গোয়া, 23 ফেব্রুয়ারি : জল্পনার অবসান ৷ জানা গেল চলতি ISL- র ফাইনাল ম্যাচের ভেনু ৷ আগামী 14 মার্চ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসতে চলেছে ফাইনালের আসর ৷
গোয়াকে ফাইনাল ম্যাচের ভেনু ঘোষণা করেন FSDL-এর চেয়ারপার্সন নীতা আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ISL-এর ফাইনাল ম্যাচ আয়োজন করার গোয়াই সঠিক স্থান ৷ এটা অস্বীকার করার কোনও জায়গা নেই যে গোয়া ফুটবল ভালোবাসে ৷ আমরা ফুটবলের সবথেকে বড় ও গুরুত্বপূর্ণ ইভেন্ট গোয়াবাসীদের জন্য় আনতে চলেছি ৷’’
এর আগে 2015 সালে ISL ফাইনাল ম্যাচ আয়োজন করেছিল গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়াম ৷ খেলা হয়েছিল FC গোয়ার সঙ্গে চেন্নাইন FC -র ৷ 2-3 ব্যবধানে গোয়াকে হারিয়ে ট্রফি ঘরে তোলে চেন্নাইন ৷ যদিও ম্যাচের 90 মিনিট পর্যন্ত 2-1 গোলে এগিয়ে ছিল গোয়া ৷