বাকু, 12 জুন : শুরু হয়ে গেল বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবল উৎসব ইউরো কাপ ৷ গ্রুপ ‘এ’-র ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ইতালি ৷ তুরস্ককে 3-0 গোলে হারায় আজুরিরা ৷ আজ মাঠে নামছে ওয়েলস ও সুইৎজ়ারল্যান্ড ৷ এই ম্যাচে ওয়েলসের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে গ্যারেথ বেলের(Gareth Bale) হাতে ৷ ক্যাপ্টেন আর্মব্যান্ড হাতে নিয়ে উচ্ছসিত বেল ৷
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার বলছেন ওয়েলসকে নেতৃত্ব দেওয়া তাঁর কেরিয়ারের একটি অন্যতম মাইল ফলক হতে চলেছে ৷ 31 বছরের বেল অ্যাশলে উইলিয়ামসের স্থলাভিসিক্ত হলেন ৷ চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা-লিগা ও 2016 সালে ইউরো কাপে ওয়েলসকে সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি ৷
ক্যাপ্টেন আর্মব্যান্ড হাতে পাওয়ার পর বেল বলছেন, ‘‘অধিনায়কের আর্মব্যান্ড হাতে পরা আমার কাছে একটি বড় সম্মানের ৷ এত বড় একটি টুর্নামেন্টে দেশের নেতৃত্ব দেওয়া আমার কেরিয়ারের একটি বড় মাইল ফলক হতে চলেছে ৷’’
শেষ 11 টি ম্যাচে একটিও গোল করতে পারেননি বেল ৷ তবে তা নিয়ে চিন্তিত নন ওয়েলস স্ট্রাইকার ৷ আশাবাদী খুব শীঘ্রই গোলে ফিরবেন ৷ বলছেন, ‘‘যখন আমি খেলা শুরু করি ও প্রচুর গোল করছিলাম তখনও একটি কথাই বলেছি, কে গোল করল সেটি বড় বিষয় নয়...ফলাফলটি গুরুত্বপূর্ণ ৷ আমি শেষ কয়েকটি ম্যাচে গোল করিনি ঠিকই ৷ তবে ছটি থেকে সাতটি গোলে অ্যাসিস্ট করেছি ৷ সুতারাং আমি দলের গোলে দায়িত্ব পালন করছি ৷’’
আরও পড়ুন : Euro Cup 2020 : তুরস্ককে 3-0-এ উড়িয়ে শুরু ইতালির ইউরো অভিযান
অধিনায়ক আর্মব্যান্ড হাতে নিয়ে বেল উচ্ছসিত হলেও মিডফিল্ডার অ্যারোন রামসের চোট নিয়ে চিন্তিত ওয়েলস ৷ টুর্নামেন্ট শুরুর ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে ৷ আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামে আজ সুইৎজারল্যান্ডের মুখোমুখি হচ্ছে ওয়েলস ৷ গ্রুপ ‘এ’-এর পরে ইতালি ও তুরস্কের বিরুদ্ধে খেলবে বেলরা ৷