ্ট ভালো । লিগের ম্যাচে শেষ মিনিটের গোলে হারতে হয়েছিল । পুরো ম্যাচে একটা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছিল প্রতিপক্ষ । তাই গোল খেলেও চিন্তিত নন তিনি ।

এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল । এই চারটে ম্যাচে রোটেশন পদ্ধতিতে প্রায় সবাইকে সুযোগ দিয়েছেন । চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন । কোনও রাখঢাক না করে জানিয়েছেন, দুই প্রতিযোগিতা দলের ফুটবলারদের কাছে উন্নতির সুযোগ । কৌশলগতভাবে দলের উন্নতি হয়েছে । সেজন্য ভুল করলে দলকে ধমকে দেওয়ার বদলে শুধরে দেওয়ার সুযোগ দিতে চান । গার্সিয়ার কথায়, "এই প্রতিযোগিতা দুটো আমাদের ভুল করার সুযোগ দিয়েছে ৷ একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ারও সুযোগ থাকছে । এভাবেই প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব আমরা ।"

কলকাতা, 16 অগাস্ট : ডুরান্ডের প্রাথমিক পর্বের তিন ম্যাচে জয়ের জন্য ফুটবলারদের কৃতিত্ব দিতে চান আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এবার মিশন সেমিফাইনাল । 21 অগাস্ট প্রতিপক্ষ সম্ভবত গোকুলাম FC ।

শনিবার কলকাতা লিগের ম্যাচ রয়েছে । প্রতিপক্ষ BSS । প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলতে আসা রঘু নন্দর প্রশিক্ষণাধীন দলটি যথেষ্ট শক্তিশালী । বেঞ্জামিন, উইলিয়াম ওপোকু, ব্রাইট মিডলটন মেন্ডেসের মতো বিদেশি ছাড়াও বেশ কয়েকজন ময়দানের পোড়খাওয়া ফুটবলার রয়েছেন । ইতিমধ্যে কলকাতা লিগে দলের দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন লাল-হলুদ কোচ ।

ডুরান্ড কাপে তিনটি জয় এলেও কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি । প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে । বিষয়টি মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কোচের । হারের পরেও দলের প্রশংসা করেছিলেন । তাঁর মতে দলের ডিফেন্স যথেষ্ট ভালো । লিগের ম্যাচে শেষ মিনিটের গোলে হারতে হয়েছিল । পুরো ম্যাচে একটা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছিল প্রতিপক্ষ । তাই গোল খেলেও চিন্তিত নন তিনি ।

এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল । এই চারটে ম্যাচে রোটেশন পদ্ধতিতে প্রায় সবাইকে সুযোগ দিয়েছেন । চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন । কোনও রাখঢাক না করে জানিয়েছেন, দুই প্রতিযোগিতা দলের ফুটবলারদের কাছে উন্নতির সুযোগ । কৌশলগতভাবে দলের উন্নতি হয়েছে । সেজন্য ভুল করলে দলকে ধমকে দেওয়ার বদলে শুধরে দেওয়ার সুযোগ দিতে চান । গার্সিয়ার কথায়, "এই প্রতিযোগিতা দুটো আমাদের ভুল করার সুযোগ দিয়েছে ৷ একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ারও সুযোগ থাকছে । এভাবেই প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব আমরা ।"

Intro:ডুরান্ডের প্রাথমিক পর্বের তিন ম্যাচে জয়ের জন্য ফুটবলারদের কৃতিত্ব দিতে চান আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়া। এবার মিশন সেমিফাইনাল। একুশে অগস্ট প্রতিপক্ষ সম্ভবত গোকুলাম এফসি। তার আগে 17অগস্ট শনিবার কলকাতা লিগের ম্যাচ রয়েছে। প্রতিপক্ষ বিএসএস। প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলতে আসা রঘু নন্দীর প্রশিক্ষণাধীন দলটি যথেষ্ট শক্তিশালী।বেঞ্জামিন, উইলিয়াম ওপোকু,ব্রাইট মিডলটন মেন্ডেসের মত বিদেশি ছাড়াও বেশ কয়েকজন ময়দানের পোড়খাওয়া ফুটবলার রয়েছে। ইতিমধ্যে কলকাতা লিগে দলের দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন লাল হলুদ কোচ। ডুরান্ড কাপে তিন জয় এলেও কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে।বিষয়টি মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কোচের। হারের পরেও দলের প্রশংসা করেছিলেন। তার মতে দলের ডিফেন্স যথেষ্ট ভালো। লিগের ম্যাচে শেষ মিনিটের গৌলে হারতে হয়েছিল। পুরো ম্যাচে একটা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছিল প্রতিপক্ষ। গোল খেলেও তিনি চিন্তিত নন। এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল। এই চারটে ম্যাচে রোটেশন পদ্ধতির প্রয়োগ করে প্রায় সবাইকে সুযোগ দিয়েছেন। চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন। কোনও রাখঢাক না করে জানিয়েছেন এই প্রতিযোগিতা দুটোই দলের ফুটবলারদের উন্নতির সুযোগ। কৌশলগতভাবে দলের উন্নতি হয়েছে। যা কাজে লাগাতে চাওয়ার ভাবনা। সেজন্য ভুল করলে দলকে ধমকে দেওয়ার বদলে শুধরে দেওয়ার সুযোগ দিতে চান।"এই প্রতিযোগিতা দুটো আমাদের ভুল করার সুযোগ দিয়েছে, একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ারও সুযোগ থাকছে। এভাবেই প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব আমরা।"


Body:ইস্টবেঙ্গল


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.