ETV Bharat / sports

চিটফান্ড কাণ্ডের জন্যই দেনায় ডুবেছে IFA : উৎপল গাঙ্গুলি - isl

রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারি IFA-র আর্থিক স্বনির্ভরতায় বড়সড় ধাক্কা দিয়েছে । বার্ষিক রিপোর্ট বলছে ছয় কোটি টাকার কাছাকাছি দেনা । বিপুল আর্থিক দায় নিয়ে রাজ্য ফুটবল চালানো চ্যালেঞ্জের ।

উৎপল গাঙ্গুলি
author img

By

Published : Jun 28, 2019, 7:29 PM IST

কলকাতা, 28 জুন : রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারির কারণেই IFA-র আর্থিক দেনায় ডুবেছে । বর্তমানে সংস্থার দেনা ছ'কোটি টাকায় গিয়ে ঠেকেছে । আজ এক অনুষ্ঠানে একথা বললেন বিদায়ি IFA সচিব উৎপল গাঙ্গুলি ।

12 বছরের বেশি সময় ধরে IFA সচিবের পদে রয়েছে তিনি । বিদায়বেলায় কিছুটা হলেও আবেগতাড়িত সচিব উৎপল গাঙ্গুলি । নিজে একসময় চুটিয়ে হকি খেলেছেন । জামাইকার জাতীয় হকি দলের কোচের দায়িত্ব সামলেছেন । রাজ্য ফুটবল সংস্থার ইতিহাসে তিনি একমাত্র সচিব যার খেলাধূলা করার ইতিহাস রয়েছে । পরে শিল্পপতি হয়েছেন । কিন্তু খেলার প্রতি টানটা শেষ হয়ে যায়নি । গত 12 বছরে বিভিন্ন টুর্নামেন্টের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে এসেছেন । IFA-কে আর্থিক ভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন । কিন্তু রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারি IFA-র আর্থিক স্বনির্ভরতায় বড়সড় ধাক্কা দিয়েছে । বার্ষিক রিপোর্ট বলছে ছয় কোটি টাকার কাছাকাছি দেনা । বিপুল আর্থিক দায় নিয়ে রাজ্য ফুটবল চালানো চ্যালেঞ্জের । উৎপল গাঙ্গুলি নতুনকে স্বাগত জানিয়েছেন । সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন । তাই পাঁচ জুলাই IFA-র নতুন গভর্নিং বডির সভায় জয়দীপ মুখার্জি বা বিশ্বরূপ দে যেই দায়িত্ব পান না কঠিন প্রশ্নপত্রের সামনে পড়তে চলেছেন ।

ISL-এর আগে এরকমই একটি ফ্র্যাঞ্চাইজ়ি নির্ভর ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছিলেন তিনি । কিন্তু তা নানা কারণে বাস্তবায়ন হয়নি । বিদায়ি সচিব বলছেন, টুর্নামেন্টটি করতে পারলে দেনার পরিমাণ দ্রুত নামানো সম্ভব হবে । কারণ, ফুটবলকে লাভের মুখ দেখাতে হলে সঠিক প্রচার করতে হবে । তাহলেই বিনিয়োগ আসবে ।

শুনুন উৎপল গাঙ্গুলির বক্তব্য

IFA-এর আর্থিক দায়ভার যাতে দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব না ফেলে তার জন্য বিপুল পরিমাণ টাকা উৎপলবাবু নিজে নিয়ে আসতেন । এবার সেই জোগান আসবে কি না সংশয় রয়েছে । যা নিয়ে আশঙ্কায় IFA কর্মীরা । তাই উৎপল বিদায়ে নতুন স্বাগত কিন্তু প্রশ্নমালা রয়েই গেল ।

কলকাতা, 28 জুন : রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারির কারণেই IFA-র আর্থিক দেনায় ডুবেছে । বর্তমানে সংস্থার দেনা ছ'কোটি টাকায় গিয়ে ঠেকেছে । আজ এক অনুষ্ঠানে একথা বললেন বিদায়ি IFA সচিব উৎপল গাঙ্গুলি ।

