কলকাতা, 16 অগাস্ট : ডুরান্ডের প্রাথমিক পর্বের তিন ম্যাচে জয়ের জন্য ফুটবলারদের কৃতিত্ব দিতে চান আলেয়ান্দ্রো মেনেনদেজ় গার্সিয়া । এবার মিশন সেমিফাইনাল । 21 অগাস্ট প্রতিপক্ষ সম্ভবত গোকুলাম FC ।
শনিবার কলকাতা লিগের ম্যাচ রয়েছে । প্রতিপক্ষ BSS । প্রথমবার প্রিমিয়ার ডিভিশনে খেলতে আসা রঘু নন্দর প্রশিক্ষণাধীন দলটি যথেষ্ট শক্তিশালী । বেঞ্জামিন, উইলিয়াম ওপোকু, ব্রাইট মিডলটন মেন্ডেসের মতো বিদেশি ছাড়াও বেশ কয়েকজন ময়দানের পোড়খাওয়া ফুটবলার রয়েছেন । ইতিমধ্যে কলকাতা লিগে দলের দ্বিতীয় ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন লাল-হলুদ কোচ ।
ডুরান্ড কাপে তিনটি জয় এলেও কলকাতা লিগে শুরুটা ভালো হয়নি । প্রথম ম্যাচে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হয়েছে । বিষয়টি মাথায় রয়েছে ইস্টবেঙ্গল কোচের । হারের পরেও দলের প্রশংসা করেছিলেন । তাঁর মতে দলের ডিফেন্স যথেষ্ট ভালো । লিগের ম্যাচে শেষ মিনিটের গোলে হারতে হয়েছিল । পুরো ম্যাচে একটা সুযোগ কাজে লাগিয়ে গোল করেছিল প্রতিপক্ষ । তাই গোল খেলেও চিন্তিত নন তিনি ।
এখনও পর্যন্ত চারটে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল । এই চারটে ম্যাচে রোটেশন পদ্ধতিতে প্রায় সবাইকে সুযোগ দিয়েছেন । চাপের মুখেও নিজের সিদ্ধান্তে অটল থেকেছেন । কোনও রাখঢাক না করে জানিয়েছেন, দুই প্রতিযোগিতা দলের ফুটবলারদের কাছে উন্নতির সুযোগ । কৌশলগতভাবে দলের উন্নতি হয়েছে । সেজন্য ভুল করলে দলকে ধমকে দেওয়ার বদলে শুধরে দেওয়ার সুযোগ দিতে চান । গার্সিয়ার কথায়, "এই প্রতিযোগিতা দুটো আমাদের ভুল করার সুযোগ দিয়েছে ৷ একই সঙ্গে ভুল থেকে শিক্ষা নেওয়ারও সুযোগ থাকছে । এভাবেই প্রতিটি ম্যাচ জয়ের চেষ্টা করব আমরা ।"