12 বছরের বেশি সময় ধরে IFA সচিবের পদে রয়েছে তিনি । বিদায়বেলায় কিছুটা হলেও আবেগতাড়িত সচিব উৎপল গাঙ্গুলি । নিজে একসময় চুটিয়ে হকি খেলেছেন । জামাইকার জাতীয় হকি দলের কোচের দায়িত্ব সামলেছেন । রাজ্য ফুটবল সংস্থার ইতিহাসে তিনি একমাত্র সচিব যার খেলাধূলা করার ইতিহাস রয়েছে । পরে শিল্পপতি হয়েছেন । কিন্তু খেলার প্রতি টানটা শেষ হয়ে যায়নি । গত 12 বছরে বিভিন্ন টুর্নামেন্টের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে এসেছেন । IFA-কে আর্থিক ভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন । কিন্তু রাজ্যজুড়ে চিটফান্ড কেলেঙ্কারি IFA-র আর্থিক স্বনির্ভরতায় বড়সড় ধাক্কা দিয়েছে । বার্ষিক রিপোর্ট বলছে ছয় কোটি টাকার কাছাকাছি দেনা । বিপুল আর্থিক দায় নিয়ে রাজ্য ফুটবল চালানো চ্যালেঞ্জের । উৎপল গাঙ্গুলি নতুনকে স্বাগত জানিয়েছেন । সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন । তাই পাঁচ জুলাই IFA-র নতুন গভর্নিং বডির সভায় জয়দীপ মুখার্জি বা বিশ্বরূপ দে যেই দায়িত্ব পান না কঠিন প্রশ্নপত্রের সামনে পড়তে চলেছেন ।

ISL-এর আগে এরকমই একটি ফ্র্যাঞ্চাইজ়ি নির্ভর ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছিলেন তিনি । কিন্তু তা নানা কারণে বাস্তবায়ন হয়নি । বিদায়ি সচিব বলছেন, টুর্নামেন্টটি করতে পারলে দেনার পরিমাণ দ্রুত নামানো সম্ভব হবে । কারণ, ফুটবলকে লাভের মুখ দেখাতে হলে সঠিক প্রচার করতে হবে । তাহলেই বিনিয়োগ আসবে ।

শুনুন উৎপল গাঙ্গুলির বক্তব্য

IFA-এর আর্থিক দায়ভার যাতে দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব না ফেলে তার জন্য বিপুল পরিমাণ টাকা উৎপলবাবু নিজে নিয়ে আসতেন । এবার সেই জোগান আসবে কি না সংশয় রয়েছে । যা নিয়ে আশঙ্কায় IFA কর্মীরা । তাই উৎপল বিদায়ে নতুন স্বাগত কিন্তু প্রশ্নমালা রয়েই গেল ।

Intro:চিটফাণ্ড কেলেঙ্কারি কারণেই আইএফএ দেনায়, বললেন বিদায়ী সচিব

কলকাতা,২৮ জুনঃ বারো বছরের বেশি সময় ধরে আইএফএ সচিবের পদ অলঙ্কৃত করেছেন। বিদায় বেলায় কিছুটা হলেও আবেগতাড়িত সচিব উৎপল গাঙ্গুলী। নিজে একসময় চুটিয়ে হকি খেলেছেন। জামাইকার জাতীয় হকি দলের কোচের দায়িত্ব সামলেছেন। রাজ্য ফুটবল সংস্থার ইতিহাসে তিনি একমাত্র সচিব যার খেলাধূলা করার ইতিহাস রয়েছে। পরে শিল্পপতি হয়েছেন। কিন্তু খেলার প্রতিটানটা শেষ হয়ে যায়নি। গত বারোবছরে বিভিন্ন টুর্নামেন্টের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতা নিয়ে এসেছেন। আইএফএ কে আর্থিক ভাবে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে চেয়েছিলেন। কিন্তু রাজ্য জুড়ে চিট ফাণ্ড কেলেঙ্কারি আইএফএ র আর্থিক স্বনির্ভরতায় বড়সড় ধাক্কা দিয়েছে। বার্ষিক রিপোর্ট বলছে ছয় কোটি টাকার কাছাকাছি দেনা। বিপুল আর্থিক দায় নিয়ে রাজ্য ফুটবল চালানো চ্যালেঝ্জ। উৎপল গাঙ্গুলী নতুনকে স্বাগত জানিয়েছেন। সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তাই পাঁচ জুলাই আইএফএ র নতুন গভর্নিং বডির সভায় জয়দীপ মুখার্জী কিংবা বিশ্বরূপ দে যে দায়িত্ব পান না কেন কঠিন প্রশ্নপত্রের সামনে পড়তে চলেছেন।
আইএসএলের আগে এরকমই একটি ফ্র্যাঞ্চাইজি নির্ভর ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তা নানা কারণে বাস্তবায়ন হয়নি। বিদায়ী সচিব বলছেন টুর্নামেন্টটি করতে পারলে দেনার দায় দ্রুত নামানো সম্ভব হবে। কারন ফুটবলকে লাভের মুখ দেখাতে হলে সঠিক প্রচার করতে হবে। তাহলেই বিনিয়োগ আসবে।
আইএফএর আর্থিক দায়ভার যাতে দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব না ফেলে তার জন্য বিপুল পরিমান টাকা উৎপলবাবু নিজে নিয়ে আসতেন। এবার সেই যোগান আসবে কি না সংশয় রয়েছে। যা নিয়ে আশঙ্কায় আইএফএর কর্মীরা। তাই উৎপল বিদায়ে নতুন স্বাগত কিন্তু প্রশ্নমালা রয়েই গেল।Body:IfaConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.